ভক্তের নাক ভেঙে ক্ষমা চাইলেন এমবাপে

স্ত্রাসবুর্গের বিপক্ষে মাঠে নামার আগে তখন চলছিল দলীয় অনুশীলন। প্রস্তুতির সেই সময়ে ঘটে গেল একটি অঘটন। কিলিয়ান এমবাপের নেওয়া বুলেট গতির শট লাগল স্ট্যান্ডে থাকা এক নারীর মুখে। তাতে নাক ভেঙে যায় সেই নারীর। অনিচ্ছাকৃত দুর্ঘটনা হলেও এরজন্য পরে সেই নারীর কাছে ক্ষমা চেয়েছেন এমবাপে।

সতীর্থদের সঙ্গে অনুশীলনের সময় ঠিকভাবে শট নিতে পারেননি এমবাপে। তার মিস শট সরাসরি চলে যায় সেই নারীর মুখ বরাবর। সেই শটে শুধু তার নাকই ভাঙ্গেনি, রীতিমতো ছিটকে পড়েছেন। তাতে প্রচুর রক্তপাতও হয়। তাকে তখন ডাগআউটে এনে প্রাথমিক শুশ্রূষা করেন পিএসজির চিকিৎসকরা। এমবাপে অনুশীলন থামিয়ে সেই নারীর কাছে ক্ষমা চান।

এরপর ম্যাচ শেষে আবার লনের কিনারায় সেই সমর্থককে খুঁজে পান এমবাপে। তখন তার সঙ্গে আলিঙ্গনের পাশাপাশি একটি সাঁতারের পোশাক উপহার দেন বিশ্বকাপ জয়ী এ তরুণ।

এর আগে কাতার বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের ম্যাচের আগে অনুশীলনের সময় এক সমর্থককে ছিটকে দিয়ে খবরে এসেছিলেন এমবাপে। শনিবার আরও একবার এমন ঘটনা ঘটে। 

অঘটনের রাতে অবশ্য শিরোপা উল্লাসে মেতেছে পিএসজি। স্ত্রাসবুর্গের মাঠে ১-১ গোলে ড্র করে পিএসজি। শিরোপা জয়ের জন্য একটি পয়েন্টই যথেষ্ট ছিল তাদের। মেসি পিএসজিকে এগিয়ে দেওয়ার পর কেভিন গামেইরার গোলে সমতায় ফেরে স্ত্রাসবুর্গ। তাতে কোনো সমস্যা হয়নি প্যারিসের ক্লাবটির।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

Activities of certain entities, and activities supporting them can now be banned

2h ago