টানা চতুর্থ লিগ শিরোপা জিতে বসুন্ধরা কিংসের রেকর্ড

ছবি: বাফুফে

ইতিহাস গড়ল তারকায় ঠাসা বসুন্ধরা কিংস। প্রথম দল হিসেবে টানা চার মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হলো তারা। ১০ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে একাই চার গোলের স্বাদ নিলেন তাদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতন।

শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ৬-৪ গোলে জিতেছে অস্কার ব্রুজোনের শিষ্যরা। এতে তিন ম্যাচ হাতে রেখেই ২০২২-২৩ মৌসুমের লিগ শিরোপা ঘরে তুলেছে তারা। ১৭ ম্যাচে তাদের অর্জন ৪৬ পয়েন্ট। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ঢাকার পয়েন্ট সমান ম্যাচে ৩৪।

দোরিয়েলতনের নৈপুণ্যের পাশাপাশি বসুন্ধরার হয়ে একটি করে গোল করেন রবসন দা সিলভা রবিনহো ও শেখ মোরসালিন। শেখ রাসেলের পক্ষে জোড়া লক্ষ্যভেদ করেন কেনেথ ইকেচুকু। তাদের বাকি দুই গোলদাতা হলেন সুজন বিশ্বাস ও দীপক রায়।

ছবি: বাফুফে

লিগের গোলদাতাদের তালিকায় সবার উপরে আছেন দোরিয়েলতন। তিনি করেছেন ১৮ গোল। গত মৌসুমে তিনি ঢাকা আবাহনীর হয়ে সমানসংখ্যক গোল করেছিলেন।

দেশের শীর্ষ পেশাদার ফুটবল আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের যাত্রা শুরু হয় ২০০৭ সালে। কিংস প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় ২০১৮-১৯ মৌসুমে অংশ নিয়েই বাজিমাত করে। অভিষেক আসরে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ে তারা। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে ২০১৯-২০ মৌসুম বাতিল হয়। এরপর টানা ২০২০-২১ ও ২০২১-২২ মৌসুমে চ্যাম্পিয়ন হয়ে ঢাকা আবাহনীর হ্যাটট্রিক শিরোপার রেকর্ডে ভাগ বসায় কিংস। এবার সেই অর্জন ছাপিয়ে নতুন চূড়ায় উঠল তারা।

প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি ঢাকা আবাহনীর নামের পাশে। তাদের পরেই অবস্থান বসুন্ধরার। তিনটি শিরোপা জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago