রদ্রিগো কতদূর যেতে পারে তা কেউ জানে না: আনচেলত্তি

ছবি: এএফপি

কোপা দেল রের ফাইনালে জোড়া গোল করলেন রদ্রিগো। তরুণ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নৈপুণ্যে শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। অসাধারণ পারফরম্যান্সের পর কোচের প্রশংসা পাওয়া তার জন্য অবধারিতই ছিল। শিষ্যের ওপর বেজায় খুশি কার্লো আনচেলত্তির মতে, রদ্রিগোর সাফল্যময় পথচলার সীমানা তার অজানা।

গতকাল শনিবার রাতে সেভিয়ায় ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন হয় রিয়াল। সবশেষ নয় বছরে এই প্রতিযোগিতায় এটি তাদের প্রথম শিরোপা। ওসাসুনার লুকাস তোরোর লক্ষ্যভেদের আগে-পরে রিয়ালের পক্ষে জাল খুঁজে নেন রদ্রিগো। তার স্বদেশি ও আরেক তরুণ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রও কম যাননি। দুটি গোলেই তিনি রাখেন গুরুত্বপূর্ণ অবদান। যদিও মেজাজ হারিয়ে প্রথমার্ধের শেষদিকে হলুদ কার্ডও দেখেন ভিনিসিয়ুস।

ছবি: এএফপি

ফাইনালের ম্যাচসেরা রদ্রিগোর বন্দনায় পরবর্তীতে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, 'সে কতদূর যেতে পারে তা কেউ জানে না। সে খুবই অভিজাত একজন খেলোয়াড়, মাঠে যার বিচরণ চমকপ্রদ এবং সে গোল করে থাকে। সে অসাধারণভাবে এগিয়ে যাচ্ছে।'

রেফারির সঙ্গে তর্কে জড়ানো ভিনিসিয়ুসকে নিয়ে রিয়ালের বর্ষীয়ান কোচের মন্তব্য, 'প্রথম আধা ঘন্টায় আমরা সত্যিই ভালো খেলেছি। ভিনিসিয়ুস জুনিয়র রীতিমতো অপ্রতিরোধ্য ছিল। তারপর আমি জানি না যে ঠিক কী হয়েছিল। পরে আমি তাকে কিছুটা শান্ত করতে পেরেছিলাম।'

ওসাসুনার বিপক্ষে রিয়ালের শুরুটা দারুণ হলেও পরে তারা খেই হারায়। ম্যাচের দ্বিতীয় মিনিটেই রদ্রিগোর গোলে পাওয়া লিড তারা হারায় ৫৮তম মিনিটে। তোরো সমতা টানেন লড়াইয়ে। সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় লস ব্লাঙ্কোরা। ৭০তম মিনিটে জয়সূচক গোল করেন ২২ বছর বয়সী রদ্রিগো।

অন্য কিছুতে নজর না দিয়ে রিয়ালের কেবল ফুটবলের দিকেই মনোযোগী হওয়া উচিত বলে মনে করেন আনচেলত্তি, 'এই দলের কাজ হলো একটি এবং কেবল একটি জিনিসই তাদের করতে হবে ভালো ফুটবল খেলা। অন্য কিছু করা মানে হলো খেলায় নিয়ন্ত্রণ ও মনোযোগ হারানো। আমরা দ্বিতীয়ার্ধের শুরুটা ভালো করতে পারিনি। আমাদের একটু সংগ্রাম করতে হচ্ছিল এবং তারা ম্যাচে সমতা টানে। তবে সৌভাগ্যবশত রদ্রিগো খেলার গতিপথ বদলে দেয়।'

ছবি: এএফপি

২০২১ সালের জুনে দ্বিতীয় দফায় রিয়ালের কোচের দায়িত্ব নেন আনচেলত্তি। তার অধীনে প্রথম মৌসুমে ক্লাবটি জেতে লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ। চলমান ২০২২-২৩ মৌসুমে তারা কোপা দেল রের আগে ঘরে তুলেছে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ। অর্থাৎ গত দুই বছরের মধ্যে ক্লাব পর্যায়ে সম্ভাব্য সকল শিরোপা জেতা হয়ে গেছে রিয়ালের।

স্বল্প সময়ের মধ্যে পাওয়া চোখ ধাঁধানো সফলতা নিয়ে আনচেলত্তি বলেন, 'দুই বছরের মধ্যে সম্ভাব্য প্রতিটি শিরোপা জেতার মধ্য দিয়ে আজ (শনিবার) রাতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অর্জন করেছি।'

Comments

The Daily Star  | English

Israel says truce with Hamas begins, after delay

During the delay, Gaza's civil defence agency said Israeli strikes killed eight people.

3h ago