কৃষ্ণাদের লাগেজ থেকে ডলার চুরির অভিযোগ

বিমানবন্দরে নামার পর সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকার

সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়ার পর পাওয়া গেল অপ্রত্যাশিত খবর।

ফাইনাল সেরা কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহার সিনিয়রের লাগেজ থেকে খোয়া গেছে ডলার। আরও কয়েকজনের ব্যাগ থেকেও কিছু জিনিস না পাওয়ার খবর মিলেছে। তবে কোন জায়গা থেকে এসব খোয়া গেছে তা তারা নিশ্চিত হতে পারছেন না। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি কাল রাতে এটি জানতে পেরেছি। ২ জনের ব্যাগ থেকে মোট ১৩০০ ডলার করে খোয়া গেছে। আমি তাদের সঙ্গে কথা বলে বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করছি। লিখিত অভিযোগ দেওয়ার ব্যাপারে আলাপ করব।'

তিনি জানান, কৃষ্ণার লাগেজ থেকে ৯০০ ডলার ও শামসুন্নাহার সিনিয়রের ব্যাগ থেকে খোয়া গেছে ৪০০ ডলার। এদিকে এই ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ দুপুর ১টায় সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছে। 

বুধবার দুপুর দেড়টায় বাংলাদেশে নামে সাবিনা খাতুনের দল। ছাদখোলা বাসে বিপুল সংবর্ধনা ও বর্ণাঢ্য আয়োজনে তাদের নিয়ে আসার হয় বাফুফে ভবনে। রাস্তায় অজস্র মানুষের ভিড় ঠেলে সন্ধ্যা ৭টায় তারা পৌঁছান বাফুফে ভবনে। সংবাদ সম্মেলন শেষ করতে পেরিয়ে যায় রাত ৯টা। 

জানা গেছে, এরপর তারা তাদের লাগেজ বুঝে পাওয়ার দেখা যায় সেগুলোর ভেতরে নেই নগদ অর্থ ও কিছু উপহার সামগ্রি।

নেপালের কাঠমান্ডুতে এবারের নারী সাফ চ্যাম্পিয়নশিপে পাঁচ ম্যাচের সবগুলো জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। প্রতিপক্ষের জালে ২৩ গোল দিয়ে বাংলাদেশ হজম করে স্রেফ এক গোল। ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লাল সবুজের প্রতিনিধিরা। 

Comments

The Daily Star  | English

Palak admits shutting down internet deliberately on Hasina's order

His testimony was recorded by the International Crime Tribunal's investigation agency following a questioning session held yesterday

50m ago