প্রোটিয়াদের বিপক্ষে অস্ট্রেলিয়ার দলে ফিরলেন হেড-হ্যাজলউড

তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দুটি স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে এই দলে। যেখানে দলের ফিরেছেন ট্রাভিস হেড ও জশ হ্যাজলউডের মতো খেলোয়াড়রা।

এছাড়াও দলে ফিরেছেন অলরাউন্ডার ম্যাট শর্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ওয়ানডে দলে ডাক পেয়েছেন বিস্ফোরক ব্যাটার মিচ ওউয়েন। দুই স্কোয়াডেই রাখা হয়েছে তাকে।

ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এখনো বিশ্রামে আছেন বছরের শেষের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে। তার জায়গায় অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মিচেল মার্শ। একই কারণে বিশ্রামে রাখা হয়েছে মিচেল স্টার্ককেও।

ওয়েস্ট ইন্ডিজ সফরের পর বাদ পড়েছেন শন অ্যাবট, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, তানভীর সাঙ্গা, কুপার কনলি ও অ্যারন হার্ডির মতো তরুণ খেলোয়াড়েরা। প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল গঠন অব্যাহত থাকবে।

বেইলি বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল যেভাবে নিজেদের নমনীয়তা ও গভীরতা দেখিয়েছে, সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। ব্যাটিং অর্ডারে নমনীয়তা ও বোলারদের ইনিংসের বিভিন্ন পর্যায়ে বল করার সামর্থ্য আমাদের খুব আনন্দ দিয়েছে।'

'মিচ ওউয়েন ও ম্যাট কুহনেমানের অভিষেক, আর ন্যাথান এলিসের পাঁচ ম্যাচ খেলার জন্য যেভাবে প্রস্তুতি নিয়েছে—সবই ছিল এই সিরিজের হাইলাইট। ট্রাভিস হেড ও হ্যাজলউড দলে ফেরায় ঘরের মাঠে ছোট স্কোয়াড গঠন করা হয়েছে, ফলে কিছু খেলোয়াড় এই সিরিজে নেই। তারা সবাই বিবেচনায় আছে, এবং এখন পর্যন্ত প্রত্যেকে নিজেদের সুযোগ কাজে লাগিয়েছে,' যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, 'এই সিরিজে এবং বছরের বাকি সময়ে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে সিরিজেও আমরা খেলোয়াড়দের সুযোগ দেওয়ার পাশাপাশি টেস্ট গ্রীষ্মের প্রস্তুতিও চালিয়ে যাব।'

ডারউইনে আগামী ১০ আগস্ট প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই সিরিজ। একই ভেন্যুতে ১২ আগস্ট দ্বিতীয় টি-টোয়েন্টি। কেয়ার্নসে তৃতীয় ম্যাচ ১৬ আগস্ট। এই ভেন্যুতে প্রথম ম্যাচ ওয়ানডে ১৯ আগস্ট। ম্যাকায়ে বাকি দুই ওয়ানডে ২২ ও ২৪ আগস্ট।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল:

মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুহনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওউয়েন, ম্যাথিউ শর্ট, অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়া ওয়ানডে দল:

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, বেন ডোয়ারশুইস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, ল্যান্স মরিস, মিচেল ওউয়েন, ম্যাথিউ শর্ট, অ্যাডাম জাম্পা।

Comments

The Daily Star  | English

BB keeps policy rate unchanged 

BB said the 10 percent policy rate would remain in place for the July-December period

1h ago