আমাদের শেষ ব্যাটারেরও ছক্কা মারার সামর্থ্য আছে: ইমন 

parvez hossain emon

বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ছক্কা মারায় বেশ পারদর্শী। চাপের সময়ে তাদের অনায়াসে মারা বড় শটগুলো দলকে দেয় স্বস্তি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো ফিফটি করা ইমন জানালেন, তাদের দলের সবার এমনকি এগারো নম্বরে নামা ব্যাটারেরও ছক্কা মারার সামর্থ্য আছে। 

রোববার মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে সহজেই হারায় বাংলাদেশ। ওপেন করতে নেমে ৩৯ বলে ৫৬ রান করেন ইমন। ৩ চারের সঙ্গে তিনি মেরেছেন ৫ ছক্কা। 

ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে এসে ইমন জানান কুড়ি ওভারের ম্যাচ জেতার মূলমন্ত্র হচ্ছে ছক্কা পেটানো, এবং সেই কাজে তারা সবাই পারঙ্গম,  'টি-টোয়েন্টি খেলতে হলে ছক্কা মারার সামর্থ্য থাকতেই হবে। আল্লাহ্‌র রহমতে, আমাদের দলের সবার সে সামর্থ্যটা আছে। একদম শেষ যে ব্যাটসম্যান আছে, সেও ছক্কা মারতে পারে। এটা আমাদের অনেক ভালো উপকার দিচ্ছে। এটা আরও যত ভালো আয়ত্ব করতে পারব, আমাদের জন্য ভালো হবে।' 

শ্রীলঙ্কার সর্বশেষ সিরিজে প্রথম ম্যাচে ভালো শুরু পেলেও পরের দুই ম্যাচে রান পাননি ইমন। তবে আগের সিরিজের স্মৃতি একদম সেখানেই ফেলে নতুন শুরু করতে চেয়েছেন তিনি, 'আমি আসলে বর্তমানে থাকার চেষ্টা করেছি। শ্রীলঙ্কার ওটা (দুই ম্যাচে শূন্য) সেখানেই শেষ হয়ে গেছে। আমার পুরো মনোযোগ এই সিরিজের দিকে ছিল। পরের বল কী হবে, সেটাই ভাবছিলাম সবসময়।' 

পাকিস্তানের করা ১১০ রান টপকাতে গিয়ে ৭ রানে ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয়কে নিয়ে ইমন গড়েন ৭৩ রানের জুটি। এই জুটিতেই ম্যাচ অনেকটা শেষ হয়ে যায়। উইকেট কিছুটা চ্যালেঞ্জিং হলেও আগ্রাসী খেলে রানের চাপ পড়তে দেননি দুজন, 'আমরা জুটি গড়ার চেষ্টা করেছি। আমাদের ইন্টেন্ট ভালোই ছিল। আমাদের কথা হচ্ছিল যে, ইন্টেন্ট ভালো রেখে যত কম ঝুঁকি নিয়ে খেলা যায়।'

'যখন পরপর উইকেট পড়ে, তখন যেকোনো দলের ওপরই কিছুটা চাপ আসে। আমাদের পরিকল্পনা থাকে, একটা ছোট জুটি গড়ার। ইন্টেন্ট ঠিকই থাকবে, তবে ছোট একটা জুটি গড়ে খেলাটা বড় করার চেষ্টা থাকবে।' 

মিরপুরের উইকেট নিয়ে প্রথম ম্যাচের পরই আপত্তি জানিয়েছে পাকিস্তান। তাদের কোচ মাইক হেসনের মতে এই পিচ আন্তর্জাতিক মানের নয়, ইমন অতটা মনে না করলেও উইকেটের কন্ডিশন বুঝে দ্রুত মানিয়ে নেওয়ার  চেষ্টা করাকেই উপযুক্ত চিন্তা ভেবেছেন, 'আমাদের পরিকল্পনা ছিল, ম্যাচের দিন যত দ্রুত উইকেটটা বুঝতে পারব, আমাদের জন্য তত ভালো হবে। আমরা দ্রুত সেটি করতে পেরেছি। দুটো উইকেট দ্রুত পড়তেই পারে, টি-টোয়েন্টি ক্রিকেটে এটা স্বাভাবিক। কিন্তু আমরা অন্যরা যারা ব্যাটিং করছি উইকেটটা ভালো বুঝতে পেরেছি।' 

Comments

The Daily Star  | English

'Shoot directly': Hasina’s order and deadly aftermath

Months-long investigation by The Daily Star indicates state forces increased deployment of lethal weapons after the ousted PM authorised their use

1d ago