‘কুইক টি-টোয়েন্টি ইনিংস’ খেলতে আসা আমিনুলের ‘টাইমফ্রেম নেই’

Aminul Islam Bulbul
ছবি: স্টার

বিসিবির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার আগের দিন দ্য ডেইলি স্টারকে আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন, 'দীর্ঘমেয়াদী করার ইচ্ছা নাই। এটা বারবার বলছি কারণ প্রলোভিত হয়ে যেন না বলি যে আগে বলি নাই।' বিসিবির আগামী নির্বাচনে অংশ না নেওয়ার কথাও স্পষ্ট করেছিলেন তিনি। তবে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে সাবেক এই অধিনায়ক তিনি 'টি-টোয়েন্টি ইনিংস' খেলতে এলেও আপাতত তার 'টাইমফ্রেম নেই'।

গত তিন দিন ধরে চরম নাটকীয় পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে আসে বদল। ফারুক আহমেদকে ক্রীড়া মন্ত্রণালয় পদত্যাগ করতে বলে, পদ না ছেড়ে তিনি ছিলেন অনড়। ক্রীড়া পরিষদ শেষ পর্যন্ত তার মনোনয়ন  বাতিল করে সেখানে নিয়ে আসে আমিনুলকে।

আইসিসির ক্রিকেট উন্নয়ন কর্মকর্তা হিসেবে কাজ করা সাবেক অধিনায়ক শুক্রবার অনুমিতভাবেই পরিচালক হয়ে পরে সভাপতি নির্বাচিত হয়ে যান। আগামী অক্টোবরে বিসিবির বর্তমান কার্যনির্বাহী পরিষদের মেয়াদ শেষ হবে, তার আগে করতে হবে নির্বাচন। সেই হিসেবে তিন-চার মাস সময় আছে আমিনুলের।

তবে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে গণমাধ্যমে তিনি বললেন, তার মেয়াদ আসলে নির্ধারিত নয়, 'আজকে আমাকে নির্বাচন করা হয়েছে বিসিবি সভাপতি হিসেবে তিন মাসের জন্য নয়। আমি নির্বাচিত হয়েছি আজকে। আগে আমি চাকরি করতাম আইসিসিতে এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ যে, সেই দায়িত্বে ব্যবস্থাপনার অনেক কিছু কাজ শিখেছি এবং তারা খুব উৎসাহী হয়ে বলেছে, "তোমার অবশ্যই দেশের জন্য করা উচিত।" আইসিসির কাছে আমার দুই মাস বা তিন মাসের ব্যাপার নেই। আমার প্রয়োজন অনুযায়ী এখানে কাজ করব এবং অবশ্যই কোনো টাইমফ্রেম নেই এখানে।'

'টাইমফ্রেমটা এজন্য বলছি না যে, লম্বা সময়ের জন্য এখানে আসিনি, এটা আমি বলতে পারি। এজন্য বলছি সুনির্দিষ্ট সময় নেই। আমার অন্য এজেন্ডা আছে, আমি যেহেতু ক্রিকেট উন্নয়নে কাজ করি, সেটা চালিয়ে যাব। এটাও একটা শর্ট টার্ম অ্যাসাইনমেন্ট হিসেবে নিয়েছি। এর বেশি কিছু বলতে পারছি না।'

টেস্ট ম্যাচ নয়, আমিনুল জানান তিনি এসেছেন টি-টোয়েন্টি ইনিংস খেলতে, 'যেহেতু সময় কম... আমরা জানি টেস্ট ম্যাচ পাঁচদিনের হয়, ওয়ানডে হয় সাত ঘণ্টার। আমি একটা কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি এখানে। একটা ভালো টি-টোয়েন্টি ইনিংস খেলব, যেটা আপনারা সবাই মনে রাখবেন।'

তবে কি আগামী নির্বাচনেও অংশ নিতে যাচ্ছেন তিনি? যে সম্ভাবনার কথা একদিন আগেও উড়িয়ে দিয়েছিলেন। এবার তা উড়িয়ে না দিয়ে সব পথ খোলা রাখলেন,  'প্রথমে আমি দেখব। আমি পেশাদার লোক। ক্রিকেট আমার পেশা। একসময় খেলতাম, এরপর ক্রিকেট উন্নয়নে কাজ করছি। এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। যদি আমি ভালো করি, এই কাজটিই হয়তো আইসিসিতে গিয়ে করতে পারি, বা এখানে যদি বাড়ানো হয়… জানি না এখানে কী হবে… তবে আপাতত আমার লক্ষ্য শর্ট টার্মে ভালো করে কাজ করা।'

আমিনুল বিসিবির শীর্ষ পদে কতদিন কাজ চালিয়ে যেতে পারেন তা দেখার বিষয়।

Comments

The Daily Star  | English

NCP leaders, activists attacked in Gopalganj following rally

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

2h ago