শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর জয়ে সিরিজে সমতা টানল বাংলাদেশ

শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারাল বাংলাদেশ দল। এতে তিন ম্যাচের সিরিজে সমতা টানল সফরকারীরা। পাল্লেকেলেতে আগামী মঙ্গলবার সিরিজ নির্ধারণী ম্যাচে নামবে দুই দল।
বাংলাদেশ ও মিরাজের স্বস্তির জয়
৭ ম্যাচ পর ওয়ানডেতে জয়ের দেখা পেল বাংলাদেশ। গত বছরের নভেম্বরে শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে শেষবার এই সংস্করণে জিতেছিল দলটি। শুধু তাই নয়, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ ওয়ানডেতে এটিই টাইগারদের প্রথম জয়।
স্বস্তি মিলল মেহেদী হাসান মিরাজেরও। ওয়ানডে অধিনায়ক হিসেবে ষষ্ঠ ম্যাচে এসে জয়ের স্বাদ নিলেন তিনি। আগের পাঁচটিতেই হেরেছিলেন তিনি। এর মধ্যে চারটিতে ছিলেন ভারপ্রাপ্ত দায়িত্বে।
সিরিজে সমতা টানল বাংলাদেশ
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৫.৫ ওভারে ২৪৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৪৮.৫ ওভার খেলে ২৩২ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।
বাংলাদেশের জয়ের নায়ক বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ওয়ানডেতেই ৫ উইকেট নেওয়ার স্বাদ পান তিনি। ১০ ওভারে দুটি মেডেনসহ তার খরচা মাত্র ৩৯ রান।
তানভীরকে যোগ্য সঙ্গ দেন দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও শামীম হোসেন। অধিনায়ক মিরাজ ১০ ওভারে ৩৭ রানে পান ১ উইকেট। শামীম ৯ ওভারে একটি মেডেনসহ ১ উইকেট শিকার করেন ২২ রানে। পেসার তানজিম হাসান সাকিব ২ উইকেট নিলেও ছিলেন খরুচে।
তিনে নামা কুসল মেন্ডিসের ঝড়ে (৩১ বলে ৫৬ রান) শ্রীলঙ্কা পেয়ে গিয়েছিল রান তাড়ার ভিত। এরপর তানভীরের নৈপুণ্যে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
তবে সফরকারীদের শেষদিকে শঙ্কায় ফেলে দিয়েছিলেন জানিথ লিয়ানাগে। নবম উইকেটে দুশমন্থা চামিরার সঙ্গে তিনি যোগ করেন ৫৩ বলে ৫৮ রান। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে তার ৮৫ বলে ৭৮ রানের ইনিংসের ইতি ঘটান পেসার মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশের ১৬ রানের রোমাঞ্চকর জয়
৪৯তম ওভারের চতুর্থ বলে আসিথা ফার্নান্দোর ক্যাচ ফেললেন পেসার তানজিম হাসান সাকিব নিজেই। বাংলাদেশের চোখের কোণে জমা থাকা শঙ্কা আবারও যেন জেঁকে বসতে চাইল। তবে পরের বলেই ক্ষতে প্রলেপ দিলেন তানজিম। দুশমন্থা চামিরাকে বোল্ড করে অলআউট করে দিলেন শ্রীলঙ্কাকে। ১৬ রানের রোমাঞ্চকর জয়ে সিরিজে সমতা টানল টাইগাররা।

বাংলাদেশকে ভয় ধরানো লিয়ানাগেকে থামালেন মোস্তাফিজ
ফিফটির পর হাত খুলে মারতে শুরু করেছিলেন শ্রীলঙ্কার আশা হয়ে ক্রিজে থাকা জানিথ লিয়ানাগে। হাসান মাহমুদের করা ৪৫তম ওভারে একটি করে চার ও ছক্কায় তিনি আনেন ১৪ রান। পরের ওভারে দুশমন্থা চামিরা সুবিধা করতে পারেননি মোস্তাফিজুর রহমানের বিপরীতে। আসে কেবল একটি ওয়াইড। তানজিম হাসান সাকিবের করা ৪৭তম ওভারে স্ট্রাইক পেয়ে দুটি চারসহ মোট ৯ রান তোলেন লিয়ানাগে।
২৪ বলে ৩৬ রানের সমীকরণ থাকা অবস্থায় আবার আক্রমণে গেলেন মোস্তাফিজ। তিনি ওভারের প্রথম বলেই ছক্কা হজম করায় শঙ্কা আরও বাড়ল। তবে পরের বলেই প্রতিশোধ নিলেন তিনি। ফিরিয়ে দিলেন ভয় ধরিয়ে দেওয়া লিয়ানাগেকে। লড়াকু ব্যাটিংয়ে তিনি করলেন ৭ চার ও ২ ছক্কায় ৮৫ বলে ৭৮ রান। ভাঙল দুশমন্থা চামিরার সঙ্গে তার ৫৩ বলে ৫৮ রানের নবম উইকেট জুটি।
৪৮ ওভারে স্বাগতিকদের রান ৯ উইকেটে ২৩০ রান। জয়ের জন্য বাংলাদেশের চাই আর মাত্র ১ উইকেট, লঙ্কানদের দরকার ১২ বলে ১৯ রান।
দুবার জীবন পেয়ে লিয়ানাগের ফিফটি, বাংলাদেশের মাথাব্যথা
শ্রীলঙ্কার ভরসা ও বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে ক্রিজে টিকে আছেন জানিথ লিয়ানাগে। দুবার জীবন পেয়ে ফিফটি তুলে নিলেন তিনি। ব্যক্তিগত মাইলফলকে পৌঁছালেন ৭৫ বলে। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি।
৪৪ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ৮ উইকেটে ১৯৮ রান। লিয়ানাগে খেলছেন ৭৬ বলে ৫১ রানে। তার সঙ্গে দুশমন্থা চামিরা আছেন ১৮ বলে ১০ রানে।
লিয়ানাগের ক্যাচ ছাড়লেন রিশাদ
বাংলাদেশের জয়ের পথে বাধা হয়ে আছেন জানিথ লিয়ানাগে। আবারও জীবন পেলেন তিনি। এবার ব্যক্তিগত ৪২ রানে। হাসান মাহমুদের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে লিয়ানাগের ক্যাচ ছাড়লেন বদলি ফিল্ডার রিশাদ হোসেন। এর আগে ব্যক্তিগত ২৮ রানে একবার বেঁচে গিয়েছিলেন তিনি। ৪৩ ওভারে লঙ্কানদের সংগ্রহ ৮ উইকেটে ১৯১ রান। জয়ের জন্য তাদের দরকার ৪২ বলে ৫৮ রান, বাংলাদেশের চাই ২ উইকেট।

৫ উইকেট পূর্ণ করলেন তানভীর, জয়ের পথে বাংলাদেশ
ম্যাচে নিজের শেষ ওভার করতে গিয়ে ফের উইকেটের উল্লাস করলেন তানভীর ইসলাম। বাঁহাতি স্পিনারের বলে শর্ট মিডউইকেটে ক্যাচ দিলেন মাহিশ থিকশানা। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই ৫ উইকেটের স্বাদ নিলেন তিনি।
৩৯ ওভারে শ্রীলঙ্কার রান ৮ উইকেটে ১৭০। জানিথ লিয়ানাগে অপরাজিত আছেন ৬১ বলে ৩৪ রানে। মাত্রই নেমেছেন দুশমন্থা চামিরা। জয়ের জন্য বাংলাদেশের দরকার আর মাত্র ২ উইকেট।
লিয়ানাগের ক্যাচ ফেললেন জাকের
আরেকটি ক্যাচ ফেললেন বাংলাদেশের উইকেটরক্ষক জাকের আলী অনিক। এবার মোস্তাফিজুর রহমানের বলে জীবন দিলেন শ্রীলঙ্কার ভরসা হয়ে ক্রিজে থাকা জানিথ লিয়ানাগেকে। ব্যক্তিগত ২৮ রানে বেঁচে গেলেন তিনি। ৩৭ ওভারে লঙ্কানদের সংগ্রহ ৭ উইকেটে ১৬৪ রান।
মিরাজের শিকার হাসারাঙ্গা
বিপদের মাঝে জুটি গড়ার প্রচেষ্টায় ছিল শ্রীলঙ্কা। সেটা সফল হতে দিলেন না অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের অধিনায়ক ভাঙলেন ৩৪ বলে ২৪ রানের জুটি। ওয়ানডেতে পাঁচ ম্যাচ পর উইকেটের দেখা পেলেন তিনি।
ছক্কা হাঁকিয়ে চাপ আলগা করতে চেয়েছিলেন ভানিন্দু হাসারাঙ্গা। তবে সীমানা পার করতে পারলেন না। মিডউইকেটে ক্যাচ নিলেন তানজিম হাসান সাকিব। ১৬ বলে ১৩ রানে থামলেন হাসারাঙ্গা।
৩৬ ওভারে লঙ্কানদের সংগ্রহ ৭ উইকেটে ১৫৬ রান। ক্রিজে আছেন জানিথ লিয়ানাগে ৫৪ বলে ২৪ রানে। তার নতুন সঙ্গী মাহিশ থিকশানা। জয়ের জন্য বাংলাদেশের দরকার আর ৩ উইকেট।

তানভীরের চতুর্থ শিকার ভেলালাগে, বিপদে শ্রীলঙ্কা
এক পর্যায়ে, দশম ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ১ উইকেটে ৭৫ রান। এরপর তানভীর ইসলামসহ স্পিনারদের নৈপুণ্যে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুনিথ ভেলালাগেকে ফিরিয়ে এই বাঁহাতি স্পিনার দেখা পেলেন চতুর্থ উইকেটের।
ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলতে চেয়েছিলেন ভেলালাগে। তা বুঝে খাটো লেংথের ডেলিভারি করলেন তানভীর। ঠেকানোর চেষ্টা করলেও বল ভেলালাগের ব্যাট ছুঁয়ে জমা পড়ল জাকের আলীর গ্লাভসে।
১০ বলে ভেলালাগের রান ৪। ৩০তম ওভারে ১৩২ রানে পতন হলো শ্রীলঙ্কার ষষ্ঠ উইকেটের। তাদেরকে চেপে ধরে জয়ের আশা দেখতে শুরু করেছে বাংলাদেশ। সেজন্য তাদের দরকার আর ৪ উইকেট।
জাকের ক্যাচ ছাড়ার পর কামিন্দুকে ফেরালেন তানভীর
শামীম হোসেনের করা আগের ওভারে উইকেটরক্ষক জাকের আলী ছেড়েছিলেন ক্যাচ। বেঁচে গিয়েছিলেন কামিন্দু মেন্ডিস। তবে জাকেরকে বেশিক্ষণ আফসোস করতে হলো না। কারণ কামিন্দুকে দ্বিতীয় জীবন কাজে লাগাতে দিলেন না তানভীর ইসলাম। বাংলাদেশের বাঁহাতি স্পিনারের এটি তৃতীয় শিকার।
৫১ বলে ৩৩ রান করে আউট হলেন কামিন্দু। শ্রীলঙ্কাকে আরও চেপে ধরল বাংলাদেশ। ২৬ ওভারে তাদের সংগ্রহ ৫ উইকেটে ১২৮ রান। ক্রিজে আছেন দুনিথ ভেলালাগে ও জানিথ লিয়ানাগে।
আসালাঙ্কার উইকেট নিলেন শামীম
প্রথম ওয়ানডের সেঞ্চুরিয়ান শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কাকে আউট করলেন শামীম হোসেন পাটোয়ারি। ১৯তম ওভারে ধুঁকতে থাকা বাঁহাতি ব্যাটার তানভির ইসলামের হাতে সহজ ক্যাচে বিদায় নিলেন। ৯৯ রানে চতুর্থ উইকেট হারাল শ্রীলঙ্কা।
বিপজ্জনক কুসলকেও বিদায় করলেন তানভীর, ঘুরে দাঁড়াল বাংলাদেশ
ইনিংসের নবম ওভারে তানভীর ইসলাম দিয়েছিলেন ১৭ রান। তবে তার ওপর আস্থা হারাননি বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সেই সুফল মিলল হাতেনাতে।
পরপর দুই ওভারে উইকেট পেলেন বাঁহাতি স্পিনার তানভীর। নিশান মাদুশকার পর বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে ওঠা কুসল মেন্ডিসকে রিভিউ নিয়ে আউট করলেন তিনি। এলবিডব্লিউয়ের ফাঁদে পড়লেন কুসল।
কুসলের সংগ্রহ ৫৬ রান। ৩১ বল মোকাবিলায় তিনি মারেন ৯ চার ও ১ ছক্কা। ১২ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৮২ রান। ক্রিজে দুই নতুন ব্যাটার কামিন্দু মেন্ডিস ৭ বলে ৪ ও চারিথ আসালাঙ্কা ১ বলে ০ রানে খেলছেন।
মাদুশকাকে ফিরিয়ে জুটি ভাঙলেন তানভীর
নিজের আগের ওভারে ১৭ রান দেওয়া তানভীর ইসলাম আক্রমণে ফিরেই পেলেন সাফল্য। চাপে থাকা বাংলাদেশকে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু দিলেন বাঁহাতি স্পিনার। তার শিকার হলেন নিশান মাদুশকা। ইনসাইড আউট খেলার চেষ্টায় পয়েন্টে তাওহিদ হৃদয়ের তালুবন্দি হলেন লঙ্কান ওপেনার।
২৫ বলে মাদুশকার রান ১৭। তার বিদায়ে ভাঙল ৪৫ বলে ৬৯ রানের দ্বিতীয় উইকেট জুটি। ১০ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৭৫ রান। ক্রিজে স্বাচ্ছন্দ্যে থাকা কুসল মেন্ডিসের সঙ্গী কামিন্দু মেন্ডিস।

২০ বলে কুসলের ফিফটি
নবম ওভারে আক্রমণে যাওয়া বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের ওপর চড়াও হলেন কুসল। প্রথম চারটি বলে মারলেন টানা চারটি চার। পাশাপাশি টি-টোয়েন্টি ঘরানার ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন তিনি, স্রেফ ২০ বলে।
৯ ওভারে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ৭৪। সবশেষ দুই ওভার থেকেই এসেছে মোট ৩৪ রান। ঝড় তোলা কুসল খেলছেন ২২ বলে ৫২ রানে। নিশান মাদুশকা ক্রিজে আছেন ২৪ বলে ১৭ রানে।
অষ্টম ওভারেই শ্রীলঙ্কার পঞ্চাশ
পাথুম নিশাঙ্কার বিদায়ের ধাক্কা সামলে দ্রুত এগোচ্ছে শ্রীলঙ্কা। ইনিংসের অষ্টম ওভারে দলীয় পঞ্চাশ পূর্ণ হলো দলটির। আরেক ওপেনার নিশান মাদুশকাকে একপাশে রেখে ঝড় তুলেছেন কুসল মেন্ডিস।
বাংলাদেশের বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের করা অষ্টম ওভারের প্রথম তিন বলে চার, চার ও ছক্কা মারলেন কুসল। সব মিলিয়ে ১৭ রান এলো।
৮ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ৫৭ রান। মাদুশকা ২৪ বলে ১৭ রানে খেলছেন। আগ্রাসী মেজাজে থাকা কুসল ক্রিজে আছেন ১৬ বলে ৩৫ রানে। তাদের অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটির পঞ্চাশ পূর্ণ হয়েছে মাত্র ৩৫ বলে।

শুরুতেই তানজিমের আঘাত
দ্বিতীয় ওভারেই শ্রীলঙ্কার ইনিংসে আঘাত করল বাংলাদেশ। তানজিম হাসান সাকিবের বলে এলবিডব্লিউ হলেন ওপেনার পাথুম নিশাঙ্কা। তিনি রিভিউ নিলে আম্পায়ার্স কল হওয়ায় টিকে গেল মাঠের আম্পায়ারের দেওয়া আউটের সিদ্ধান্ত। ৮ বলে নিশাঙ্কার রান ৫।
লঙ্কানরা প্রথম উইকেট হারাল ৬ রানে। ক্রিজে আরেক ওপেনার নিশান মাদুশকার সঙ্গী কুসল মেন্ডিস।

আড়াইশ ছোঁয়া হলো না বাংলাদেশের
এক পর্যায়ে, বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৮.৫ ওভারে ৫ উইকেটে ২০৪ রান। কিন্তু শেষদিকে টপাটপ উইকেট হারিয়ে আড়াইশ ছোঁয়া হলো না তাদের। ওপেনার পারভেজ হোসেন ইমন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটিতে করলেন ৬৯ বলে সর্বোচ্চ ৬৭ রান। চারে নামা তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে এলো ৬৯ বলে ৫১ রান। শেষদিকে তানজিম হাসান সাকিব খেললেন ২১ বলে ৩৩ রানের অপরাজিত ঝড়ো ইনিংস।
টাইগাররা গুটিয়ে গেল ২৪৮ রানে। তখন বাকি ছিল ২৫ বল। শ্রীলঙ্কার পক্ষে পেসার আসিথা ফার্নান্দো ৩৫ রানে নিলেন ৪ উইকেট। স্পিনার ভানিন্দু হাসারাঙ্গা পেলেন ৬০ রানে ৩ উইকেট।
২৪৮ রানে অলআউট বাংলাদেশ
তানজিম হাসান সাকিব ঝড় তুলেছিলেন। তবে অন্যপ্রান্তে মোস্তাফিজুর রহমান এলবিডব্লিউ হয়ে গেলেন ভানিন্দু হাসারাঙ্গার বলে। মাঠের আম্পায়ার আবেদনে সাড়া না দিলে শ্রীলঙ্কা নিল রিভিউ। এরপর পাল্টে গেল সিদ্ধান্ত। ফলে ৪৫.৫ ওভারে বাংলাদেশের ইনিংস থামল ২৪৮ রানে।
তানজিম অপরাজিত থাকলেন ৩৩ রানে। ২১ বলে মোকাবিলায় দুটি করে চার ও ছক্কা মারেন তিনি। ৭ বল খেলা মোস্তাফিজ আউট হলেন শূন্যতে।
দ্রুত ফিরলেন তানভীর
মাত্র ১৪ রানের মধ্যে ৪ উইকেট পড়ল বাংলাদেশের। তানভীর ইসলামকে টিকতে দিলেন না ভানিন্দু হাসারাঙ্গা। এলবিডব্লিউ হওয়া তানভীরের রান ৫ বলে ৪। রিভিউ নিলেও আম্পায়ার্স কল হওয়ায় কাজ হয়নি। ৪২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২১৮ রান। ক্রিজে তানজিম হাসান সাকিবের সঙ্গী শেষ ব্যাটার মোস্তাফিজুর রহমান।
আসিথার চতুর্থ শিকার হাসান
তাওহিদ হৃদয় সাজঘরে ফেরার দুই বল পর বিদায় নিলেন হাসান মাহমুদ। শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোর চতুর্থ শিকার হলেন তিনি। শর্ট বলে স্কয়ার লেগে ক্যাচ নিলেন নিশান মাদুশকা। ২ বল খেলে হাসান রানের খাতা খুলতে পারেননি। ৪১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২১৩ রান। পুরো ওভার খেলাই এখন তাদের জন্য অনেক দূরের পথ।
রানআউটে কাটা পড়লেন হৃদয়
বাংলাদেশের আশার আলো হয়ে জ্বলছিলেন তাওহিদ হৃদয়। তবে তা নিভে গেল রানআউটের কারণে। দ্বিতীয় রান নেওয়ার চেষ্টায় কাটা পড়লেন তিনি। অন্যপ্রান্তে থাকা তানজিম হাসান সাকিব যখন তাকে ফিরে যাওয়ার বার্তা দেন, তখন ক্রিজের মাঝামাঝি ছিলেন হৃদয়। তিনি ফেরার আগেই স্টাম্প ভেঙে ফেললেন আসিথা ফার্নান্দো। এরপর তানজিমের ওপর খেপে গিয়ে ব্যাট ছুড়েও ফেললেন হৃদয়।
৬৯ বলে ২ চারে ৫১ রানে আউট হলেন হৃদয়। ফলে বাংলাদেশের ভালো পুঁজি পাওয়ার আশা একরকম শেষ হয়ে গেল। ৪১তম ওভারে দলীয় ২১২ রানে সপ্তম উইকেট হারাল তারা। ক্রিজে তানজিমের সঙ্গী হাসান মাহমুদ।
হৃদয়ের অষ্টম ওয়ানডে ফিফটি
অন্যপ্রান্তে সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে রেখেছেন তাওহিদ হৃদয়। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও ক্যারিয়ারের অষ্টম ওয়ানডে ফিফটি তুলে নিয়েছেন তিনি। সেজন্য তার লাগল ৬৮ বল। ৪০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২১০ রান।
থিতু হয়ে বিদায় নিলেন জাকের
বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। তবে জাকেরের আউটে তাদের জুটি থামল ৬১ বলে ৪৫ রানে। ফলে নতুন করে চাপে পড়ল টাইগাররা। আসিথা ফার্নান্দোর তৃতীয় শিকার হওয়া জাকের পড়লেন এলবিডব্লিউয়ের ফাঁদে। পরে রিভিউ নেওয়ায় তা নষ্ট হলো। ৪০ বলে ২ চারে তিনি করলেন ২৪ রান।
৩৯ ওভার শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ২০৪ রান। একপ্রান্ত আগলে হৃদয় খেলছেন ৬৩ বলে ৪৫ রানে। তার সঙ্গী তানজিম হাসান সাকিব। এখনও বাকি ইনিংসের ১১ ওভার। সফরকারীদের হাতে আছে ৪ উইকেট।
হৃদয়ের ১ হাজার
ওয়ানডেতে বাংলাদেশের ২৫তম ব্যাটার হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তাওহিদ হৃদয়। সেজন্য তার লাগল ৩৭ ম্যাচের ৩৩ ইনিংস। এই ম্যাচের আগে তার সংগ্রহ ছিল ৯৮৫ রান। হৃদয়ের চেয়ে কম ইনিংস খেলে বাংলাদেশের দুজন এই মাইলফলক ছুঁয়েছেন। তারা হলেন শাহরিয়ার নাফিস ও এনামুল হক বিজয়। দুজনেরই লেগেছিল ২৯ ইনিংস।
শামীমের বিদায়ে চাপে বাংলাদেশ
আশা জাগিয়ে ভাঙল তাওহিদ হৃদয় ও শামীম হোসেনের জুটি। তারা পঞ্চম উইকেটে যোগ করেন ৩৭ বলে ৩৩ রান। নতুন স্পেলে ফেরা শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোর শর্ট ডেলিভারি পুল করতে গিয়ে বিপদ ডেকে আনলেন শামীম। ডিপ ফাইন লেগে ক্যাচ হাতে জমালেন জানিথ লিয়ানাগে।
প্রায় দুই বছর পর ওয়ানডে খেলতে নামা শামীমের সংগ্রহ ২২ রান। ২৩ বল খেলে তিনি মারেন ২ চার ও ১ ছক্কা।
শামীমের আউটে চাপ বাড়ল বাংলাদেশের। নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে তারা। ২৯ ওভারে দলটির রান ৫ উইকেটে ১৫৯। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী জাকের আলী অনিক।

আবার ব্যর্থ মিরাজ
ব্যাট হাতে আবার ব্যর্থ হলেন মেহেদী হাসান মিরাজ। আগের ম্যাচে রানের খাতা খুলতে না পারা বাংলাদেশ অধিনায়ক এবার ফিরলেন এক অঙ্কের স্কোরে। পেসার দুশমন্থা চামিরাকে পুল করতে গিয়ে সীমানার কাছে ক্যাচ দিলেন তিনি।
১০ বল খেলে মিরাজের সংগ্রহ ৯ রান। তার বিদায়ে ১৬ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ল বাংলাদেশ। ২৩ ওভারে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১২৭ রান। ক্রিজে তাওহিদ হৃদয় আছেন ২৯ বলে ১৫ রানে। তার সঙ্গী দুই বছর পর ওয়ানডে খেলতে নামা শামীম হোসেন।
হাসারাঙ্গার গুগলিতে বোল্ড পারভেজ
ভানিন্দু হাসারাঙ্গার বলে বারবার পরাস্ত হচ্ছিলেন পারভেজ হোসেন ইমন। দুই-তিনবার বেঁচে গেলেও এই লেগ স্পিনারের গুগলিতে বোল্ড হয়ে গেছেন তিনি। ক্যারিয়ারের প্রথম ফিফটি করা পারভেজ আউট হয়েছেন ৬৯ বলে ৬৭ রান করে। ২০তম ওভারে ১১০ রানে তৃতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ।
পারভেজের প্রথম ওয়ানডে ফিফটি
ওপেন করতে নেমে শুরু থেকে ধুঁকছিলেন পারভেজ হোসেন ইমন। প্রথম ওয়ানডেতে ব্যর্থতার পর ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে লড়াই করে ছন্দ পেয়ে গেছেন তিনি। এক পর্যায়ে ২৪ বলে ১২ থেকে ৪৬ বলে তুলে নিলেন প্রথম ওয়ানডে ফিফটি। ফিফটির পথে এই তরুণ ৫ চারের সঙ্গে মেরেছেন ৩ ছক্কা।

সহজ ক্যাচ দিয়ে ফিরলেন শান্ত
দ্বিতীয় উইকেট জুটি জমে উঠেছিল। প্রথমিক ধাক্কা সামলে পারভেজ হোসেন ইমনের সঙ্গে ৫৫ বলে ৬৩ রানের জুটি গড়ে তুলেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে বেশি এগুতে পারলেন সাবেক অধিনায়ক। চারিথা আসালাঙ্কার অফ স্পিনে স্লগ করতে গিয়ে মিড অনে সহজ ক্যাচ দিয়ে ফিরে গেছেন তিনি। শান্ত করেছেন ১৯ বলে ১৪ রান। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭৩ রান।
শান্ত-পারভেজের জুটিতে এগুচ্ছে বাংলাদেশ
তৃতীয় ওভারে তানজিদ হাসান তামিমকে হারানোর পর পরিস্থিতি সামাল দিতে পেরেছেন পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্ত। পারভেজ শুরুতে কিছুটা ধুঁকলেও এখন গুছিয়ে নিয়েছেন। শ্রীলঙ্কা অতিরিক্ত অনেকগুলো রান দেওয়ায় ব্যাটারদের পরিস্থিতি সহজ হয়েছে।
১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৭৩। পারভেজ ৩৯ ও শান্ত ১৪ রান নিয়ে আছেন ক্রিজে।
আলগা শটে বিদায় তানজিদের
তৃতীয় ওভারেই উইকেট হারালো বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ফিফটি করা তানজিদ হাসান তামিম ১১ বলে ৭ রান করে ফিরে গেছেন। ১০ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। আসিতা ফার্নান্দোর অফ স্টাম্পের অনেক বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে আউটসাইড এজড হন তিনি।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস ভাগ্য পক্ষে এসেছে মেহেদী হাসান মিরাজের। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
একাদশে নেই লিটন-তাসকিন
প্রথম ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়া লিটন দাস দ্বিতীয় ওয়ানডেতে একাদশে জায়গা হারিয়েছেন। তার বদলে দলে নেওয়া হয়েছে শামীম হোসেন পাটোয়ারিকে। প্রথম ম্যাচে ৪ উইকেট নেওয়া তাসকিন আহমেদ দ্বিতীয় ম্যাচে বিশ্রামে। একাদশে এসেছেন হাসান মাহমুদ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম,পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি অনিক, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।
একাদশে দুই বদল এনেছে শ্রীলঙ্কা
মিলান রত্নায়েকে ও ইশান মালিঙ্গার বদলে দুনিত ওয়ালালেগে ও দুশমন্ত চামিরাকে একাদশে নিয়েছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসানকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, দুনিথ ভেলালাগে, ভানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকসানা, দুশমন্থা চামিরা, আসিথা ফার্নেন্দো।
বাংলাদেশের বাঁচা-মরার লড়াই
প্রথম ওয়ানডেতে ব্যাটিং ধসে বড় ব্যবধানে হেরে যাওয়া বাংলাদেশ দলের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। প্রথম ওয়ানডেতে ১ উইকেটে ১০০ থেকে ১০৫ রানে ৭ উইকেট হারানো মেহেদী হাসান মিরাজের দল আছে প্রবল চাপে।
Comments