আমাদের আরও রান করতে হবে: সিমন্স

শ্রীলঙ্কা সফরে যেন কিছুতেই কিছু হচ্ছে না বাংলাদেশের। টানা ব্যর্থতার ধারা বজায় আছে টি-টোয়েন্টি সিরিজেও। প্রথম টি-টোয়েন্টিতে একদম লড়াই জমাতে পারেনি। বিশেষ করে আড়ষ্ট কায়দায় সংক্ষিপ্ত সংস্করণের চাহিদার বিপরীত ব্যাট করেছেন বাংলাদেশের ব্যাটাররা। এই জড়তা কাটিয়ে সিরিজ বাঁচানোর লড়াইয়ে আরও রান করার তাগিদ অনুভব করছেন প্রধান কোচ ফিল সিমন্স।
পাল্লেকেলেতে ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটেও বাংলাদেশ কেবল ১৫৪ রান করেছিলো, যা পেরিয়ে জিততে কোন সমস্যা হয়নি স্বাগতিক দলের। এবার ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচে হারলে সিরিজ খুইয়ে ফেলতে হবে। সিরিজের বিচারে বাঁচা মরার লড়াইয়া নামার আগে দলের ঘাটতির জায়গায় উন্নতির আশা সিমন্সের, 'পরিকল্পনা হল শেষ ম্যাচে আমরা যেগুলিতে ভালো ছিলাম না, সেগুলিতে আরও ভালো করা। আমাদের আরও রান করতে হবে এবং প্রথম ছয় ওভারে আরও ভালো বোলিং করতে হবে। তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের নির্দিষ্ট কিছু বিষয়ে নির্দিষ্ট স্তরে উন্নতি করতে হবে। আমরা সেটাই করার চেষ্টা করছি।'
দলকে ভালো করতে হলে অধিনায়ক লিটন দাসকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। মুশকিল হলো তার ব্যাটও হাসছে না। প্রথম ম্যাচে তিনে নেমে কেবল ৬ রান করেছেন তিনি, ব্যাটিংয়ে দেখা গেছে আত্মবিশ্বাসের ঘাটতি, এই গর্ত থেকে লিটনকে টেনে তুলতে চান সিমন্স, 'আমার মনে হয় ওর আত্মবিশ্বাস কিছুটা কম। আমরা জানি ও কী করতে পারে। ওকে সেই পর্যায়ে নিয়ে যেতে আমরা কঠোর পরিশ্রম করছি। আশা করি পরের ম্যাচেই ও সেটা করতে পারবে, নিজের সামর্থ্য দেখাতে পারবে।'
প্রথম ম্যাচে উরুর মাংসপেশির চোটে ছিলেন না জাকের আলি অনিক। যদিও তার চোট নিয়ে আছে ধোঁয়াশা। এই ব্যাটার দ্বিতীয় ম্যাচে খেলবেন কিনা নিশ্চিত নয়।
আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ডাম্বুলায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।
Comments