অবিশ্বাস্য ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের বড় হার

বুধবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৭ রানে হারল বাংলাদেশ।
২৪৫ রানের লক্ষ্য তাড়ায় এক পর্যায়ে বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ১০০। তানজিদ হাসান তামিম (৬১ বলে ৬২ রান) ও নাজমুল হোসেন শান্ত (১৬ বলে ২৩ রান) দ্বিতীয় উইকেটে গড়েছিলেন ৭১ রানের জুটি। এরপর শ্রীলঙ্কার দুই স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিসের বিপরীতে অবিশ্বাস্য ব্যাটিং ধস। ২৬ বলের মধ্যে মাত্র ৫ রানে পড়ে যায় ৭ উইকেট।
১০৫ রানে অষ্টম উইকেটের পতনের পর বাংলাদেশের হার একরকম নিশ্চিত হয়ে যায়। শেষদিকে ব্যবধান কমান জাকের আলী (৬৪ বলে ৫১ রান)।
পূর্ণ মেয়াদে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে হার দিয়ে যাত্রা শুরু হয়েছে মেহেদী হাসান মিরাজের। এই সংস্করণে এর আগে বিভিন্ন সময়ে আরও চারটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সবগুলোতেই হেরেছিল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৪৯.২ ওভারে ২৪৪
বাংলাদেশ: ৩৫.৫ ওভারে ১৬৭ (পারভেজ ১৩, তানজিদ ৬২, শান্ত ২৩, লিটন ০, হৃদয় ১, মিরাজ ০, জাকের ৫১, তানজিম ১, তাসকিন ০, তানভির ৫, মোস্তাফিজ ০; আসিতা ১/২৭, থিকশানা ১/৩২, রাত্নায়াকে ০/১০, আসালাঙ্কা ০/২৯, মালিঙ্গা ০/২২, হাসারাঙ্গা ৪/১০, কামিন্দু ৩/১৯)।
জাকেরের ফিফটির পর অলআউট বাংলাদেশ
ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ৩৫তম ওভারে ফিফটি করলেন জাকের আলী। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি। তার একার লড়াই থামল পরের ওভারে। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়লেন তিনি। ৩৫.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হলো বাংলাদেশ।
সাতে নামা উইকেটরক্ষক-ব্যাটার জাকেরের ব্যাট থেকে আসে ৫১ রান। ৬৪ বল মোকাবিলায় চারটি করে চার ও ছক্কা মারেন তিনি। সবার শেষে নামা মোস্তাফিজুর রহমান অপরাজিত থেকে যান ১২ বলে শূন্য রানে। তাদের দশম উইকেট জুটির রান ছিল ৪৪ বলে ৪২। এর মধ্যে জাকের একাই আনেন ৩২ বলে ৩৬ রান।
শ্রীলঙ্কার পক্ষে স্পিনার হাসারাঙ্গা সর্বোচ্চ ৪ উইকেট নেন। ৭.৫ ওভারে তিনটি মেডেনসহ স্রেফ ১০ রান দেন তিনি। আরেক স্পিনার কামিন্দু মেন্ডিস ৫ ওভারে ৩ উইকেট পান ১৯ রানে।
তানভীরকে ফেরালেন থিকশানা
কিছু সময়ের জন্য আসা-যাওয়ার মিছিল থামার পর আউট হলেন অভিষিক্ত তানভীর ইসলাম। শ্রীলঙ্কার স্পিনার মাহিশ থিকাশানার বলে উইকেটের পেছনে কুশল মেন্ডিসের গ্লাভসে ক্যাচ দিলেন তিনি। ১৯ বলে তার রান ৫।
তানভীরের বিদায়ে ভাঙল ৪৭ বলে ২০ রানের নবম উইকেট জুটি। ২৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১২৫ রান। ক্রিজে জাকের আলীর সঙ্গী শেষ ব্যাটার মোস্তাফিজুর রহমান। জাকের ৩২ বলে ১৫ রানে খেলছেন। মোস্তাফিজ ২ বল খেলে এখনও রানের খাতা খুলতে পারেননি।
৫ রানের মধ্যে নেই ৭ উইকেট
অবিশ্বাস্য ব্যাটিং ধস। ৫ রানে নেই ৭ উইকেট! ১ উইকেটে ১০০ রান থেকে ২৬ বলের মধ্যে বাংলাদেশ পরিণত হয়েছে ৮ উইকেটে ১০৫ রানের দলে। ফলে জয়ের জন্য শক্ত ভিত পাওয়া সত্ত্বেও তারা এখন বড় হারের পথে।
মূলত শ্রীলঙ্কার দুই স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিসই লণ্ডভণ্ড করে দিয়েছেন বাংলাদেশকে। তাদের ঘূর্ণি বলের পাকে আটকে দিশেহারা হয়েছেন ব্যাটাররা। দেখা মিলেছে আসা-যাওয়ার মিছিলের। তাই তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ৭১ রানের জুটিকে মনে হচ্ছে সুদুর অতীত।
এবার কামিন্দুর জোড়া শিকার তানজিম-তাসকিন
আগের ওভারে তাওহিদ হৃদয়কে তুলে নেওয়ার পর এবার জোড়া আঘাত করলেন কামিন্দু মেন্ডিস। তানজিম হাসান সাকিবকে মহেস থিকসানার ক্যাচে পরিণত করার পর একই ওভারে তাসকিন আহমেদকে ফেলেছেন এলবিডাব্লিউর ফাঁদে। ফলে মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে হার দেখতে শুরু করেছে টাইগাররা।
২১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১০৫ রান। জাকীর লাই ও তানভীর ইসলাম দুইজনের কেউই রানের খাতা খুলতে পারেননি।
ফিরলেন মিরাজও, চরম বিপদে বাংলাদেশ
ধারাবাহিকতা ধরে রেখে এবার বিদায় নিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। লিটনের মতো তিনিও গুগলি বুঝতে না পারার খেসারত দিলেন। এলবিডাব্লিউর ফাঁদে পড়ে বিদায় নিলেন খালি হাতে। ৩ রানে পাঁচ উইকেট হারিয়েছে দলটি!
২০ ওভার এসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১০৪ রান। জাকের আলী ও তানজিম হাসান সাকিব ১ রানে ব্যাটিং করছেন।
তাওহিদের বিদায়ে বিপদে বাংলাদেশ
উইকেট পড়ছেই বাংলাদেশের। শান্তর রানআউটের পর আগের ওভারে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। সে ধারায় এবার ফিরলেন তাওহিদ হৃদয়ও। কামিন্দু মেন্ডিসের বলে বোল্ড হয়ে গেলেন তিনি। তার আর্ম বলে ব্যাট এবং প্যাডের মাঝে ছিল বিশাল ফাঁকা। সেই ফাঁকা দিয়ে বল ভাঙে স্টাম্প। ৪ বলে ১ রান করেছেন তাওহিদ।
১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান করেছে বাংলাদেশ। জাকের আলী ও মেহেদী হাসান মিরাজ দুইজনই ব০ রানে ব্যাটিং করছেন।
তানজিদের বিদায়ে চাপে বাংলাদেশ
দারুণ ব্যাটিংয়ে ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছিলেন তানজিদ হাসান তামিম। কিন্তু দলের বিপদ বুঝলেন না তিনি। ছয় বলের ব্যবধানে দুটি উইকেট হারালেও হাসারাঙ্গার বলে চড়াও হতে গিয়ে উইকেট বিলিয়ে এলেন। মিডঅফে জেনিথ লিয়ানাগেকে ক্যাচিং অনুশীলন করিয়ে ফিরেছেন তিনি। ৬১ বলে ৯টি চার ও ১টি ছক্কায় ৬২ রান করেছেন তানজিদ।
১৮ ওভারে ৪ উইকেটে ১০২ রান করেছে বাংলাদেশ। তাওহিদ হৃদয় ১ এবং মেহেদী হাসান মিরাজ ০ রানে ব্যাটিং করছেন।
রিভিউ নিয়ে লিটনকে ফেরালেন হাসারাঙ্গা
আরও একবার গুগলি বুঝতে না পেরে নিজের উইকেট খুইয়ে এলেন লিটন দাস। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে অবশ্য ডিফেন্স করতে চেয়েছিলেন তিনি। তবে গুগলি বুঝতে না পারায় লাইন মিস করলে লাগে প্যাডে। আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে তাকে ফেরায় শ্রীলঙ্কা। রিপ্লেতে দেখা যেত বল আঘাত হানত লেগ স্টাম্পে। ৪ বল খেলেও কোনো রান করতে পারেননি লিটন।
রানআউট শান্ত
তানজিদ হাসানের সঙ্গে দারুণ এক জুটি গড়ে এগিয়ে যাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। ৭১ রানের জুটিও গড়েন তারা। কিন্তু এরপর রানআউট হয়ে যান শান্ত। ডিপ মিডউইকেটে ঠেলে দুই রান নিতে চেয়েছিলেন তারা। কিন্তু মিলান রত্নায়েকের দারুণ থ্রো ধরে দ্রুত উইকেট ভাঙেন কুশল মেন্ডিস। ঝাঁপিয়ে পড়েও নিজেকে রক্ষা করতে পারেননি শান্ত। ২৬ বলে ২টি চারের সাহায্যে ২৩ রান করেছেন এই ব্যাটার।
১৭ ওভারে ২ উইকেটে ১০০ রান তুলেছে বাংলাদেশ। তানজিদ হাসান ৬১ রানে ব্যাটিং করছেন। নতুন ব্যাটার লিটন দাস এখনও রান করতে পারেননি।
তানজিদের ফিফটি
দারুণ ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছেন ওপেনার তানজিদ হাসান। চারিথ আসালাঙ্কার বলে ডিপ পয়েন্টে ঠেলে ফিফটি স্পর্শ করেন এই ওপেনার। ৫১ বলে পূরণ করেন তার ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি।
১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৮৭ রান। তানজিদ ৫০ ও নাজমুল হোসেন শান্ত ২১ রানে ব্যাটিং করছেন।
তানজিদ-শান্তর জুটির পঞ্চাশ
তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর জুটির পঞ্চাশ পূর্ণ হলো ৫২ বলে। বাংলাদেশের দলীয় ২৯ রানে পারভেজ হোসেন ইমন আউট হওয়ার পর জুটি বেঁধেছেন তারা।
ইনিংসের ১৪তম ওভারে দুজনের জুটির রান পঞ্চাশ স্পর্শ করল। ওভারটি শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ৮১। তানজিদ ৪৬ বলে ৪৫ ও শান্ত ২৩ বলে ২০ রানে ক্রিজে আছেন।
পাওয়ার প্লেতে বাংলাদেশের রান ১ উইকেটে ৬১
শ্রীলঙ্কার দেওয়া ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরু পেল বাংলাদেশ। প্রথম পাওয়ার শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ৬১ রান। অভিষিক্ত পারভেজ হোসেন ইমন আউট হয়েছেন ১৬ বলে ১৩ রানে। এরপর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত জুটি বেঁধে এগিয়ে নিচ্ছেন দলকে। তানজিদ ৩৪ বলে ৩২ ও শান্ত ১১ বলে ১৩ রানে খেলছেন।
বাকি ৪০ ওভারে বাংলাদেশের দরকার ১৮৪ রান। হাতে রয়েছে ৯ উইকেট।
নবম ওভারে বাংলাদেশের পঞ্চাশ

নবম ওভারে আক্রমণে গেলেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তার প্রথম বলে সিঙ্গেল নিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের সংগ্রহ স্পর্শ করল পঞ্চাশ। বাকি পাঁচ বলে তানজিদ হাসান তামিম মারলেন দুটি চার। সব মিলিয়ে ওভারটি থেকে এলো ৯ রান।
৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫৮ রান। ক্রিজে স্বাচ্ছন্দ্যে থাকা ওপেনার তানজিদ খেলছেন ৩০ বলে ৩১ রানে। তিনে নামা শান্ত আছেন ৯ বলে ১১ রানে।
অভিষেক স্মরণীয় করতে পারলেন না পারভেজ
ওয়ানডে অভিষেক স্মরণীয় করতে পারলেন না পারভেজ হোসেন ইমন। শ্রীলঙ্কার পেসার আসিতা ফার্নান্দোকে উড়িয়ে মারতে গিয়ে ডেকে আনলেন বিপদ। উপরে উঠে যাওয়া বল অনেকটা দৌড়ে গ্লাভসে জমালেন উইকেটরক্ষক কুশল মেন্ডিস।
১৬ বলে ৩ চারে পারভেজের রান ১৩। পঞ্চম ওভারে তার বিদায়ে ভাঙল বাংলাদেশের ২৯ বলে ২৯ রানের ওপেনিং জুটি। ক্রিজে আরেক ওপেনার তানজিদ হাসান তামিমের সঙ্গী হলেন নাজমুল হোসেন শান্ত।
প্রথম ওভারে অভিষিক্ত পারভেজ মারলেন দুটি চার
টি-টোয়েন্টিতে অভিষেকের প্রায় তিন বছর পর ওয়ানডে অভিষেকের স্বাদ পেলেন পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের ইনিংসের প্রথম ওভার মোকাবিলা করলেন তিনি। শ্রীলঙ্কার পেসার আসিতা ফার্নান্দোকে দুটি চার মারলেন বাঁহাতি ওপেনার। একটি পয়েন্ট দিয়ে, অন্যটি কভার দিয়ে।
প্রথম ওভারে বাংলাদেশ তুলল বিনা উইকেটে ৮ রান। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৪৯.২ ওভারে ২৪৪ (নিসাঙ্কা ০, মাদুশকা ৬, কুশল ৪৫, কামিন্দু ০, আসালাঙ্কা ১০৬, লিয়ানাগে ২৯, মিলান ২২, হাসারাঙ্গা ২২, থিকশানা ১, মালিঙ্গা ৫, আসিতা ১*; তাসকিন ৪/৪৭, তানজিম ৩/৪৬, মোস্তাফিজ ০/২৪, মিরাজ ০/৪৭, তানভীর ১/৪৪, শান্ত ১/৩২)।
২৪৪ রানে অলআউট শ্রীলঙ্কা
চোট থেকে ফিরে দুর্দান্ত বোলিং করলেন পেসার তাসকিন আহমেদ। তার সঙ্গে দারুণভাবে জ্বলে উঠলেন আরেক পেসার তানজিম হাসান সাকিব। যদিও শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা মাথাব্যাথার কারণ হয়ে উঠেছিলেন। তুলে নিলেন দারুণ একটি সেঞ্চুরি। তবে বাংলাদেশ নিয়মিত উইকেট তুলে নেওয়ায় ৪৯.২ ওভারে লঙ্কানরা ২৪৪ রানে অলআউট হলো। ফলে লক্ষ্যটা রয়েছে টাইগারদের নাগালেই।
বাংলাদেশের হয়ে তাসকিন ৪ উইকেট নেন ৪৭ রানে, ৩ উইকেট পেতে তানজিমের খরচা ৪৬ রান। একপ্রান্ত আগলে শ্রীলঙ্কাকে টানা আসালাঙ্কা ১০৬ রানের ইনিংস খেলেন। ১২৩ বল মোকাবিলায় তিনি মারেন ৬ চার ও ৪ ছক্কা। এছাড়া, কুশল মেন্ডিস ৪৩ বলে ৬ চার ও ১ ছয়ে ৪৫ রান করেন।
রানআউট মালিঙ্গা
মিডঅফে ঠেলে সিঙ্গেল নিতে চেয়েছিলেন লেজের ব্যাটার আসিতা ফার্নান্দো। তবে তাওহিদ হৃদয়ের দারুণ থ্রোতে তা কার্যকর হয়নি। রানআউট হয়ে বিদায় নিয়েছেন ঈশান মালিঙ্গা। তাতে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। ১০ বলে ৫ রান করেন মালিঙ্গা।
সেঞ্চুরিয়ান আসালাঙ্কাকে ফেরালেন তানজিম
শেষ ওভারে রানের গতি বাড়াতে চেয়েছিলেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তানজিম হাসান সাকিবের বলে তাই উড়িয়ে মেরেছিলেন তিনি। লংঅন থেকে ডিপ মিডউইকেটে দৌড়ে সেই ক্যাচ লুফে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। শেষ পর্যন্ত ১২৩ বলে ১০৬ রান করেছেন অধিনায়ক। এই রান করতে ৬টি চার ও ৪টি ছক্কা মেরেছেন তিনি।
আসালাঙ্কার সেঞ্চুরি
তানজিম হাসান সাকিবের বলে আলতো করে শর্ট কভারে ঠেলে ঝুঁকিপূর্ণ সিঙ্গেল নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি স্পর্শ করেছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। এক প্রান্তে নিয়মিত উইকেট হারালেও এই প্রান্ত আগলে দলকে এগিয়ে নিচ্ছেন তিনি। ১১৭ বলে এই ইনিংস সাজাতে ৬টি চার ও ৬টি ছক্কা মেরেছেন অধিনায়ক।
৪৮ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ২৩৮ রান। আসালাঙ্কা ১০২ ও ঈশান মালিঙ্গা ৪ রানে ব্যাটিং করছেন।
একই ওভারে থিকসানাকেও ফেরালেন তাসকিন
এক প্রান্ত চারিথ আসালাঙ্কা আগলে রাখলেও অপর প্রান্তে নিয়মিত উইকেট তুলে নিচ্ছে বাংলাদেশ। এবার মহিশ থিকশানাকে তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। তার বলে ডিফেন্স করতে গিয়ে লিডিংএজ হয়ে জাকের আলীর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন থিকসানা। ২ বলে ১ রান করেছেন তিনি।
৪৬ ওভার শেষে ৮ উইকেটে ২২৮ রান করেছে শ্রীলঙ্কা। আসালাঙ্কা ৯৬ রানে ব্যাট করছেন। নতুন ব্যাটার ঈশান মালিঙ্গা এখনও রানের খাতা খুলতে পারেননি।
হাসারাঙ্গাকে ফেরালেন তাসকিন
ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ফিরিয়ে লঙ্কানদের লেজ বের করে এনেছেন পেসার তাসকিন আহমেদ। তার অফ স্টাম্পের বাইরে রাখা ব্যাক অব লেন্থের বলে হাঁকাতে চেয়েছিলেন এই লঙ্কান অলরাউন্ডার। তবে টাইমিংয়ে হেরফের করে লংঅনে ধরা পড়েছেন অতিরিক্ত ফিল্ডার শামিম হোসেন পাটোয়ারির হাতে। ২২ বলে ৩টি চারের সাহায্যে ২২ রান করেছেন হাসারাঙ্গা।
শ্রীলঙ্কার দুইশ
৪১.৪ ওভারে (২৫১ বল) দলীয় দ্বিশতক পেয়েছে শ্রীলঙ্কা। যেখানে এক প্রান্তে আগলে দারুণ ব্যাটিং করছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির দিকে। ব্যাটিং করছেন ৮৫ রানে। তার সঙ্গে ১২ রানে ব্যাট করছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
মিলানকে ফিরিয়ে তানজিমের আঘাত
লঙ্কান শিবিরে ফের আঘাত হেনেছেন পেসার তানজিম হাসান সাকিব। তার অফস্টাম্পের বাইরে রাখা খাট লেন্থের বল খেলতে গিয়ে ইনসাইডএজ হয়ে বোল্ড হয়ে যান অভিষিক্ত মিলান রত্নায়েকে। তাতে ভাঙে ৩৯ রানের জুটি। ৩১ বলে ৩টি চারের সাহায্যে ২২ রান করেন তিনি।
৪০ ওভার শেষে ৬ উইকেটে ১৯২ রান তুলেছে শ্রীলঙ্কা। চারিথ আসালাঙ্কা ৮৩ রানে ব্যাট করছেন। নতুন ব্যাটার ওয়ানিন্দু হাসারাঙ্গা এখনও কোনো রান করতে পারেননি।
উইকেটশূন্য মিরাজ
নিজের কোটা পূরণ করে ফেলেছেন নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে কোনো উইকেট পাননি। এ নিয়ে টানা পাঁচ ম্যাচে উইকেটশূন্য রইলেন তিনি। এই পাঁচ ম্যাচে ৪৫ ওভার বল করে ওভারপ্রতি ৫.০৬ রান খরচ করেছেন। এদিন ১০ ওভারে দিয়েছেন ৪৭ রান।
বল হাতে নিয়েই জুটি ভাঙলেন শান্ত

কুশল মেন্ডিসের বিদায়ের পর জেনিথ লিয়ানাগেকে নিয়ে দলের হার ধরেছিলেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ৬৪ রানের জুটিও গড়েছিলেন। তবে পার্ট টাইম বোলার নাজমুল হোসেন শান্ত ভেঙেছেন এই জুটি। ফিরিয়েছেন লিয়ানাগেকে। তার প্রথম বলে বাউন্ডারি আদায় করে নিলেও পরের দুটি ছিল ডট। চতুর্থ বলে চার্জ করতে গেলে লংঅনে ধরা পড়েন তানজিম হাসান সাকিবের হাতে। ৪০ বলে ৪টি চারের সাহায্যে ২৯ রান করেছেন লিয়ানাগে।
৩২ ওভার শেষে ৫ উইকেটে ১৫৪ রান করেছে শ্রীলঙ্কা। আসালাঙ্কা ৬৭ রানে ব্যাটিং করছেন। নতুন ব্যাটার মিলান রত্নায়াকে ব্যাট করছেন ১ রানে।
লিয়ানাগে ও আসালাঙ্কার জুটিতে পঞ্চাশ
মেহেদী হাসান মিরাজের বলে বাউন্ডারি মেরে চারিথ আসালাঙ্কার সঙ্গে জুটি ফিফটি পূরণ করেন জেনিথ লিয়ানাগে। ৬২ বলে পূর্ণ হলো তাদের পঞ্চম উইকেট জুটির পঞ্চাশ রান। আসালাঙ্কা ৮০ বলে ৬৫ ও লিয়ানাগে ৩২ বলে ২৩ রানে খেলছেন।
আসালাঙ্কার ফিফটি
লঙ্কানদের চার উইকেট তুলে নিলেও এক প্রান্ত আগলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। এরমধ্যেই তুলে নিয়েছেন ব্যক্তিগত পঞ্চাশ। ৬১ বলে পূর্ণ করেছেন এই রান। যেখানে তিনি মেরেছেন সমান তিনটি করে চার ও ছক্কা।
২৫ ওভার শেষে ৪ উইকেটে ১১৯ রান তুলেছে শ্রীলঙ্কা। আসালাঙ্কা ৫০ ও জেনিথ লিয়ানাগে ১৩ রানে ব্যাটিং করছেন।
শ্রীলঙ্কার দলীয় শতক
দলীয় শতক পূরণ করেছে শ্রীলঙ্কা। ২২ ওভারে (১৩২) এসেছে লঙ্কানদের দলীয় সেঞ্চুরি। তারা হারিয়েছে ৪টি উইকেট। অধিনায়ক চারিথ আসালাঙ্কা ৪০ ও জেনিথ লিয়ানাগে ৭ রানে ব্যাটিং করছেন।
কুশলকে ফিরিয়ে জুটি ভাঙলেন তানভীর

আগের বলেই কুশল মেন্ডিসের বিরুদ্ধে রিভিউ নিয়ে সফল হননি তানভীর ইসলাম। তবে তাকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ঠিকই তুলে জুটি ভেঙেছেন অভিষিক্ত এই তরুণ। তার মিডল-লেগ স্টাম্পে রাখা ফুলার লেন্থের ডেলিভারি ডিফেন্স করতে চেয়েছিলেন কুশল। মিস করলে লাগে প্যাডে। রিভিউ নিয়েছিলেন। তবে আম্পায়ার্স কলে বিদায় নিতে হয় তাকে। ৪৩ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৪৫ রান করেছেন কুশল। ওয়ানডে ক্যারিয়ারে এটাই প্রথম উইকেট তানভীরের।
১৯ ওভার শেষে ৪ উইকেটে ৮৯ রান তুলেছে শ্রীলঙ্কা। আসালাঙ্কা ৩৩ রানে ব্যাটিং করছেন। নতুন ব্যাটার হিসেবে মাঠে নেমেছেন জেনিথ লিয়ানাগে।
আসালাঙ্কা-কুশলের জুটিতে পঞ্চাশ
দ্রুত টপ অর্ডারের তিন উইকেট হারানোর পর দলের হাল অধিনায়ক চারিথ আসালাঙ্কাকে নিয়ে ধরেছেন কুশল মেন্ডিস। দ্রুত উইকেট খোয়ালেও দেখে শুনে খেলে রানের চাকা সচল রেখেছেন এ দুই ব্যাটার। ৬৪ বলে পূরণ করেন জুটির ফিফটি।
১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮০ রান করেছে শ্রীলঙ্কা। কুশল ৪০ ও আসালাঙ্কা ২৯ রানে ব্যাটিং করেছেন।
শ্রীলঙ্কার দলীয় ফিফটি
দলীয় ফিফটি পূরণ করেছে শ্রীলঙ্কা। ৯.৪ ওভারে (৫৮ বল) এসেছে তাদের দলীয় পঞ্চাশ। তবে এরমধ্যেই ৩টি উইকেট হারিয়েছে তারা। পাওয়ার প্লে শেষে ৫০ রান করেছে স্বাগতিকরা। কুশল মেন্ডিস ১৬ ও চারিথ আসালাঙ্কা ১৮ রানে ব্যাট করছেন।
তাসকিনের দ্বিতীয় শিকার

শ্রীলঙ্কাকে দারুণ চাপে রেখেছে বাংলাদেশ। দুই ওপেনারকে ছাঁটাইয়ের পর এবার কামিন্দু মেন্ডিসকেই ফিরিয়েছে টাইগাররা। নিজের চতুর্থ ওভারে বল করতে এসে এই ব্যাটারকে ফেরান তাসকিন আহমেদ। তার অফস্টাম্পের বাইরে রাখা গুডলেন্থের বলে মিডঅফের উপর দিয়ে বাউন্ডারি আদায় করতে চেয়েছিলেন কামিন্দু। তবে সোজা চলে যায় অধিনায়ক মেহেদী হাসান মিরাজের হাতে। ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।
৭ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ২৯ রান। কুশল মেন্ডিস ১৯ রানে ব্যাটিং করছেন। নতুন ব্যাটার অধিনায়ক চারিথ আসালাঙ্কা এখনও কোনো রান করতে পারেননি।
তানজিমের পর তাসকিনের আঘাত
আগের ওভারে পাথুম নিসাঙ্কাকে ফিরিয়ে ওপেনিং জুটি ভেঙ্গেছিলেন তানজিম হাসান সাকিব। পরের ওভারে ফিরে তার পার্টনার নিশান মাদুশকাকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। তার অফস্টাম্পের বেশ বাইরে রাখা লেংথ বলে জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে টেনে এনে বোল্ড হয়ে যান এই ওপেনার। ১৩ বলে ১টি চারের সাহায্যে ৬ রান করেছেন তিনি।
৫ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১৫ রান। কুশল মেন্ডিস ৫ রানে ব্যাটিং করছেন। নতুন ব্যাটার কামিন্দু মেন্ডিস এখনও রানের খাতা খুলতে পারেননি।
নিসাঙ্কাকে ফেরালেন তানজিম

টেস্ট সিরিজে বাংলাদেশের বড় ভোগান্তির কারণ ছিলেন পাথুম নিসাঙ্কা। দুই টেস্টেই তুলে নিয়েছিলেন সেঞ্চুরি। তাও আবার দেড়শ ছাড়ানো ইনিংস। স্বাভাবিকভাবেই ইনফর্ম এই ব্যাটারকে নিয়ে দুশ্চিন্তায় ছিল টাইগাররা। তবে শুরুতেই তাকে ফিরিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।
নিজের দ্বিতীয় ওভারে ফিরে প্রথম্বলতি অফস্টাম্পের বেশ বাইরে রেখেছিলেন তানজিম। তবে এক্সট্রা বাউন্সের কারণে কাট করতে গিয়ে ব্যাটে-বলে ঠিকভাবে করতে পারেননি নিসাঙ্কা। কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক-লিটন দাসের হাতে। ৮ বল খেলে কোনো রান করতে পারেননি এই লঙ্কান ওপেনার।
৪ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ৯ রান। নিশান মাদুশকা ৫ রানে ব্যাটিং করছেন। নতুন ব্যাটার কুশল মেন্ডিস ব্যাট করছেন ৪ রানে।
ইমন-তানভীরের অভিষেক
বাংলাদেশ দলে অভিষেক হতে যাচ্ছে দুই তরুণ ওপেনিং ব্যাটার পারভেজ হোসেন ইমন ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের। অন্যদিকে শ্রীলঙ্কা দলে অভিষেক হতে যাচ্ছে পেসার মিলান রত্নায়েকের।
তবে এর আগে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন এই দুই ক্রিকেটারেরই। ওয়ানডেতে যথাক্রমে বাংলাদেশের ১৫১ ও ১৫২তম ক্রিকেটার ইমন ও তানভীর।
এর আগে ১২টি টি-টোয়েন্টি খেলে ২২.১৬ গড়ে ১৪০ স্ট্রাইক রেটে ২০০ রান করেছেন ইমন। অন্যদিকে ৬টি টি-টোয়েন্টিতে ৮টি উইকেট নিয়েছেন তানভীর।
এছাড়াও চোট কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিরেছেন তাসকিন আহমেদ। তার সঙ্গে পেস বিভাগে আছেন মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা একাদশ:
নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জেনিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ থিকসানা, ঈশান মালিঙ্গা ও অসিতা ফার্নান্দো।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
পূর্ণকালীন মেয়াদে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে সংস্করণের অধিনায়ক হিসেবে শুরুটা ভালো হয়নি মেহেদী হাসান মিরাজের। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস হেরেছেন এই অলরাউন্ডার। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি।
নেতৃত্বের শুরুতেই বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে এগিয়ে নেওয়ার সুযোগ মিরাজের
ওয়ানডেতে প্রথমবার পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব শুরু করতে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ। আর নিজের প্রথম ম্যাচেই দলের র্যাঙ্কিং এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে তার। বর্তমানে ৭৬ রেটিং নিয়ে দশম স্থানে আছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সমান হবে তাদের। তবে ভগ্নাংশের হিসেবে এগিয়ে নবম স্থানে উঠবে টাইগাররা।
একই সঙ্গে এই সিরিজ সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলার পথে বড় প্রভাব ফেলতে পারে বাংলাদেশের জন্য। এ প্রসঙ্গে মিরাজ বলেন, 'এই সিরিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হলে আমাদের ধারাবাহিক ফল দরকার।'
Comments