দুর্ভাগ্যজনক 'টাইমড আউট' ঘটনায় 'কোনও রাগ নেই' ম্যাথিউসের

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে অ্যাঞ্জেলো ম্যাথিউসের 'টাইমড আউট' হওয়ার পর অনেক কাণ্ডই ঘটেছে। দুই দলের মধ্যে অনেকটা শত্রুভাবাপন্ন সম্পর্কই তৈরি হয়েছিল। তবে সেই ঘটনায় এখন তার মনে কোনো ক্ষোভ নেই বলেই জানিয়েছেন ম্যাথিউস।

আগামীকাল গলে নিজের শেষ টেস্ট খেলতে চিরচেনা প্রতিপক্ষদের বিপক্ষে নামবেন ম্যাথিউস। সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ওই ঘটনা নিয়ে তাঁর মনে কোনো ক্ষোভ নেই বরং বাংলাদেশের সঙ্গে তাঁর গভীর বন্ধুত্ব রয়েছে, যা বহুবার বাংলাদেশ সফরের অভিজ্ঞতায় তৈরি হয়েছে।

শ্রীলঙ্কার হয়ে নিজের ১১৯তম ও শেষ টেস্ট খেলতে নামার আগে ম্যাথিউস বলেন, 'ঘটনাটা সত্যিই দুর্ভাগ্যজনক ছিল। ওরা আমার বন্ধু, এবং ব্যক্তিগতভাবে আমার কারও প্রতি কোনো অভিযোগ নেই। সবসময় আমাদের সঙ্গে সুন্দর আচরণ করেছে। সেসময় কিছু কথা চালাচালি হয়েছিল ঠিকই, তবে আমি রাগ পুষে রাখি না। ক্রিকেটে "হিংসা" শব্দটা মানায় না।'

তিনি আরও যোগ করেন, 'আমি বাংলাদেশে অনেক খেলেছি—শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, বিপিএল আর ডিপিএলের মতো ঘরোয়া টুর্নামেন্টেও অংশ নিয়েছি। সবসময় খুব উপভোগ করেছি ওখানে খেলা। ওরা সবাই আমার খুব ভালো বন্ধু।'

২০২৩ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ম্যাথিউস আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথম ও একমাত্র ব্যাটার হিসেবে "টাইমড আউট" হওয়ার বিরল রেকর্ডে নাম লেখান। বাংলাদেশের তৎকালীন অধিনায়ক সাকিব আল হাসান তার বিরুদ্ধে এই বিতর্কিত আবেদন করলে সবাইকে অবাক করে দেন।

ওই ঘটনার পর থেকে দুই দলের সম্পর্ক বেশ উত্তপ্ত হয়ে ওঠে। এমনকি গত বছর অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সিরিজেও উভয় দল একে অপরকে খোঁচা দিয়ে এই আউটের প্রসঙ্গ তুলে ধরে উদযাপন করেছিল।

গলের এই টেস্ট ম্যাচটি হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি, একই সঙ্গে শুরু হবে নতুন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র।

Comments

The Daily Star  | English

'We know how to fight through adversity': Women footballers eye world stage

Captain Afeida Khandakar, her voice steady with emotion, said: “This is a moment we will never forget."

3h ago