বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তান দলে পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বুধবার রাতে মাঠে নামছে পাকিস্তান দল। এর আগে পাকিস্তানের স্কোয়াডে জায়গা পেয়েছেন পেসার আব্বাস আফ্রিদি। ইনজুরির কারণে ছিটকে যাওয়া মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের পরিবর্তে সুযোগ পেয়েছেন তিনি।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দশম আসরে খেলতে গিয়ে চোট পান ওয়াসিম জুনিয়র। যে কারণে লাহোর কালান্দার্সের বিপক্ষে ফাইনালে খেলতে পারেননি তিনি। সম্প্রতি শেষ হওয়া এই আসরে ১০ ম্যাচে ৭.৩৮ ইকোনমি রেটে ৮ উইকেট শিকার করেন এই ডানহাতি পেসার।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, 'পিএসএলের সময় ওয়াসিম পায়ের পেশিতে চোট পান এবং নির্ধারিত সময়ে সেরে উঠতে পারেননি।'

তার স্থলাভিষিক্ত হিসেবে দলে জায়গা পেয়েছেন আব্বাস আফ্রিদি। যিনি এবারের পিএসএলে ছিলেন দুর্দান্ত ছন্দে। ১১ ম্যাচে ২৩.৫২ গড়ে নিয়েছেন ১৭টি উইকেট। ডানহাতি এই ফাস্ট বোলার চলতি বছরের শুরুর দিকে নিউজিল্যান্ড সফরের দলেও ছিলেন। এখন পর্যন্ত ২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলে উইকেট নিয়েছেন ৩৩টি।

উল্লেখ্য, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আজ বুধবার। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ মে ও ১ জুন। তিনটিই ম্যাচ হবে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে, ফ্লাডলাইটের আলোয়।

পাকিস্তান দলের হালনাগাদ স্কোয়াড:

সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নবাজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব।

Comments

The Daily Star  | English

Atrocities during July uprising: Of pellets and lost eyesight

On the afternoon of July 18 last year, Zakia Sultana Neela, an assistant professor at the National Institute of Ophthalmology and Hospital (NIOH), stepped out of a routine surgery into a scene of unfolding horror.

5h ago