যে রেকর্ডে গেইল-কোহলিদের পাশে বসলেন পাকিস্তানি ব্যাটার

sahibzada farhan

মার্চের ১৫ তারিখ থেকে এপ্রিলের ১৪ তারিখ। এই এক মাস সময়ের ভেতরে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে চারটি সেঞ্চুরি করে ফেলেছেন পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহান। প্রথম তিনটি সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি আসরে, এবার তিনি সেঞ্চুরি পিএসএলের মঞ্চে।

সোমবার রাতে পেশোয়ার জালমির বিপক্ষে ইসলামাবাদ ইউনাইটেডের ডানহাতি ব্যাটার খেলেন ৫২ বলে ১০৬ রানের ইনিংস। তাতে ২৪৩ রানে চড়ে ১০২ রানের বিশাল জয় পায় ইসলামাবাদ।

এই সেঞ্চুরির মধ্য দিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি চার সেঞ্চুরির রেকর্ডে ক্রিস গেইল, বিরাট কোহলি, জস বাটলার ও শুবমান গিলদের মতন ব্যাটারের পাশে নাম লেখালেন তিনি। ২০১১ সালে ৩১ ইনিংসে চার সেঞ্চুরি ছিলো গেইলের, ২০১৬ সালে কোহলি তা করেছিলেন ২৯ ইনিংসে। বাটলার ২০২২ সালে করে দেখান ৩৮ ইনিংসে। ২০২৩ সালে এই কীর্তি গড়তে ৩০ ইনিংস খেলে গিল।

এদের সবার চেয়ে এক জায়গায় এগিয়ে সাহিবজাদা। তিনি চার সেঞ্চুরি পেয়ে গেলেন কেবল ৯ ইনিংস খেলেই। পুরো বছরটা এখনো পড়ে আছে। আরও সেঞ্চুরি করে রেকর্ড একার করে নেওয়ার সুযোগ তার অবারিত।

পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টির আসরে ১১৪*, ১৬২*, ১৪৮ ছিলো সাহিবজাদার তিন ইনিংস। ১৬২ রান করে তিনি পাকিস্তানি ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড গড়েন।

২৯ পেরুনো ব্যাটারের অবশ্য আন্তর্জাতিক অভিষেক হয়ে গেছে। ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পাকিস্তানের হয়ে। তাতে ৯.৫৫ গড়ে তার রান মোটে ৮৬। পাকিস্তানের পাটা উইকেটে প্রচুর রান করে ফের দলে আসার দাবি জানাচ্ছেন তিনি।

Comments

The Daily Star  | English

Conspiracy rife to wipe out Tarique Rahman: Fakhrul

He also said the propaganda against BNP is part of a deliberate conspiracy to destroy nationalist forces

43m ago