চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন ফখর

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে হেরে যাওয়ায় গ্রুপ পর্বে ছিটকে যাওয়ার শঙ্কা ঘিরে ধরেছে পাকিস্তানকে। এরমধ্যে আবার ভারতের বিপক্ষে হেভিওয়েট ম্যাচের আগে স্বাগতিকরা খেল বড় ধাক্কা। চোটের কারণে চলমান আইসিসি টুর্নামেন্টে আর খেলতে পারবেন না ফখর জামান। বাঁহাতি এই ব্যাটারের বদলি হিসেবে ডাক পেয়েছেন ইমাম উল হক।

বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন ফখর। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের প্রথম ওভারে বাউন্ডারিতে বল তাড়া করতে গিয়ে ব্যথা পান তিনি। পরে মাঠে ফিরলেও নিয়মের জালে আটকে ওপেনিং করতে পারেননি। পাকিস্তানের দুই উইকেট পড়ে যাওয়ার পর ব্যাট করতে নেমেছিলেন। তবে পুরোপুরি যে ফিট ছিলেন না, সেটি তার ব্যাটিংয়ের সময় ভোগান্তিতেই ফুটে উঠেছিল। ৪১ বলে ২৪ রান করে মাইকেল ব্রেসওয়েলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন।

ওপেনিংয়ে চোটের আঘাত দুশ্চিন্তায় রাখছে পাকিস্তানকে। এর আগে তাদের নিয়মিত ওপেনার সাঈম আইয়ুব চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন চোটের কবলে পড়ে।

ফখরের ছিটকে পড়ায় জাতীয় দলের দৃশ্যপট থেকে দূরে চলে যাওয়া ইমামের তাতে ভাগ্য খুলেছে। বাঁহাতি এই ওপেনার সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০২৩ সালে। ৭২ ওয়ানডে ম্যাচ খেলা ইমাম সুযোগ পাচ্ছেন বড় ম্যাচের আগে। পাকিস্তানের পরবর্তী ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি।

Comments

The Daily Star  | English

Bangladeshis worry amid US immigration crackdown

The United States has deported at least 31 Bangladeshis after President Donald Trump took a tough immigration policy.

4h ago