চ্যাম্পিয়ন্স ট্রফি

গিলের সেঞ্চুরিতে ভারতের কাছে বাংলাদেশের হার

ছবি: এএফপি

দুবাইয়ে বৃহস্পতিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হারল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দলের ছুড়ে দেওয়া ২২৯ রানের লক্ষ্য ২১ বল হাতে রেখে মিলিয়ে ফেলল রোহিত শর্মাবাহিনী।

গিলের সেঞ্চুরিতে ভারতের কাছে বাংলাদেশের হার

তাওহিদ হৃদয়ের অভিষেক ওয়ানডে সেঞ্চুরি ও জাকের আলী অনিকের ফিফটির পরও বাংলাদেশের পুঁজি ছিল সাদামাটা। ৪৯.৪ ওভারে তারা গুটিয়ে যায় ২২৮ রানে। রান তাড়ায় ভারতকে আগ্রাসী সূচনা দিয়ে সাজঘরে ফেরেন রোহিত। তবে আরেক ওপেনার শুবমান গিল ছিলেন অবিচল। ১২৯ বলে নয়টি চার ও দুটি ছক্কায় ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে চড়ে ৪৬.৩ ওভারে ৪ উইকেট খুইয়ে জয় নিশ্চিত করে ভারত।

ছক্কা মেরে খেলা শেষ করে দেন ৯ রানে জাকেরের কাছে জীবন পাওয়া লোকেশ রাহুল। তিনি শেষমেশ ৪৭ বলে একটি চার ও দুটি ছক্কায় অপরাজিত থাকেন ৪১ রানে। গিলের সঙ্গে তার অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটি ছিল ৯৮ বলে ৮৭ রানে। রোহিত ৩৬ বলে সাতটি চারের সাহায্যে করেন ৪১ রান। বিরাট কোহলি আউট হন ৩৮ বলে একটি চারে ২২ রানে।

ব্যাটিংয়ের পর বাংলাদেশের বোলিংও হয়নি ভালো। ভারতের ইনিংসের মাঝপথে ৩২ রানে ৩ উইকেট ফেলে লড়াইয়ে ফেরার আশা জাগান শান্তরা। কিন্তু বাকি সময়ে আবার সেই হতাশার গল্প।

টাইগারদের পক্ষে রিশাদ হোসেন ১০ ওভারে সর্বোচ্চ ২ উইকেট নেন ৩৮ রানে। তাসকিন আহমেদ ৯ ওভারে ৩৬ রানে পান ১ উইকেট। মোস্তাফিজুর রহমান ছিলেন খরুচে। ৯ ওভারে ১ উইকেট তুলতে দেন ৬২ রান। সুবিধা করতে পারেননি তানজিম হাসান সাকিব। তিনি ৮.৩ ওভারে ৫৮ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। মেহেদী হাসান মিরাজ আঁটসাঁট বোলিংয়ে ১০ ওভারে ৩৭ রান দিলেও উইকেট পাননি।

দারুণ ব্যাটিংয়ে গিলের সেঞ্চুরি

ওপেনিংয়ে নেমে একপ্রান্ত আগলে দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিলেন শুবমান গিল। ৬৯ বলে ফিফটি পূরণ করা ডানহাতি ব্যাটার সেঞ্চুরি স্পর্শ করলেন ১২৫ বলে। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। অন্যটিতে করেছিলেন হাফসেঞ্চুরি। সব মিলিয়ে ৫১ ওয়ানডেতে গিলের এটি অষ্টম সেঞ্চুরি। এছাড়া, ফিফটি আছে ১৫টি।

দুইশ পেরিয়ে জয়ের পথে ভারত

২০তম ওভারে দলীয় শতরান পূরণ হয়েছিল ভারতের। তাদের সংগ্রহ দুইশ স্পর্শ করল ৪৩তম ওভারে। ওভার শেষে দলটির রান ৪ উইকেটে ২০১। ওপেনার শুবমান গিল খেলছেন ১১৬ বলে ৮৬ রানে। তার সঙ্গী লোকেশ রাহুল অপরাজিত আছেন ৩৯ বলে ২৭ রানে। দুজনের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটির রান ৭৭ বলে ৫৭।

জয়ের তীব্র সুবাস পাচ্ছে ভারত। বাকি ৪২ বলে মাত্র ২৮ রান দরকার তাদের। হাতে রয়েছে ৬ উইকেট। মাঝে লড়াইয়ে ফিরলেও বাংলাদেশ পারেনি সেই ধারা বজায় রাখতে।

তাসকিনের বলে রাহুলের সহজ ক্যাচ ফেললেন জাকের

ভারতকে চেপে ধরার সুবর্ণ সুযোগ নষ্ট করল বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের বল সীমানার বাইরে পাঠানোর চেষ্টায় ক্যাচ তুললেন লোকেশ রাহুল। ডিপমিডউইকেটে বলের পজিশনে গিয়েও হাতে জমাতে ব্যর্থ হলেন জাকের আলী অনিক। ৯ রানে বেঁচে গেলেন রাহুল। ৩৭ ওভারে ভারতের রান ৪ উইকেটে ১৭২। ওপেনার শুবমান গিল ৯৮ বলে ৭৪ এবং ছয়ে নামা রাহুল ২১ বলে ১০ রানে খেলছেন।

রিশাদের দ্বিতীয় শিকার অক্ষর

৩২ রানের মধ্যে ভারতের ৩ উইকেট তুলে নিল বাংলাদেশ। লেগ স্পিনার রিশাদ হোসেনের দ্বিতীয় শিকার হলেন অক্ষর প্যাটেল। স্লগ সুইপের চেষ্টায় বল আকাশে তুলে দিলেন অক্ষর। ঠাণ্ডা মাথায় নিজেই বল লুফে নিলেন রিশাদ। ১২ বলে একটি চারে অক্ষরের রান ৮।

রান তাড়ায় শুরু থেকে ভারত ছুটছিল দুর্দান্তভাবে। বাংলাদেশের বোলারদের হতাশা বাড়ছিল। সেই চাপ সামলে তারা ঘুরে দাঁড়াল। এতে ম্যাচে ফিরল কিছুটা উত্তেজনা।

৩১ ওভারে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৪৫ রান। বাকি ১৯ ওভারে হাতে ৬ উইকেট নিয়ে জয়ের জন্য তাদের চাই ৮৪ রান। ক্রিজে একপ্রান্ত আগলে আছেন শুবমান গিল ৭৮ বলে ৫৬ রানে। তার সঙ্গী নতুন ব্যাটার লোকেশ রাহুল খেলছেন ৫ বলে ১ রানে।

ছবি: এএফপি

শ্রেয়াসকে টিকতে দিলেন না মোস্তাফিজ

খরুচে প্রথম স্পেলের পর দ্বিতীয় স্পেলে ফিরে সাফল্য পেলেন মোস্তাফিজুর রহমান। আগের বলেই চার হজমের পর প্রতিশোধ নিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার। তার অফ কাটার বুঝতে না পেরে বড় শট খেলতে গিয়ে সহজ ক্যাচ তুলে দিলেন শ্রেয়াস আইয়ার। মিড অনে তা তালুবন্দি করলেন নাজমুল হোসেন শান্ত।

শূন্য রানে থাকাকালীন রানআউট থেকে বেঁচে যাওয়া শ্রেয়াসের সংগ্রহ ১৫ রান। ১৭ বল মোকাবিলায় দুটি চার মারেন তিনি।

২৮ ওভারে ভারতের রান ৩ উইকেটে ১৩৪। ওপেনার শুবমান গিল ৭৫ বলে ৫৩ রানে খেলছেন। নতুন ব্যাটার অক্ষর প্যাটেল ক্রিজে আছেন ২ বলে ১ রানে।

দায়িত্বশীল ব্যাটিংয়ে গিলের ফিফটি

ওপেনিং নেমে স্বাচ্ছন্দ্যে খেলছেন শুবমান গিল। বাংলাদেশের বোলাররা তাকে সাজঘরে পাঠানোর কোনো উপায় খুঁজে পাচ্ছে না। ৬৯ বলে হাফসেঞ্চুরি স্পর্শ করলেন তিনি। ৫১ ওয়ানডেতে এটি তার ১৬তম ফিফটি। সেঞ্চুরি আছে সাতটি।

২৫ ওভারে ভারতের রান ২ উইকেটে ১২২। গিলের সঙ্গী হিসেবে ক্রিজে আছেন শ্রেয়াস আইয়ার। জয়ের জন্য বাকি ২৫ ওভারে ভারতীয়দের দরকার আরও ১০৭ রান। হাতে রয়েছে ৮ উইকেট।

শ্রেয়াসকে রানআউটের সুযোগ হাতছাড়া

বিরাট কোহলির বিদায়ের পর দ্রুত ভারতের আরেকটি উইকেট তুলে নেওয়ার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। ২৪তম ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইকে থাকা শুবমান গিল ড্রাইভ করে প্রথমে সিঙ্গেল নেওয়ার সংকেত দিলেন। পরে আবার মানা করলেন। ততক্ষণে নন-স্ট্রাইক প্রান্তে থাকা নতুন ব্যাটার শ্রেয়াস আইয়ার চলে গিয়েছিলেন পিচের মাঝে। মিড অফে বল লুফে নিয়ে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করলেন সরাসরি থ্রো। কিন্তু স্টাম্প থাকল অক্ষত। এরপরও সুযোগ ছিল। তবে বোলার মোস্তাফিজুর রহমানও ধরতে পারলেন না বল। শূন্য রানে বেঁচে গেলেন শ্রেয়াস।

রিশাদের শিকার হলেন কোহলি

তিনে নেমে সাবলীল ঢঙে ব্যাটিং করতে পারছিলেন না বিরাট কোহলি। ২২তম ওভারের শেষ বলে মেহেদী হাসান মিরাজকে চার মেরে ছন্দ খুঁজে পাওয়ার ইঙ্গিত দিলেন তিনি। তবে তা পূর্ণতা পেল না। পরের ওভারে আউট হলেন ভারতের তারকা ব্যাটার।

লেগ স্পিনার রিশাদ হোসেনকে কাট করার চেষ্টায় কোহলির টাইমিং হয়নি ঠিকঠাক। ব্যাকওয়ার্ড পয়েন্টে সহজ ক্যাচ গেল সৌম্য সরকারের হাতে। ৩৮ বলে একটি চারে কোহলির রান ২২। তার বিদায়ে ভাঙল ৭৭ বলে ৪৩ রানের দ্বিতীয় উইকেট জুটি।

২৩ ওভারে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১১২ রান। ওপেনার শুবমান গিল অপরাজিত আছেন ৬২ বলে ৪৭ রানে। তার সঙ্গী নতুন ব্যাটার শ্রেয়াস আইয়ার ২ বল খেলে এখনও রানের খাতা খুলতে পারেননি।

রোহিতের বিদায়ের পর গিল-কোহলির জুটি

সমত যত গড়াচ্ছে, ততই বাড়ছে বাংলাদেশের হতাশা। অষ্টম ওভারে দলীয় পঞ্চাশ পূর্ণ করা ভারত স্কোরবোর্ডে শতরান তুলল ২০তম ওভারে। রোহিত শর্মার বিদায়ের পর রান তোলার গতি কমলেও তারা কোনো চাপে নেই। নির্বিঘ্নে এগিয়ে যাচ্ছেন শুবমান গিল ও বিরাট কোহলি। জমে উঠেছে তাদের জুটি। ২০ ওভারে ভারতের রান ১ উইকেটে ১১১ রান। ক্রিজে গিল ৫২ বলে ৪২ এবং কোহলি ৩২ বলে ১৬ রানে খেলছেন।

ছবি: এএফপি

পাওয়ার প্লের শেষ ওভারে রোহিতকে ফেরালেন তাসকিন

পাওয়ার প্লের শেষদিকে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিলেন তাসকিন আহমেদ। দশম ওভারের পঞ্চম বলে তিনি ফেরালেন রোহিত শর্মাকে। ভারতের অধিনায়ক বিদায় নেওয়ার আগে দলকে দিয়ে গেলেন দুর্দান্ত শুরু। ৩৬ বলে সাতটি চারে তার রান ৪১। রোহিতের বিদায়ে ভাঙল ৫৯ বলে ৬৯ রানের উদ্বোধনী জুটি।

প্রথম থেকেই দ্রুত রান তোলায় মনযোগী ছিলেন রোহিত। বড় শট খেলার প্রবণতা দেখা যাচ্ছিল। সেই চেষ্টায় তাসকিনের বলে পয়েন্টে রিশাদ হোসেনের তালুবন্দি হলেন তিনি।

১০ ওভার শেষে ভারতের রান ১ উইকেটে ৬৯। ক্রিজে শুবমান গিল আছেন ২৩ বলে ২৬ রানে। তার সঙ্গী নতুন ব্যাটার বিরাট কোহলি ১ বল খেলে এখনও রানের খাতা খোলেননি।

তাসকিন একপ্রান্ত থেকে দারুণ বল করলেও অন্যপ্রান্তে হতাশ করেছেন মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। তাসকিন ৫ ওভারে দিয়েছেন ২১ রান। খরুচে বোলিংয়ে মোস্তাফিজ ৪ ওভারে ৩৪ ও তানজিম ১ ওভারে ১৪ রান দিয়েছেন।

ভারতের ভালো শুরু

একপ্রান্ত থেকে তাসকিন আহমেদ, আরেকপ্রান্ত থেকে মোস্তাফিজুর রহমান শুরু করলেন বোলিং। তবে বাংলাদেশের দুই পেসার মিলে সেরকম কোনো চাপ তৈরি করতে পারছেন না। রোহিত শর্মার আক্রমণাত্মক ব্যাটিংয়ে লক্ষ্য তাড়ায় নামা ভারত পেয়ে গেছে ভালো শুরু। ৬ ওভার শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে ৩৫ রান।

অধিনায়ক রোহিত খেলছেন ২৫ বলে ২৭ রানে। ওপেনিংয়ে তার সঙ্গী শুবমান গিল ক্রিজে আছেন ১১ বলে ৮ রানে। তাসকিন ৩ ওভারে দিয়েছেন ১১ রান। নিজের প্রথম ওভারে রোহিতকে কয়েকবার পরাস্ত করা মোস্তাফিজ এলোমেলো হয়ে গেছেন পরে। তার ৩ ওভারে ভারত নিয়েছে ২৪ রান।

দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে রোহিতের ১১ হাজার

ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন রোহিত শর্মা। মোস্তাফিজুর রহমানের দ্বিতীয় ও ইনিংসের চতুর্থ ওভারে দুটি চার মারলেন তিনি। দ্বিতীয় বাউন্ডারিতে তিনি জায়গা করে নিলেন ১১ হাজারি ক্লাবে। সেজন্য ভারতের অধিনায়কের লাগল ২৬১ ইনিংস। রোহিতের চেয়ে দ্রুত ১১ হাজার রান করতে পেরেছেন কেবল একজন। তার সতীর্থ বিরাট কোহলির লেগেছিল ২২২ ইনিংস।

tawhid ridoy

হৃদয়ের সেঞ্চুরি, জাকেরের ফিফটিতে বাংলাদেশের লড়াইয়ের পুঁজি

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারেই এলোমেলো হয়ে গিয়েছিলো বাংলাদেশের ব্যাটিং। ৩৫ রানে পড়ে গিয়েছিল ৫ উইকেট। একশোর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কা ছিলো প্রবল। ওই অবস্থা থেকে ১৫৪ রানের জুটি গড়েন তাওহিদ হৃদয় আর জাকের আলি অনিক। হৃদয় শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে করেন ১০০ রান, জাকের করেন ৬৮। এই দুজনের ব্যাটে ২২৮ রান করতে পেরেছে বাংলাদেশ। রানটা খুব বড় না হলেও বোলাররা দারুণ করলে লড়াই জমাতে পারে নাজমুল হোসেন শান্তর দল। 

শামির পাঁচ শিকার

তাসকিন আমেদকে আউট করে পঞ্চম উইকেট নিয়েছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। ৪৯তম ওভারে ২২৮ রানে ৯ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে শামির এটি ৬ষ্ঠ পাঁচ উইকেট শিকার।  

দলের বিপদে হৃদয়ের দারুণ সেঞ্চুরি

তাওহিদ হৃদয় যখন ক্রিজে যান তখন ২৬ রানে ৩ উইকেট হারিয়ছে বাংলাদেশ, তিনি যাওয়ার খানিক পর ৩৫ রানে পড়ে যায় ৫ উইকেট। এরপর জাকের আলি অনিকের সঙ্গে গড়েন রেকর্ড ১৫৪ রানের জুটি। পায়ের পেশিতে টান পড়ায় ভুগতে থাকেন রান নিতে। তবু হাল ছাড়েননি। টেল এন্ডারদের নিয়ে স্লগ ওভারে হৃদয় স্পর্শ করে ফেলেন নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। ১১৪ বলে তিন অঙ্ক স্পর্শ করতে ৬ চার আর ২ ছক্কা মারেন ডানহাতি ব্যাটার। 

৪ বল টিকলেন তানজিম

রিশাদ হোসেনের পর দ্রুত ফিরে গেছেন তানজিম হোসেন সাকিবও। ৪ বলে কোন রান না করে বোল্ড হয়েছেন তিনি। ২১৫ রানে ৮ উইকেট পড়েছে বাংলাদেশের। 

থামল রিশাদের ক্যামিও

ঝড় তোলার তরিকা নিয়ে ক্রিজে এসে দুই ছক্কা, এক চার মেরে ফিরে গেছেন রিশাদ হোসেন। ১২ বলে ১৮ করেছেন তিনি। ২১৪ রানে ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ। হার্দিক পান্ডিয়ার বলে আপার কাট করে শর্ট থাড ম্যানে ক্যাচ দেন তিনি। 

রেকর্ডের পর ভাঙল জাকের-হৃদয়ের জুটি

৩৫ রানে ৫ উইকেত পড়ার পর জুটি বেধেছিলেন। জাকের আলি অনিক-তাওহিদ হৃদয় আলগা হলেন দেড়শো ছাড়ানো জুটি গড়ে। ভারতের বিপক্ষে যা যেকোনো উইকেটে বাংলাদেশের সেরা জুটির রেকর্ড। ৪৩ তম ওভারে মোহাম্মদ শামির বলে উড়াতে গিয়ে ফেরেন ১১৪ বলে ৬৮ করা জাকের। এতে ভাঙে ৬ষ্ঠ উইকেটে ১৫৪ রানের জুটি। জাকেরকে ফিরিয়ে ওয়ানডেতে ২০০তম উইকেটের দেখা পান শামি। 

শতরানের জুটি, হৃদয়ের ফিফটি 

৩৫ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপদে পড়া দল্কে উদ্ধার করেছেন জাকের আলি অনিক ও তাওহিদ হৃদয়, দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। জাকের ৮৭ বলে ও হৃদয় ৮৫ বলে স্পর্শ করেন ফিফটি। দুজনের জুটিতে পেরিয়েছে শতরান। ৩৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৪২ রান। 

Jaker Ali ANik
জাকের আলি অনিক। ছবি: বিসিবি

দলের বিপদে জাকেরের ফিফটি

ক্রিজে এসে প্রথম বলেই জীবন পেয়েছিলেন জাকের আলি অনিক। ২৫ রানে তিনি জীবন পান আরেক দফা। তবে এর মাঝেই রান বাড়াতে থাকেন। তাওহিদ হৃদয়ের সঙ্গে গড়ে তুলেন শতরানের জুটি। ৮৭ বলে ৫০ স্পর্শ করেন এই ডানহাতি ব্যাটার। 

দলীয় একশো

২৯তম ওভারে গিয়ে দলীয় তিন অঙ্কের দেখা পেল বাংলাদেশ। ৩৫ রানে ৫ উইকেট পড়ার পর জুটি বেধে দলকে এগিয়ে নিচ্ছেন জাকের আলি ও তাওহিদ হৃদয়। 

ফের জীবন পেলেন জাকের, জুটিতে পঞ্চাশ

শূন্য রানে জীবন পাওয়ার পর ২৫ রানে আবারও বাঁচলেন জাকের আলি অনিক। রবীন্দ্র জাদেজার বলে পরাস্ত হয়ে স্টাম্পিংয়ের সুযোগ দিয়েছিলেন। লোকেশ রাহুল বল হাতেই জমাতে পারেননি। ২৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৮৬ রান। ৬ষ্ঠ উইকেট জুটিতে এসে গেছে পঞ্চাশ রান। 

জীবন পেলেন হৃদয়ও

জাকের আলি অনিকের পর ক্রিজে থাকা ব্যাটার তাওহিদ হৃদয়ও জীবন পেয়েছেন। থিতু হওয়ার পর কুলদীপ যাদবের বলে মিড অফে সহজ ক্যাচ দেন তিনি। কিন্তু হার্দিক পান্ডিয়া জমাতে পারেননি সেই সুযোগ। ২৩ রানে জীবন পেয়ে যান তিনি। ১৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৭৯। 

মহাবিপদে প্রতিরোধের চেষ্টায় জাকের-হৃদয় 

৩৫ রানে ৫ উইকেট পড়া দল ওই রানেই হারাতে পারত ৬ উইকেট। রোহিত শর্মা ক্যাচ ফেলে দেওয়ায় জীবন পান জাকের আলি অনিক। জীবন পেয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন তিনি। তাওহিদ হৃদয়ের সঙ্গে সামাল দিচ্ছেন পরিস্থিতি। ১৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৬৬ রান।

রোহিত হাতে জাকেরের জীবন, হ্যাটট্রিক বঞ্চিত অক্ষর

তানজিদ ও মুশফিককে পর পর দুই বলে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন অক্ষর প্যাটেল। হ্যাটট্রিক হয়েই যাচ্ছিল। ক্রিজে আসা জাকের নেমেই ক্যাচ দেন স্লিপে। সহজ সেই ক্যাচ হাতে জমিয়েও ফেলে ফেন রোহিত শর্মা। হতাশায় মাটিতে চাপড় দিতে থাকেন তিনি।

 

মুশফিক গোল্ডেন ডাক

অভিজ্ঞ মুশফিকুর রহিম এলেন আর গেলেন। প্রথম বলেই অক্ষরের বলে কিপারের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরে যান খালি হাতে।  

থিতু হওয়া তানজিদকেও হারালো বাংলাদেশ

ধ্বংস্তুপের মাঝে একমাত্র ঝাঁজ দেখাচ্ছিলেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশের করা ৩৫ রানের ২৫ রানই এসেছিলো তার ব্যাটে। ৪ বাউন্ডারিতে সাবলীল ব্যাট বাঁহাতি ব্যাটারকে দ্রুতই তুলে নিলেন অক্ষর প্যাটেল। কাট করতে গিয়ে কিপারের গ্লাভসে ধরা দিলেন তিনি। 

শামির দ্বিতীয় শিকার মিরাজ

২ রানে ২ উইকেট পড়ার পর নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ। তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস গড়ার দায়িত্ব ছিলো তার উপর। মিরাজ টিকলেন কেবল ১০ বল। ৭ম ওভারে মোহাম্মদ শামির শিকার হয়েছেন তিনি। শামির ফুলার লেন্থের বল ড্রাইভ করতে গিয়ে স্লিপে ধরা দেন ৫ রান করা মিরাজ।

শুরুতেই নেই সৌম্য-শান্ত 

টস জিতে ব্যাটিং বেছে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। প্রথম ওভারে মোহাম্মদ শামির বলে সৌম্য সরকার আউট হওয়ার ধাক্কার মাঝেই পরের ওভারে ফিরে গেছেন নাজমুল হোসেন শান্ত। 

শামির অফ স্টাম্পের বাইরে বলে তাড়া করতে গিয়ে ব্যাটের নিচের দিকের কানায় লেগে কিপারের হাতে জমা পড়েন সৌম্য। ৫ বলে কন রান করতে পারেননি। হার্শিতের পরের ওভারে আলগা শটে বিদায় শান্তরও। বাংলাদেশ অধিনায়ক অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে কাভারে বিরাট কোহলির হাতে জমা পড়েন তিনি। শান্তও ফেরেন খালি হাতে (২ বলে ০)। ২ ওভারে ২ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। 

ভারতের একাদশে তিন স্পিনার, তিন পেসার

স্পিনারদের আধিক্য রেখে রবিন্দ্র জাদেজা ও কুলদিপ যাদবের সঙ্গে আকসার প্যাটেলকে একাদশে রেখেছে ভারত। পেস আক্রমণে মোহাম্মদ শামির সঙ্গে রয়েছেন হার্শিত রানা। এছাড়াও রয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

ভারতের একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, কুলদিপ যাদব, মোহাম্মদ শামি এবং হার্শিত রানা।

মাহমুদউল্লাহ নেই, একাদশে জাকের

শেষ পর্যন্ত খেলতে পারছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন জাকের আলী। একাদশে আলোচনা থাকাও নিয়ে আলোচনা থাকলেও আগের দিন তাওহিদ হৃদয়কে বেছে নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে মাহমুদউল্লাহ না থাকা সুযোগ করে দিলো জাকেরকে।

একাদশে রয়েছেন তিন পেসার- তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং মোস্তাফিজুর রহমান। নাহিদ রানাকে নিয়ে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তানজিমকে সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া দুই স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন আছেন একাদশে।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং মোস্তাফিজুর রহমান।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে টস জিতে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতকে বোলিংয়ের আমন্ত্রণ জানিয়ে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৩টায় শুরু হবে ম্যাচটি।

ভারতের বিপক্ষে নামার আগে 'শান্ত' টাইগাররা

বাংলাদেশ আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ 'এ' এর উদ্বোধনী ম্যাচে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে। টাইগাররা চায় মাঠে শান্ত থেকে পরিকল্পনাগুলো কার্যকর করতে এবং জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে।

প্রস্তুতি খুব একটা আদর্শ ছিল না। একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে বিপক্ষে হার। সবশেষ ক্যারিবিয়ান দ্বীপে সবশেষ ওয়ানডে সিরিজের অভিজ্ঞতাও তিক্ত। তবু টাইগাররা আশা করছে, টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারতকে চ্যালেঞ্জ জানাতে দ্রুত নিজেদের ছন্দে ফিরতে পারবে। অথচ টুর্নামেন্টের আট আসরের মধ্যে চারটির ফাইনালেই খেলেছে তারা।

'ভারত ও বাংলাদেশ উভয় দেশেই এই ম্যাচ ঘিরে অনেক উত্তেজনা রয়েছে। তবে খেলোয়াড়রা এসব নিয়ে চিন্তিত নয়। তারা কেবল তাদের পরিকল্পনা বাস্তবায়ন করায় মনোযোগী। তারা শুধু ভাবছে কীভাবে মাঠে শান্ত থেকে নিজেদের সেরাটা দিতে পারে,' ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

Comments

The Daily Star  | English
Graft allegations against Benazir Ahmed

Interpol issues red notice against ex-IGP Benazir

Authorities have so far submitted red notices requests against 12 individuals, including several high-ranking officials of the AL regime

31m ago