পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন অশ্বিন

Ravichandran Ashwin
রবীচন্দ্রন অশ্বিন। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

গত অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক ক্রিকেটে বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন রবীচন্দ্রন অশ্বিন। ৩৮ বছর বয়েসী চ্যাম্পিয়ন অফ স্পিনারকে এবার রাষ্ট্রীয় সম্মাননা দিচ্ছে ভারত সরকার। বেসামরিক নাগরিকদের সম্মাননা পদ্মশ্রী পুরস্কারের জন্য তার নাম মনোনীত করা হয়েছে।

শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা, শিল্পকলা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রতি বছর বেসমারিক নাগরিকদের সম্মাননা দেয় ভারত। এবার খেলাধুলোর ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন অশ্বিন। এর আগেও বেশ কয়েকজন ক্রিকেটার পেয়েছেন এই সম্মান। পদ্মশ্রী ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। 

শনিবার পদ্মশ্রী পুরস্কারের জন্য মোট ১৩৯ জনের নাম প্রকাশ করে ভারত সরকার।  অশ্বিন ছাড়াও ক্রীড়াবিদদের মধ্যে এই সম্মান এবার পাচ্ছেন ভারতের সাবেক ফুটবলার আই এম বিজয়ান ও প্রথম প্যারালিম্পিকে সোনাজয়ী আর্চার হারভিন্দর সিং। ভারত হকি দলের সাবেক অধিনায়ক পি আর শ্রীজিশ পাচ্ছেন পদ্মভূষণ। যা দেশটির তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।

এর আগে ক্রিকেটারদের মধ্যে পদ্মশ্রী পেয়েছিলেন সুনীল গাভাস্কার, কপিল দেব, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, গুরুচরণ সিং, জহির খান, গৌতম গম্ভীর, বিরাট কোহলিরা।

১৯৯৯ সালে পদ্মশ্রীর পর টেন্ডুলকার অবশ্য ২০০৮ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসমারিক সম্মাননা পদ্মবিভূষণও পান। ধোনি ২০০৯ পদ্মশ্রী পাওয়া ধোনী ২০১৮ সালে পান পদ্মভূষণ।

 ১০৬ টেস্ট খেলে ভারতের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩৭ উইকেট আছে অশ্বিনের। ওয়ানডেতে ১৫৬ ও টি-টোয়েন্টিতেও ৭২ উইকেট নিয়েছেন অনেক সাফল্যের এই নায়ক। 

Comments

The Daily Star  | English
bangladesh plans to join halal economy

Bangladesh eyes stake in $7 trillion global halal economy: Ashik Chowdhury

Industry people join Bangladesh-Malaysia Chamber-organised seminar to explore Bangladesh’s potential

1h ago