'বাউন্ডারির দৈর্ঘ্য অবশ্যই আদর্শ মাপে থাকা উচিত'

সিলেট পর্বেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ছোট বাউন্ডারি নিয়ে আপত্তি করেছিলেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। এবার বিপিএলের বাউন্ডারির দৈর্ঘ্য নিয়ে কথা বললেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহানও। বাউন্ডারির দৈর্ঘ্য অবশ্যই আদর্শ মাপে থাকা উচিত বলে মনে করেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

ছোট বাউন্ডারি নিয়ে আলোচনা হলেও চট্টগ্রাম পর্বে সীমানা ছিল ঠিকঠাক। ঢাকা পর্ব কিংবা সিলেট পর্বের মতো হলে এদিন হয়তো ভিন্ন ফলাফলও হতে পারতো। প্রায় সীমানার কাছে ক্যাচ দিয়ে আউট হয়েছেন সোহান নিজেই। শেষ ভরসা সাইফউদ্দিন তো একেবারে সীমানায় ক্যাচ দিয়েছেন।

তবে বাউন্ডারির দৈর্ঘ্য অবশ্যই আদর্শ মাপে থাকা উচিত জানিয়ে রংপুর রাইডার্স অধিনায়ক বললেন, 'আমার মনে হয়, বাউন্ডারির দৈর্ঘ্য অবশ্যই আদর্শ মাপে থাকা উচিত। যেহেতু টি-টোয়েন্টি ম্যাচ, হাই স্কোরিং খেলা, সীমানায় আউট হওয়ার ঝুঁকিটা বেশিই থাকবে।'

বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের গ্রুপ পর্বে প্রথম হারের স্বাদ পেয়েছে রংপুর রাইডার্স। দুর্বার রাজশাহীর কাছে তারা হেরেছে ২৪ রানে। ১৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪৬ রানে গুটিয়ে যায় সোহানের দল। এই ম্যাচ জিতলে নকআউট পর্ব নিশ্চিত হয়ে যেত তাদের। ফলে অপেক্ষা বাড়ল দলটির।

হারের ব্যাখ্যায় সোহান বললেন, 'আমার মনে হয়, পাওয়ার প্লেতে আমরা ভালো শুরু করিনি। উইকেট কিছুটা ট্রিকি ছিল। তবে আমরা বেশি রান দিয়ে ফেলেছি। ১৫ ওভার পরে আমরা কিছুটা নিয়ন্ত্রণ এনেছি। কিন্তু এর মধ্যে রান হয়ে গেছে। পরে ব্যাটিংয়েও পাওয়ার প্লে আমাদের দিকে আসেনি। টি-টোয়েন্টিতে ব্যাটিং হোক বা বোলিং, প্রথম ছয় ওভার খুবই গুরুত্বপূর্ণ। দুইটাই আমাদের বিপক্ষে গেছে।'

তবে এই হারকে নিজেদের জন্য সতর্ক বার্তা বলে মনে করেন তিনি, 'হ্যাঁ অবশ্যই (সতর্ক বার্তা)। আজকের আগপর্যন্ত আমরা টুর্নামেন্টে ভালো খেলেছি। অবশ্যই এটা অ্যালার্মিং বিষয় আমাদের দলের জন্য। সবাই সবার জায়গা থেকে অবশ্যই চিন্তা করতে পারবে। ক্রিকেট জিনিসটাই এমন, ভালো খেলেই জিততে হবে। এমন নয় যে, আপনি এলেন আর জিতলেন।'

'এটা আশা করা ঠিক নয়। যেদিন ভালো ক্রিকেট খেলবেন, নির্দিষ্ট ওই দিনেই জিতবেন। অবশ্যই সবাই এখন চিন্তা করবে জিনিসটা যে, আমরা কোন জায়গায় ভুলগুলো করেছি। এখান থেকে আরও কীভাবে শক্তিশালী হয়ে ফেরা যায়, এটা নিয়ে সবাই কাজ করবে,' যোগ করেন রংপুর অধিনায়ক।

Comments

The Daily Star  | English

Ex-army chief freedom fighter Safiullah passes away

The prominent sector commander of liberation war breathed his last while undergoing treatment at CMH

32m ago