বাংলাদেশ দলের চাকরি ছাড়লেন পোথাস
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নিক পোথাস। পারিবারিক কারণ দেখিয়ে তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন কর্মকর্তা। একই সঙ্গে সামাজিকমাধ্যমেও এ তথ্য জানিয়েছেন পোথাস।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালীন সময়েই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন জানিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, 'ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালীন তিনি পারিবারিক কারণ দেখিয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। এটি কার্যকর হবে ২০ ডিসেম্বর থেকে।'
এর আগে, ২০২৩ সালের ৬ এপ্রিল, দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটারকে দুই বছরের জন্য বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে তার চুক্তি এক বছর বাড়িয়ে ২০২৬ সালের মার্চ পর্যন্ত করা হয়। তবে গত কয়েক মাসে তাকে জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব দেওয়া হয় এবং তার পুরনো ভূমিকা বাতিল করা হয়।
৫১ বছর বয়সী পোথাস ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে তার দায়িত্ব ছাড়ার বিষয়টি জানিয়ে লিখেছেন, 'যেমনটি সব ভালো জিনিসের শেষ হয়, এটাও শেষ হতে চলেছে। বিসিবির সঙ্গে দুর্দান্ত কিছু সময় কাটিয়েছি, কিছু অসাধারণ মানুষের সঙ্গে কাজ করেছি। আমরা অনেক রেকর্ড ভেঙেছি, ইতিহাস সৃষ্টি করেছি এবং দারুণ সব স্মৃতি তৈরি করেছি।'
'এখন সময় হয়েছে বাড়িতে কিছু সময় কাটানোর এবং জীবনের পরবর্তী অধ্যায় কী অপেক্ষা করছে তা দেখার। বাংলাদেশ ক্রিকেটের জন্য সামনের বছরগুলোতে শুভকামনা রইল। আমি তোমাদের মিস করব,' বলেছেন পোথাস।
এক দশকেরও বেশি সময়ের কোচিং ক্যারিয়ারে পোথাস ওয়েস্ট ইন্ডিজের (২০১৮-২০১৯) এবং শ্রীলঙ্কার (২০১৭-২০১৮) প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ দলের সহকারী ও ফিল্ডিং কোচ এবং শ্রীলঙ্কার প্রধান ফিল্ডিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।
বাংলাদেশে যোগ দেওয়ার আগে, হামশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের উইকেটকিপিং কোচ ছিলেন পোথাস। খেলোয়াড়ি জীবনে ডানহাতি ব্যাটসম্যান পোথাস দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি ওয়ানডে খেলেছেন এবং প্রথম শ্রেণির ও লিস্ট এ ক্রিকেট মিলিয়ে ১৬ হাজারেরও বেশি রান করেছেন।
এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে থাকলেও আপাতত পোথাসের জায়গায় নতুন কাউকে নিয়োগ দিচ্ছে না বিসিবি। আসন্ন আইসিসি ইভেন্টের আগে নতুন কাউকে দায়িত্ব দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নাফীস, 'বর্তমান কোচিং স্টাফই টাইগারদের ফিল্ডিং বিভাগের দায়িত্ব দেখভাল করবেন।'
Comments