পিএসএল ড্রাফট: নাহিদ রানাকে দলে নিল পেশওয়ার

Nahid Rana

পাকিস্তান সুপার লিগ (পিএসএল)' এর ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের তরুণ পেস সেশসেশন নাহিদ রানা। ড্রাফট থেকে গোল্ড ক্যাটাগরিতে থাকা এই পেসারকে দলে নিয়েছে পেশোয়ার জালমি।

সোমবার পিএসএলের ড্রাফটে বাংলাদেশ বেশ কয়েকজন ক্রিকেটারের নাম ড্রাফটে উঠেছে, তাদের মধ্যে নাহিদ প্রথমে পেলেন দল। ডানহাতি এই পেসারের গোল্ড ক্যাটাগরিতে মূল্য ৫০ হাজার ডলার। এবার পিএসএল শুরু হবে ৮ এপ্রিল, শেষ হবে ১৯ মে।

গত অগাস্টে পাকিস্তান সফরে টেস্ট সিরিজে গতি দিয়ে নজর কাড়েন নাহিদ। ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করে তাক লাগিয়ে দেন। ওই সিরিজ স্বাগতিকদের ২-০ ব্যবধানে হারায় বাংলাদেশ দল।

এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নাহিদ আলাদা করে নজর কাড়তে থাকেন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও দেখা যায় তার ঝলক। চলমান বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে গতির ঝড় তুলছেন নাহিদ। পিএসএলে তার দল পাওয়াটা তাই অনুমিতই ছিলো।

Comments