শাস্তি পেলেন তানজিম সাকিব
দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। তবে এই জয়ের ম্যাচে আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। একই সঙ্গে পেয়েছেন ৩টি ডিমেরিট পয়েন্টও।
সোমবার মুঠোফোনে ডেইলিস্টারকে সাকিবের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি এহসানুল হক সেজান, 'লেভেল ২ মাত্রার অপরাধের জন্য গতকালের ঘটনায় ৫০ শতাংশ জরিমানা হয়েছে তানজিম হাসান সাকিবকে। একই সঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।'
ঘটনাটি ঘটে খুলনার ইনিংসে ১৯তম ওভারে। খুলনার পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ নাওয়াজকে আউট করার পর তার দিকে এগিয়ে ধাক্কা দেন তানজিম সাকিব। এরপর দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন মাঠের আম্পায়ার এবং সিলেট স্ট্রাইকার্সের উইকেটরক্ষক জর্জ মানসি।
ম্যাচ শেষে এই ঘটনার তদন্ত করেন ম্যাচ রেফারি এহসানুল হক সেজান। ম্যাচ রেফারির শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। তবে তানজিম সাকিবকে জরিমানা ও ৩ ডিমেরিট পয়েন্ট দিলেও বেঁচে গিয়েছেন নাওয়াজ। এর আগে জাতীয় দলের হয়ে বাজে আচরণের কারণে তাকে জরিমানা করেছিল আইসিসি।
Comments