বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

পাকিস্তানের পাঁচ পয়েন্ট কাটায় তলানির অবস্থান এড়াতে পারল বাংলাদেশ

Bangladesh Test Team
ছবি: ফিরোজ আহমেদ

প্রথম দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে তলানিতে থাকার পর, বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে সেই বিব্রতকর অবস্থা থেকে নিজেদের রক্ষা করতে পেরেছে বাংলাদেশ। আইসিসি পাকিস্তানের পাঁচ পয়েন্ট কর্তন করার পর বাংলাদেশের তলানিতে না থাকা নিশ্চিত হয়ে যায়।

বাংলাদেশ প্রথম দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র - ২০২১-২৩ এবং ২০২১-২৩-এ নয়টি দলের মধ্যে নবম স্থানে ছিল। দুই চক্রেই আটে ছিলো ওয়েস্ট ইন্ডিজ।

বর্তমান চক্রে নিজেদের সেরা সাফল্য পেয়েছে বাংলাদেশ। এই চক্রে জিতেছে চারটি টেস্ট, যার মধ্যে তিনটাই দেশের বাইরে। পাকিস্তানে গিয়ে ঐতিহাসিক ২-০ সিরিজ জয় এবং ওয়েস্ট ইন্ডিজে ১-১ ড্র  এরমধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।

সামগ্রিকভাবে, বাংলাদেশ বর্তমান চক্রে ১২টি টেস্টে খেলে আটটি হেরে, জিতেছে চারটিতে।

বর্তমানে, বাংলাদেশ নয় দলের টেবিলে ৩১.২৫ শতাংশ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। পাকিস্তান ২৪.৩১ শতাংশ পয়েন্ট নিয়ে অষ্টম এবং ওয়েস্ট ইন্ডিজ ২৪.২৪ শতাংশ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। এই চক্রে (২০২৩-২৫) বাংলাদেশের আর কোনো ম্যাচ বাকি নেই।

গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে হারে পাকিস্তান। ওই টেস্টে স্লো ওভার রেটের কারণে তাদের পাঁচ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দলেরই এই চক্রে আর দুটি টেস্ট বাকি রয়েছে, নিজেদের মধ্যে এই দুই টেস্ট হবে চলতি মাসে। এই সিরিজের ফলাফল যাই হোক না কেন, বাংলাদেশ অষ্টম স্থানের নিচে নামবে না, যার অর্থ এই চক্রে পাকিস্তান বা ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কোন এক দল থাকবে তলানিতে।

Comments

The Daily Star  | English

CA approves draft Anti-Terrorism Ordinance

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

13m ago