দুর্ব্যবহারের অভিযোগে ফারুক বললেন, ‘ফাহিম ভাই হয়তো মনঃক্ষুণ্ণ হয়েছেন’

ছবি: ফিরোজ আহমেদ

নাজমুল আবেদিন ফারুকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেটা সত্য কিনা স্পষ্ট না করলেও দুজনের মধ্যে মতের অমিল ও ভুল বোঝাবুঝি হওয়ার ঘটনা স্বীকার করলেন তিনি। ইতোমধ্যে তাদের মধ্যে মিটমাট হয়ে গেছে বলেও দাবি দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার প্রধানের।

গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্রীড়া পরিষদের মনোনয়নে জালাল ইউনূস ও সাজ্জাদুল আলম ববির বদলে বিসিবিতে পরিচালক হয়ে আসেন ফারুক ও ফাহিম। নাজমুল হাসান পাপন পদত্যাগ করায় পরে ফারুক হন সভাপতি। আর নতুন পরিচালক হওয়া ফাহিম তখন থেকেই বিসিবির গুরুত্বপূর্ণ সব বিষয়ে সরব ভূমিকায় আছেন।

রোববার দেশের বেসরকারি গণমাধ্যম যমুনা টেলিভিশনের প্রতিবেদনে উঠে এসেছে যে, ফারুকের দুর্ব্যবহারের কারণে পদত্যাগ করতে চান ফাহিম। এই প্রসঙ্গে নিয়ে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি। বিসিবি সভাপতি গণমাধ্যমের কাছে বলেছেন, পদত্যাগের ইচ্ছা নেই ফাহিমের, '(ফাহিম ভাই) পদত্যাগ করতে চাননি। (তিনি) বলেছেন, কাজ করা কঠিন। পদত্যাগ করতে চান, এমন কিছু শুনিনি। যাই হোক, ফাহিম ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। যমুনা টিভির সঙ্গেও আমি কথা বলেছি। ফাহিম ভাই আমার সঙ্গে ছিলেন (তখন)।'

কেন দায়িত্ব পালন কঠিন লাগছে ফাহিমের কাছে সেটার কারণ বোঝাতে চেষ্টা করেছেন ফারুক, 'নতুন বোর্ড বলতে তো ফাহিম ভাই আর আমাকেই বোঝায়। বাকি সবাই তো পুরনো। যখন কাজের মাত্রা বেশি আর লোকসংখ্যা কম, তখন অনেক দিকে নজর দিতে হয়। তখন ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। ওই জিনিস থেকেই উনি হয়তো চিন্তা করেছেন, কাজ ঠিকমতো করতে পারছেন না।'

দুর্ব্যবহারের ঘটনা ঘটেছে কিনা তা খোলাসা না করলেও মতের অমিলের কথা মেনে নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক, '(বিপিএলের) টিকেটের চাপ ছিল, প্রেসিডেন্ট বক্সেও একটা ঘটনা ঘটেছিল। সব মিলিয়ে দিনটা আমার সেরা দিন ছিল না। তখন একটা কথা এসেছে। কার সঙ্গে কী বলেছি হয়তো আমার মনেও নেই। মতের অমিল খুব স্বাভাবিক। এখানে দোষের কিছু দেখি না। এগুলো আগে নিজেরা সমাধানের চেষ্টা করা উচিৎ।'

তিনি যোগ করেছেন, 'ফাহিম ভাই আমার বয়োজ্যেষ্ঠ, সিনিয়র মানুষ। আমারও সিনিয়র খেলোয়াড়। আমার অনেক সিনিয়র (তিনি)। সেদিক বিবেচনা করে উনি হয়তো মনঃক্ষুণ্ণ হয়েছেন।'

ফারুক দাবি করেছেন, সাবেক কোচ ও বর্তমান সংগঠক ফাহিমের সঙ্গে তৈরি হওয়া তিক্ততা এরই মধ্যে মিটিয়ে ফেলেছেন, 'ফাহিম ভাই আর কোনো কথা বলতে চাননি। আমার পাশেই ছিলেন। মোট কথা, আমরা সমস্যার সমাধান করেছি।'

Comments

The Daily Star  | English
Apparel Buyers Delay Price Increases Post-Wage Hike Promise

Garment exports to US grow 17%

Bangladesh shipped apparels worth $5.74 billion in the July-March period to the USA

9h ago