নতুন বছরের শুরুতে বুমরাহর সাফল্যের মুকুটে নতুন পালক

ছবি: এএফপি

নতুন বছরের শুরুতে দারুণ একটি সুসংবাদ পেলেন জাসপ্রিত বুমরাহ। ডানহাতি পেসারের বর্ণাঢ্য ক্যারিয়ারের সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন একটি পালক। টেস্টে ভারতের বোলারদের মধ্যে ইতিহাসের সর্বোচ্চ রেটিং পয়েন্ট এখন তার দখলে। তিনি ভেঙে দিলেন কিছুদিন আগে অবসরে যাওয়া অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের রেকর্ড।

বুধবার ২০২৫ সালের প্রথম দিনে ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সেখানে নতুন কীর্তি গড়েছেন বুমরাহ।

৯০৭ রেটিং পয়েন্ট নিয়ে ৩১ বছর বয়সী তারকা আরও পোক্ত করেছেন টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান। এই সংস্করণে এত রেটিং পয়েন্ট অতীতে কখনও অর্জন করতে পারেননি কোনো ভারতীয় বোলার। চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজের মাঝে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো অশ্বিন ছিলেন আগের রেকর্ডের মালিক। অফ স্পিনে আলো ছড়িয়ে তিনি ৯০৪ রেটিং পয়েন্ট পেয়েছিলেন ২০১৬ সালের ডিসেম্বরে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টের পর অশ্বিনকে স্পর্শ করেছিলেন বুমরাহ। চলতি সপ্তাহে মেলবোর্ন টেস্টে ভারত ১৮৪ রানে হারলেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ভারতের বোলারদের মধ্যে রেটিং পয়েন্টের চূড়ায় উঠে গেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে ৫ উইকেটসহ মোট ৯ উইকেট যায় তার ঝুলিতে।

টেস্ট বোলারদের মধ্যে বুমরাহর রেটিং পয়েন্ট ইংল্যান্ডের সাবেক স্পিনার ডেরেক আন্ডারউডের সঙ্গে যৌথভাবে সর্বকালের ১৭তম সেরা। সব মিলিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন একই দেশের পেসার সিডনি বার্নস। তার সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল ৯৩২। দুইয়ে থাকা আরেক ইংলিশ পেসার জর্জ লোহম্যান ৯৩১ রেটিং পয়েন্ট পর্যন্ত পৌঁছেছিলেন। তিনে ও চারে আছেন যথাক্রমে পাকিস্তানের ইমরান খান (৯২২ রেটিং পয়েন্ট) ও শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন (৯২০ রেটিং পয়েন্ট)।

হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে টেস্ট বোলারদের তালিকায় দুইয়ে আছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। তার জাতীয় দলের সতীর্থ প্যাট কামিন্স রয়েছেন তিন নম্বরে। তারা এক ধাপ করে এগিয়েছেন। দুই ধাপ পিছিয়ে চারে নেমে গেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা।

টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ তিনটি অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ইংল্যান্ডের জো রুট ধরে রেখেছেন এক নম্বর স্থান। পরের নামটি তার জাতীয় দলের সতীর্থ হ্যারি ব্রুকের। তিনে আছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। এই সংস্করণের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ দুইয়ে এবং চার ধাপ এগোনো অজি অধিনায়ক কামিন্স তিনে আছেন।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago