মাঠ ছাড়ার আগে ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন বুমরাহ

ছবি: এএফপি

আগের দিনের শেষ বলে উসমান খাওয়াজাকে ফিরিয়ে রেকর্ডে ভাগ বসিয়েছিলেন জাসপ্রিত বুমরাহ। দ্বিতীয় দিনের সকালে মারনাস লাবুশেনকে বিদায় করে তারকা পেসার এককভাবে দখল করলেন শীর্ষস্থান। অস্ট্রেলিয়ার মাটিতে কোনো নির্দিষ্ট টেস্ট সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার এখন তিনি।

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিষেণ সিং বেদীকে টপকে নতুন রেকর্ড গড়েন বুমরাহ। চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে নজরকাড়া পারফরম্যান্সে তার শিকার ৩২ উইকেট। তিনি ছাড়িয়ে গেছেন দীর্ঘ ৪৭ বছর ধরে টিকে থাকা কীর্তিকে। ১৯৭৭-৭৮ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্টে ৩১ উইকেট নিয়েছিলেন প্রয়াত বাঁহাতি স্পিনার বিষেণ সিং বেদী।

এই রেকর্ডকে বুমরাহ আরও সমৃদ্ধ করতে পারেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কারণ, চোটের কারণে এদিনের মধ্যাহ্ন বিরতির পর আর মাত্র এক ওভার বল করা সম্ভব হয় তার পক্ষে। এরপর মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাকে। ভারতীয় দলের চিকিৎসকদের পরামর্শ অনুসারে ইতোমধ্যে স্ক্যান করানো হয়েছে তার পিঠে। তবে পরীক্ষা-নিরীক্ষার ফল এখনও জানা যায়নি।

দিনের খেলা শেষে আরেক ভারতীয় পেসার প্রসিধ কৃষ্ণা সতীর্থ বুমরাহর চোট নিয়ে সম্প্রচারকদের কাছে বলেছেন, 'হ্যাঁ, তার পিঠে টান লেগেছে। তাকে স্ক্যান করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসক দল তাকে পর্যবেক্ষণ করছে। তারা যখন আমাদের কাছে আসবে তখন আমরা জানতে পারব যে কী অবস্থা।'

চলমান টেস্টে অজিদের প্রথম ইনিংসে ১০ ওভারে ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন বুমরাহ। এর আগে মেলবোর্ন টেস্টে ৯, ব্রিসবেন টেস্টে ৯, অ্যাডিলেড টেস্টে ৪ ও পার্থ টেস্টে ৮ উইকেট শিকার করেন তিনি। তার চোটের পেছনে ভূমিকা থাকতে পারে টানা বোলিংয়ের কারণে সৃষ্ট শারীরিক ধকলের। এবারের সফরে এখন পর্যন্ত নয় ইনিংসে ১৫২.১ ওভার হাত ঘোরাতে হয়েছে তাকে। শুধু মেলবোর্নেই দুই ইনিংস মিলিয়ে ৫২ ওভার বল করেন তিনি। এটি তার ক্যারিয়ারে কোনো টেস্টে সবচেয়ে বেশি ওভার বোলিংয়ের রেকর্ড।

দুই দিনেই রোমাঞ্চকর রূপ ধারণ করেছে সিরিজ নির্ধারণী সিডনি টেস্ট। ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ভারত দ্বিতীয় দিন শেষে এগিয়ে আছে ১৪৫ রানে। তাদের হাতে রয়েছে আরও ৪ উইকেট। প্রথম ইনিংসে তারা ১৮৫ রানে গুটিয়ে যাওয়ার পর জবাব দিতে নামা অস্ট্রেলিয়া অলআউট হয় ১৮১ রানে।

Comments

The Daily Star  | English

Consensus commission: Talks snag on women’s seats, upper house

The National Consensus Commission proposed establishing an upper house comprising elected representatives from each district and city corporation, and suggested abolishing the current system of reserved seats for women in parliament.

1h ago