ফটো গ্যালারি

বিপিএলে সাকিবকে মনে পড়ছে দর্শকদের

Shakibs Fan
এমন একটি প্ল্যাকার্ড উঁচিয়ে ধরলেন সাকিব আল হাসানের এক ভক্ত। ছবি: ফিরোজ আহমেদ

নিষিদ্ধ থাকায় ২০১৯ সালের বিপিএল খেলতে পারেননি সাকিব আল হাসান। এর বাইরে প্রতি আসরেই মাঠ মাতিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের শীর্ষ তারকা। সবচেয়ে বেশি চারবার হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। সেই সাকিব এবার পরিবর্তিত বাস্তবতায় নেই বিপিএলে। চিটগাং কিংসের স্কোয়াডে তার নাম থাকলেও রাজনৈতিক কারণে তার দেশে আসার বাস্তবতা নেই। সাকিব না থাকলেও তাকে স্মরণ করছেন ভক্তরা। বিপিএলের প্রথম দিনে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচে কয়েকজন ভক্তকে দেখা গেল সাকিবকে স্মরণ করে প্লাকার্ড নিয়ে মাঠে আসতে।

Shakib Fan
ফরচুন বরিশালের দর্শকরা মিস করছেন সাকিব আল হাসানকে। ছবি: ফিরোজ আহমেদ
Fan
মাঠে এসেছেন এরকম ক্ষুদে দর্শকরাও। ছবি: ফিরোজ আহমেদ
Fan
ঘরোয়া আসর হলেও মাথায় বাংলাদেশের পতাকা লাগিয়েছেন এক দর্শক। ছবি: ফিরোজ আহমেদ

 

Comments

The Daily Star  | English

‘Operation Devil Hunt’ from today to maintain law and order

Details about 'Operation Devil Hunt' will be announced in a press briefing tomorrow

2h ago