টেস্টে ইতিহাস সেরা গড় নিয়ে বুমরাহর ২০০ উইকেট

Jasprit Bumrah
২০০ উইকেট স্পর্শের আনন্দ বুমরাহর

২০০ টেস্ট উইকেট থেকে মাত্র দুই কদম দূরে ছিলেন জাসপ্রিট বুমরাহ। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসেই যে এই মাইলফলকে তিনি পৌঁছে যাবেন তা ছিলো অনুমিত। দারুণ এক স্পেলে মাইলফলক স্পর্শ করে একটি রেকর্ডও গড়ে ফেললেন ভারতীয় পেসার। ২০০ উইকেট পেতে বুমরাহর গড়ই ইতিহাস সেরা।

রোববার মেলবোর্নে বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে এই অর্জন ধরা দেয় বুমরাহর। ট্রেভিস হেদকে নিতিশ কুমার রেড্ডির হাতে ক্যাচ বানিয়ে উল্লাসে মাতেন বুমরাহ। ৪৪ টেস্টে স্পর্শ করে ফেলেন দুইশোতম টেস্ট উইকেট।

বুমরাহ ২০০ উইকেট নিলেন মাত্র ১৯.৩৯ গড়ে। অর্থাৎ প্রতি ২০ রানের কমে তিনি পেয়েছেন একটি করে উইকেট। এতে করে ভারতীয় ডানহাতি পেসার পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ম্যালকম মার্শালকে। ২০০ উইকেট স্পর্শে মার্শালের বোলিং গড় ছিলো ২০.৯৪।

২০০ উইকেট স্পর্শ করার পর ওই স্পেলে আলেক্স কেয়ারি ও মিচেল মার্শকেও আউট করেন তিনি। এর আগে বোল্ড করে দেন প্রথম ইনিংসে তার বলে স্কুপ, সুইচ হিটে বাউন্ডারি মারা স্যাম কনস্টাসকে।

আগে দিনের ৯ উইকেটে ৩৫৮ রানের সঙ্গে আর ১১ রান যোগ করে শেষ হয় ভারতের ইনিংস। ১১৪ রান করে শেষ ব্যাটার হিসেবে থামেন নিতিশ।

ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া ৭ম ওভারেই হারায় কনস্টাসকে। বুমরাহর দারুণ ভেতরে ঢোকা বলে বোল্ড হন তিনি। তিনে নেমে মারনাশ লাবুশানে ধরে রেখেছেন হাল। আরেক প্রান্তে একের পর এক উইকেট হারাতে থাকে অজিরা। ৯১ রানে ৬ উইকেট হারিয়ে বেশ বিপদে পড়ে যায় তারা। সেই বিপদ থেকে দলকে টানছেন লাবুশানে আর প্যাট কামিন্স।

Comments

The Daily Star  | English

Public gatherings banned in key Dhaka areas from tomorrow: ISPR

Restrictions imposed to maintain order near Chief Adviser’s Office, military zones

2h ago