শামারের পেসে এলোমেলো বাংলাদেশ ধুঁকছে

দিনের শুরুতে সাবধানী ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে সুযোগ দিচ্ছিলেন না সাদমান ইসলাম ও শাহাদাত হোসেন। বোলিং আক্রমণে গিয়েই তাদের জুটি ভেঙে বাংলাদেশকে রীতিমতো কাঁপিয়ে দিলেন পেসার শামার জোসেফ। একশর আগেই ৬ উইকেট খুইয়ে অল্প পুঁজিতে গুটিয়ে যাওয়ার প্রবল শঙ্কায় তারা।

রোববার জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৬ উইকেটে ১২২ রান। প্রথম সেশনে খেলা হয়েছে ২৮ ওভার। স্কোরবোর্ডে রান যোগ হয়েছে ৫৩। স্বাগতিকরা তুলে নিয়েছে ৪ উইকেট। বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৪২ বলে ১৮ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে তাইজুল ইসলাম খেলছেন ৪৭ বলে ৮ রানে।

আগের দিনের ২ উইকেটে ৬৯ রান নিয়ে স্যাবাইনা পার্কে খেলতে নামে সফরকারীরা। ধৈর্যের পরিচয় দিতে থাকা অব্যাহত রাখেন সাদমান ও শাহাদাত। উইকেটে সময় কাটিয়ে দেওয়াতেই মনোযোগ ছিল তাদের। দিনের নবম ওভারে বোলিংয়ে পরিবর্তন আনেন ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। তার সিদ্ধান্ত কাজে লেগে যায় দারুণভাবে। ভালো অবস্থান থেকে পা হড়কে এলোমেলো হয়ে পড়ে বাংলাদেশ।

কেমার রোচের জায়গায় আক্রমণে গিয়েই সাফল্য পান শামার। তার লেংথ বলের লাইন মিস করে দৃষ্টিকটুভাবে বোল্ড হন অনেকটা সময় ক্রিজে থাকা শাহাদাত। ৮৯ বলে ২২ রান আসে তার ব্যাট থেকে। ভাঙে ১৯৩ বলে ৭৩ রানের তৃতীয় উইকেট জুটি। শুরু হয় ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল।

পরের ওভারে সাজঘরের পথ ধরেন সাম্প্রতিক সময়ে ছন্দের অভাবে ভোগা লিটন দাস। জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করার চেষ্টায় জেডেন সিলসের বলে প্রথম স্লিপে কাভেম হজের তালুবন্দি হন তিনি। ৬ বলে তার রান ১। অ্যান্টিগায় আগের টেস্টে দুই ইনিংসেই প্রতিরোধ গড়া জাকের আলি অনিক টিকতে পারেননি। শামারের বাউন্সারে পুল করতে গিয়ে বল আকাশে তুলে দেন। অনায়াস ক্যাচ লুফে নেন উইকেটরক্ষক জশুয়া ডা সিলভা। ১০ বল খেলা জাকেরের রান ১।

শামারের তৃতীয় শিকার হন প্রতিরোধের লড়াইয়ে থাকা সাদমান। আউটসুইংয়ে পরাস্ত হয়ে তিনিও ক্যাচ দেন জশুয়ার গ্লাভসে। আগের দিন দুবার ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া ওপেনার এদিন বিদায় নেওয়ার আগে আস্থার সঙ্গে খেলে থামেন ৬০ রানে। ১৩৭ বল মোকাবিলায় পাঁচটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি।

৩৯তম ওভারে ২ উইকেটে ৮৩ রানে থাকা বাংলাদেশ ৪৫তম ওভারে ষষ্ঠ উইকেট হারিয়ে ফেলে ৯৮ রানে। মাত্র ১৫ রান যোগ করতে দ্রুত ৪ উইকেট পড়ার পর তাইজুলকে নিয়ে নতুন করে লড়াইয়ের চেষ্টায় আছেন মিরাজ। তাদের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে এখন পর্যন্ত ২৪ রান এসেছে ৮৩ বলে।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জ্বলে ওঠা শামার ৩ উইকেট নিয়েছেন ২৭ রানে। তার করা ৯ ওভারের তিনটিই মেডেন। অভিজ্ঞ রোচ আগের দিন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হককে বিদায় করেন। ১৪ ওভারে তার খরচা ৪০ রান। সিলস ১৩ ওভারে চারটি মেডেনসহ স্রেফ ৪ রানে পেয়েছেন ১ উইকেট।

Comments

The Daily Star  | English
Bangladeshi migrants workers rights in Malaysia

Malaysia agrees to recruit 'large number' of Bangladeshi workers

Assurance will be given to ensure their wages, safety, and overall welfare, according to ministry officials

15m ago