আইপিএল নিলাম: কোটি রুপি ছাড়িয়ে রাজস্থানে ১৩ বছরের বৈভব

বৈভব সূর্যবংশি। ছবি: সংগৃহীত

আইপিএলের ইতিহাসে নিলামের চূড়ান্ত তালিকায় সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হওয়ার রেকর্ড আগেই গড়েছিল বৈভব সূর্যবংশি। এবার দলও পেয়ে নতুন কীর্তিতে নাম লেখাল ভারতের এই কিশোর বাঁহাতি ব্যাটার। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই করে ১ কোটি ১০ লাখ রুপিতে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করল রাজস্থান রয়্যালস।

সোমবার জেদ্দায় আইপিএলের দুইদিনব্যাপি মেগা নিলামে ইতিহাস গড়েছে ১৩ বছর ২৪৩ দিন বয়সী বৈভব। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতায় দল পাওয়া সর্বকনিষ্ঠ ক্রিকেটার এখন সে। তার ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ। তাকে পেতে দারুণ লড়াই চলে দিল্লি ও রাজস্থানের মধ্যে। শেষমেশ কোটি রুপি ছাড়িয়ে তাকে দলে টানে রাজস্থান।

বৈভবকে নিয়ে ক্রিকেট দুনিয়ায় চর্চা অবশ্য আরও আগেই শুরু হয়েছে। গত জানুয়ারিতে পাটনায় রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে তার। সেসময় বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছিল, বৈভবের অফিসিয়াল বয়স ১২ বছর ২৮৪ দিন। প্রথম শ্রেণির ক্রিকেটে তার চেয়ে কম বয়সে অভিষেক হয়েছে আর মাত্র ৬ জনের।

ভীষণ প্রতিভাবান বৈভব এখন পর্যন্ত পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে। ১০ গড়ে তার ব্যাট থেকে এসেছে ঠিক ১০০ রান। সর্বোচ্চ ইনিংস ৪১ রানের। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজেকে এখনও মেলে ধরতে না পারলেও তার সামনে অনেক সময় পড়ে আছে সামর্থ্যের প্রমাণ রাখার জন্য।

বয়সভিত্তিক পর্যায়ে অবশ্য এরই মধ্যে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছে বৈভব। গত অক্টোবরে চেন্নাইয়ে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে যুব টেস্টে সেঞ্চুরি করে সে। সেদিন তার বয়স ছিল ১৩ বছর ১৮৮ দিন। এতে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়ে বৈভব।

শুধু তাই নয়, যুব টেস্টের ইতিহাসে বৈভবের ওই সেঞ্চুরি ছিল দ্বিতীয় দ্রুততম। বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়ে মাত্র ৫৮ বলে শতরানের স্বাদ নেয় সে। দ্রুততম সেঞ্চুরির রেকর্ড মঈন আলীর দখলে। ২০০৫ সালে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সাবেক ইংলিশ অলরাউন্ডারের শতক এসেছিল ৫৬ বলে।

Comments

The Daily Star  | English

Public Service Act: Ordinance out amid Secretariat protests

The government last night issued an ordinance allowing dismissal of public servants for administrative disruptions within 14 days and without departmental proceedings.

8h ago