বুমরাহর পাঁচ শিকার, অস্ট্রেলিয়াকে অল্প রানে গুটিয়ে লিড নিল ভারত
নিজেরা ১৫০ রানে আটকে গেলেও দুর্দান্ত বোলিংয়ে আগের দিনই লাগাম নিজেদের দিকে নিয়ে গিয়েছিল ভারত। অস্ট্রেলিয়াকে একশো রানের নিচে গুটিয়ে দেওয়ার অবস্থাও তৈরি করেছিলো তারা। শেষ পর্যন্ত মিচেল স্টার্কের দৃঢ়তায় অস্ট্রেলিয়া তিন অঙ্ক পার করলেও বেশি দূর এগুতে পারল না, জুতসই লিড পেয়ে গেল ভারত।
পার্থ টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির খানিক আগে ১০৪ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। তাতে ৪৬ রানের লিড পেয়েছে ভারত। স্বাগতিক দলকে গুঁড়িয়ে ৩০ রানে ৫ উইকেট নিয়েছেন এই ম্যাচে ভারতের অধিনায়ক জাসপ্রিট বুমরাহ। অভিষিক্ত হারশিত রানা ৪৮ রানে পেয়েছেন ৩ উইকেট।
প্রথম দিনে নেমে ৬৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে নেমেই ফেরেন শেষ স্বীকৃত ব্যাটার আলেক্স কেয়ারি। তাকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে পঞ্চম উইকেট শিকার ধরেন বুমরাহ।
হারশিত এরপর দ্রুতই তুলে নেন ন্যাথান লায়নকে। ৭৯ রানে ৯ উইকেট হারিয়ে একশোর নিচে থামার দিকে ছিল অজিরা। এরপর প্রতিরোধ গড়েন স্টার্ক। জস হ্যাজেলউডকে আরেক পাশে রেখে যোগ করেন ২৫ রান। তাদের দশম উইকেট জুটিতে একশো পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। লাঞ্চের খানিক আগে হারশিতই ভাঙেন জুটি, মুড়ে দেন ইনিংস। উড়িয়ে মারতে গিয়ে সহজ ক্যাচ তুলে থামেন ১১২ বলে ২৬ করা স্টার্ক।
Comments