‘গম্ভীর খিট্খিটে স্বভাবের’, প্রতিক্রিয়া বললেন পন্টিং

Ricky Ponting

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের আগে কথার লড়াইয়ে জড়িয়ে গেলেন গৌতম গম্ভীর ও রিকি পন্টিং। সবেক অস্ট্রেলিয়ান অধিনায়কের বিরাট কোহলির ফর্ম নিয়া করা মন্তব্য সহ্য না করে কড়া জবাব দিয়েছিলেন ভারতের কোচ। পন্টিংও ছেড়ে দেওয়ার পাত্র নয়, প্রতিক্রিয়া দিলেন তিনিও।

গত সপ্তাহে আইসিসির পডকাস্টে সাম্প্রতিক সময়ে কোহলির বাজে ছন্দ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পন্টিং। সাবেক এই কিংবদন্তি ব্যাটার বলেন, গত পাঁচ বছরে ৬০ টেস্ট ইনিংসে স্রেফ তিনটা সেঞ্চুরি করেছেন কোহলি, 'অন্য কেউ হলে এই রান করে সহজে আন্তর্জাতিক ক্রিকেটে টপ অর্ডারে খেলতে পারত না।'

অস্ট্রেলিয়া যাওয়ার আগে সংবাদ সম্মেলনে পন্টিংয়ের এই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় গম্ভীরকে। তাতে রাগান্বিত স্বরে মন্তব্যে গম্ভীর বলেছিলেন, 'ভারতের ক্রিকেট নিয়ে পন্টিংয়ের ভাবনা কীসের? আমার মনে হয় তার অস্ট্রেলিয়ান ক্রিকেট নিয়ে চিন্তা করা উচিত। সবচেয়ে বড় কথা রোহিত বা কোহলির ফর্ম নিয়ে আমার উদ্বেগ নেই। তারা অবিশ্বাস্য-রকমের দৃঢ়চেতা। ভারতীয় ক্রিকেটে তারা অনেক কিছু অর্জন করেছে। আগামীতে অনেক কিছু অর্জন করবে।'

চ্যানেল সেভেনের সঙ্গে আলাপে পন্টিং গম্ভীরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বলে, 'সে খিট্খিটে স্বভাবের। এরকম (তেতো কথা বলার) ইতিহাস আছে তার।'

'আমি বলেছি তার ফর্ম নিয়ে আমার উদ্বেগ আছে। আপনি যদি বিরাটকেও জিজ্ঞেস করেন, আমি নিশ্চিত সেও স্বীকার করবে কিছুটা উদ্বেগ তার আছে। সে আগে যেমন করত কিছুদিনে একই পরিমাণ রান, সেঞ্চুরি করছে না।'

'আমি বলেছি সে (কোহলি) অস্ট্রেলিয়ায় আগে রান করেছে সে এখানে আবার ঘুরে দাঁড়াতে পারে। সে নান্দনিক খেলোয়াড়, অস্ট্রেলিয়ায় আগে ভালো খেলেছে। আমি কোচ গৌতম গম্ভীরের প্রতিক্রিয়া পড়ে অবাক নই, তাকে যতটা জানি  সে কিছুটা খিট্খিটে স্বভাবের।'

আগামী ২২ নভেম্বর পার্থে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফি।

Comments

The Daily Star  | English

Dhaka sends diplomatic note to Delhi to send back Hasina: foreign adviser

The Ministry of Foreign Affairs has sent a diplomatic note to the Indian government to send back ousted former prime minister Sheikh Hasina to Dhaka.

4h ago