বাংলাদেশের কাছে হেরে ক্ষমা চাইলেন পাকিস্তান অধিনায়ক

Shan Masud

ঘরের মাঠে পাকিস্তান ছিলো ফেভারিট, বাংলাদেশ তাদের মাঠে গিয়ে টেস্ট জিতবে এমন অনুমান করা লোকের সংখ্যাই ছিলো কম। সেখানে বাংলাদেশ রীতিমতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে দিয়েছে। এমন পারফরম্যান্সে সমর্থকদের রোষানলে পড়েছে পাকিস্তান দল, গণমাধ্যমেও ধেয়ে আসছে তীব্র সমালোচনা। উত্তপ্ত পরিস্থিতিতে তাদের পুরো জাতির কাছে ক্ষমা চেয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের কাছে হারের পর চরম বিধ্বস্ত পাকিস্তান দলনায়ক সংবাদ সম্মেলনে এসেই পড়েন প্রশ্নের স্রোতে। শুরুতেই তিনি নিজের দায় কাঁধে নিয়ে ক্ষমা চান তিনি,  'আমি আগেও বলেছিলাম হারলে, ভুল হলে দায় নেব। জাতির কাছে আমি ক্ষমা চাইছি। আগেও বলেছিলাম, এখনো বলছি। আমার লক্ষ্য হওয়া উচিত আরও কীভাবে ভাল করা যায়। যখন ভাল খেলব না স্পষ্ট করে সেটা বলব। এখন আমাদের ভালো কিছুর জন্য কাজ করা লাগবে।'

পাকিস্তানি আরেক সাংবাদিক প্রশ্নে বাংলাদেশকে ইঙ্গিত করে বলেন, 'এই ধরণের প্রতিপক্ষের বিপক্ষে হার…'। তার জবাবে শান বাংলাদেশকে দেন কৃতিত্ব,  'এই ধরণের প্রতিপক্ষ বলে ছোট করতে পারি না। সব প্রতিপক্ষকে সম্মান দিতে হবে। বাংলাদেশ দুই টেস্টেই আমাদের চেয়ে বেশি ডিসিপ্লিনড ছিলো। আমাদের নিজেদের দিকে তাকাতে হবে, আমরা কত ভুল করেছি বুঝতে হবে।'

'টেস্ট ক্রিকেট খেলতে যেতে শারীরিক ও মানসিক ফিটনেস দরকার সেটাতে আমাদের উন্নতি দরকার। ১০ মাস পর টেস্ট খেললে এমন হবে। লম্বা বিরতি দেয়া যাবে না।'

৯১ টেস্ট খেলা মুশফিকুর রহিম, ৬৯ টেস্ট খেলা সাকিব আল হাসানের মতন অভিজ্ঞদের অভাব ছিলো পাকিস্তানের। শানের উপলব্ধি অভিজ্ঞতাতেও মার খেয়েছেন তারা, 'ওদের দুইজন (সাকিব-মুশফিক) ক্রিকেটার ৭০-৮০টা টেস্ট খেলেছে। মেহেদী ও লিটনও ৪০টার বেশি খেলেছে। আমাদের লাল বলের বেলায় এমন অভিজ্ঞতা দরকার। আমাদের অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা বাড়াতে হবে।'

Comments

The Daily Star  | English

US tariff talks: First day ends without major decision

A high-level meeting between Bangladesh and the Office of the United States Trade Representative (USTR) ended in Washington, DC, yesterday without a major decision, despite the looming expiry of a 90-day negotiation window on July 9.

8h ago