পাকিস্তানকে উড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা চারে বাংলাদেশ

দেশ ছেড়ে পাকিস্তান সফরে যায় টাইগাররা তখন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আট নম্বরে ছিল বাংলাদেশ। প্রথম টেস্ট জিতে এক ধাপ এগোয় টাইগাররা। আর দ্বিতীয় টেস্ট জিতে তো দিয়েছে বড় লাফ। এক ধাক্কায় চার নম্বর স্থানে উঠেছে এসেছে নাজমুল হোসেন শান্ত দল।

মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। প্রথমবারের মতো দেশের বাইরে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিই জিতে পূর্ণ শক্তির প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে টাইগাররা। আর পাকিস্তানকে তো টেস্ট সিরিজেই প্রথম। এমন জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে অনেক রদবদলই হয়েছে।

সবশেষ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ স্ট্যান্ডিং অনুসারে, বাংলাদেশ রয়েছে চার নম্বরে। ৬ ম্যাচে মধ্যে জিতেছে ৩টি টেস্টে। হেরেছেও ৩টিতে। ৩৩ পয়েন্ট পেলেও শতাংশ হারে ৪৫.৮৩। অন্যদিকে ঠিক উল্টোটা পাকিস্তানের। হোয়াইটওয়াশ হয়ে অষ্টম স্থানে নেমে গেছে তারা। ৭ ম্যাচে ১৯.০৫ হারে ১৬ পয়েন্ট তাদের।

বর্তমানে ৬৮.৬২ হারে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। ৬টি জয়, ২টি হার ও ১টি ড্রয়ে মোট ৯টি ম্যাচ খেলেছে তারা। এরপর রয়েছে অস্ট্রেলিয়া। মোট ১২ ম্যাচে ৮টি জয়, ৩টি হার ও ১টি ড্রয়ে তাদের পয়েন্ট ৯০। কিন্তু শতাংশের হারে ৬২.৫০। এছাড়া ৫০.০০ শতাংশ হারে ৩৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশের উপরে রয়েছে নিউজিল্যান্ড।

Comments

The Daily Star  | English
Constitution Reform Commission

Constitution reform commission proposes new principles for Bangladesh

Equality, human dignity, social justice, pluralism will replace nationalism, socialism, secularism

1h ago