আচরণবিধি ভাঙার দায়ে সাকিবের জরিমানা
রাওয়ালপিন্ডি টেস্টে আইসিসির আচরণবিধি ভেঙেছেন সাকিব আল হাসান। তাই বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে জরিমানা করা হয়েছে।
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পরদিন সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে এই সাজা দিয়েছেন তাকে।
আচরণবিধি ভাঙায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে সাকিবকে। ৩৭ বছর বয়সী ক্রিকেটারের নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
টেস্টের শেষ দিনে গতকাল রোববার স্ট্রাইকে থাকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের দিকে অনুপযুক্তভাবে বল ছুড়ে মারেন সাকিব। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৩৩তম ওভারের খেলা চলছিল তখন।
সাকিবের বিরুদ্ধে আচরণবিধির ২.৯ ধারা ভাঙার অভিযোগ আনা হয়েছে। তার অপরাধ ছিল লেভেল-১ মাত্রার। সবশেষ ২৪ মাস সময়ের মধ্যে এটি তার প্রথম ডিমেরিট পয়েন্ট।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। সুদীর্ঘ টেস্ট ইতিহাসে নিজেদের মাটিতে এই প্রথম কোনো ম্যাচে ১০ উইকেটে হেরেছে স্বাগতিকরা।
পাকিস্তানের বিপক্ষে ১৪ টেস্ট খেলে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের মাঠে তাদের বিপক্ষে সব মিলিয়ে ২১ আন্তর্জাতিক ম্যাচেও এটি বাংলাদেশের প্রথম জয়।
Comments