শতরানের জুটির পর সেই নাসিমের বলে লিটনের বিদায়
আগের দিন বিকালে দুর্দান্ত ব্যাট করছিলেন লিটন দাস। নাসিম শাহকে চার-ছক্কার তাণ্ডবে বানিয়ে দিয়েছিলেন সাদামাটা। চতুর্থ দিন সতর্ক শুরুর পর সেই নাসিমের বলেই বিদায় নিয়েছেন তিনি। এতে ভেঙেছে মুশফিকুর রহিমের সঙ্গে তার শতরানের জুটি।
আগের দিন ৫২ বলে ফিফটি তুলে ৫২ রানে অপরাজিত ছিলেন লিটন। চতুর্থ দিনে নেমে তিনি যোগ করেন আর কেবল ৪ রান। তবে উইকেটে সময় কাটান বেশ খানিকটা। জুটি পেরিয়ে যায় শতরান। সকালের প্রথম আধাঘণ্টা পার করার পর মনোযোগে বিচ্যুতি ঘটে তার। নাসিমের বাড়তি বাউন্সের বল কিপারের হাতে তুলে দেন তিনি। ৮ চার, ১ ছক্কায় ফেরেন ৭৮ বলে ৫৬ রান করে। এতে ৬ষ্ঠ উইকেটে ভাঙে ১১৪ রানের জুটি। ৩৩২ রানে ৬ষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।
তৃতীয় দিন বিকেলে নাসিমের ওভারে তিন চার, এক ছক্কায় ফিফটি স্পর্শ করেছিলেন লিটন। ছক্কার বলটি স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে বলও হারিয়ে ফেলেছিলেন তিনি। তার নান্দনিক আগ্রাসনে কোণঠাসা হয়ে পড়েছিল নতুন বল নেওয়া পাকিস্তান।
এই ব্যাটার যেভাবে এগুচ্ছিলেন মনে হচ্ছিল বড় রানই করবেন তিনি। তবে ফিরলেন অনেকটা আলগা শটে। নাসিমের বাড়তি বাউন্সের বলটা কাট করতে চেয়েছিলেন, তবে ব্যাটের উপরের কানায় লেগে তা চলে যায় মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে।
লিটনের বিদায়ের পর বাংলাদেশের ইনিংস টানছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ।
Comments