নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ কবে, কোথায়, কখন?

ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ শুধু তেতো অভিজ্ঞতাই পেয়েছে।
ছবি: এএফপি

ওয়ানডে সিরিজ শেষ। এবার পালা টি-টোয়েন্টি সিরিজের দিকে মনোযোগ দেওয়ার। নিউজিল্যান্ডের মাটিতে চলমান সফরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে নিউজিল্যান্ড-বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। নেপিয়ারে প্রথম ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে। একই সময়ে দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হবে মাউন্ট মাঙ্গানুইতে। ম্যাচটি হবে ২৯ ডিসেম্বর। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির ভেন্যুও মাউন্ট মাঙ্গানুই। ৩১ ডিসেম্বর অনুষ্ঠেয় খেলাটি মাঠে গড়াবে সকাল ৬টা থেকে।

গতকাল শনিবার শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতে গেরো খুলেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে এটাই টাইগারদের প্রথম জয়। এর আগে টানা ১৮ ওয়ানডে হেরেছিল লাল-সবুজ জার্সিধারীরা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টিতেও কি এবার মিলবে আকাঙ্ক্ষিত জয়?

ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ শুধু তেতো অভিজ্ঞতাই পেয়েছে। সেখানে এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেলে সবকটিতে হেরেছে টাইগাররা।

টি-টোয়েন্টি সিরিজের সূচি:

তারিখ ম্যাচ সময় ভেন্যু
২৭ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি দুপুর ১২টা ১০ মিনিট নেপিয়ার
২৯ ডিসেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টি দুপুর ১২টা ১০ মিনিট মাউন্ট মঙ্গানুই
৩১ ডিসেম্বর তৃতীয় টি-টোয়েন্টি সকাল ৬টা মাউন্ট মঙ্গানুই

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), শামিম হোসেন, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভির ইসলাম।

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে নেই:
সাকিব আল হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ।

দলে ফিরেছেন:
তানভির ইসলাম, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান।

নতুন মুখ:
তানজিম হাসান সাকিব।

Comments

The Daily Star  | English

How the US Supreme Court brought America closer to becoming an autocracy

The US Supreme Court has ruled that presidents are immune from prosecution for "official" actions that are within the powers afforded to them under the US constitution

2h ago