দুই বছরের জন্য শেখ জামালের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সাকিব

ছবি: সংগৃহীত

মোহামেডান স্পোর্টিং ক্লাব ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমালেন সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা অলরাউন্ডার আগামী দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে।

শনিবার সাকিব নিজেই নিশ্চিত করেন মোহামেডান ছেড়ে শেখ জামালে নাম লেখানোর বিষয়টি।

মহান বিজয় দিবস উদযাপনের জন্য এদিন সন্ধ্যায় ধানমন্ডিতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে শেখ জামাল। সেখানে অংশ নিয়ে ৩৬ বছর বয়সী সাকিব ক্লাবটির সঙ্গে চুক্তির ঘোষণা দেন।

শেখ জামালকে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা জেতানোর আশা প্রকাশ করে সাকিব বলেন, 'খুবই খুশি আমি এই ক্লাবের অংশ হতে পেরে। আশা করি, শেখ জামালের হয়ে চ্যাম্পিয়ন হতে পারব আগামী দুই বছর । চেষ্টা থাকবে আমাদের দলের যেন আমরা সাফল্য এনে দিতে পারি।'

গত তিন মৌসুমেই মোহামেডানের সঙ্গে চুক্তি করেছিলেন সাকিব। ২০২১-২২ মৌসুমে ঐতিহ্যবাহী সাদা-কালোরা প্রথম পর্বেই আটকে যাওয়ায় ক্লাবের অনাপত্তিপত্র নিয়ে পরে সুপার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলেছিলেন তিনি।

সবশেষ ২০২২-২৩ মৌসুমে সাকিবকে দেখা যায় মোহামেডানের জার্সিতেই। তবে মাত্র চার ম্যাচ খেলতে পারেন তিনি, পারফরম্যান্স ছিল সাদামাটা। ব্যাট হাতে ২৪.৫০ গড়ে তিনি করেছিলেন ৯৮ রান। বল হাতে ৩৪ গড়ে নিয়েছিলেন ৪ উইকেট।

Comments

The Daily Star  | English

Some parties trying to use Mitford incident as political tool: Rizvi

'BNP is a big family. Sometimes one or two miscreants can enter through a loophole.'

28m ago