বাংলাদেশের ড্রেসিংরুম ছেড়ে যাওয়ার কারণ জানালেন নাফিস

Nafees Iqbal

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের দিন সকালেই ড্রেসিংরুম ছেড়ে চলে যান ম্যানেজার নাফিস ইকবাল। তার এভাবে বিদায় নিয়ে সেদিন থেকেই তৈরি হয় নানান গুঞ্জন। সাবেক অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই হওয়ায় তামিমের বিশ্বকাপে না থাকা নিয়ে অনেকে যোগসূত্রও খুঁজে পান।

ওই দিন ম্যাচের সময় জানা যায় দুইরকম তথ্য। এক দিকে জানা যায়, নাফিসকে চলে যেতে বলা হয়েছে। আবার আসে ভিন্ন খবরও, নাফিস নিজেই চলে গেছেন।

টি-স্পোর্টসকে দেওয়া সাক্ষাতকারে অধিনায়ক সাকিব আল হাসানও এই বিষয়ে কথা বলেছেন। নাফিসকে এভাবে যেতে হওয়ায় বিসিবির সমালোচনা করেন তিনি। এবং নাফিসকে ম্যানেজার পদে নিয়োগ দেওয়া যে ভুল সিদ্ধান্ত ছিল সেটাও জানান এই তারকা।

সাকিবের সাক্ষাতকার ছড়িয়ে পড়ার পর নিজের ফেসবুক পেজে অবস্থান পরিষ্কার করেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার নাফিস। বিশদ ব্যাখ্যায় জানান তিনি কেন সেদিন মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন,  'আমি পরিষ্কার করে বলতে তাই নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দিন আমি ড্রেসিংরুম থেকে আবেগের বশে চলে যাই। কারণ ওই দিন সকালে আমাকে জানানো হয় আমি বিশ্বকাপ স্কোয়াডের অংশ নই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও এটা করা হয়েছিলো।'

'আমিও মানুষ। আমারও আবেগ আছে সবার মতন। আমি বিসিবি থেকে পদত্যাগ করিনি এবং আমার এই পরিস্থিতির সঙ্গে আমার ছোট ভাই তামিম ইকবালের সম্পর্ক নেই। আমি মাঠ ছাড়ার ৬-৭ ঘন্টা পর বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে।'

আমি সব ধরণের কোড অব কন্ডাক্ট ও প্রোটোকল অনুসরণ করেছি। আমি প্রথমে হেড কোচকে আমার মতামত জানিয়েছি। এবং বিসিবির সংশ্লিষ্ট কর্তাদেরও বলেছি।'

আমি নিশ্চিত করছি কোন কাজই অসমাপ্ত ছিল না। আমি খেলোয়াড় তালিকায় স্বাক্ষর করেছি। নিউজিল্যান্ড সিরিজে হিসাব সংক্রান্ত কাগজ ঠিক করা। এবং বিশ্বকাপের জন্য আমাকে যে দৈনিক ভাতা দেওয়া হয়েছিল তাও ফেরত দিয়েছি।'

'আমি আমার খেলোয়াড়ি জীবনে সৎ ছিলাম। আমি আমার সেরাটা সব সময় দেব।'

প্রসঙ্গত তামিম ইকবাল ওয়ানডে দলের অধিনায়ক হওয়ার পর বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার পদে কাজ করা এই ক্রিকেটারকে জাতীয় দলের ম্যানেজারও করা হয়। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের নেতৃত্বে দল খেলতে গেলে সেখানে ম্যানেজার হিসেবে নাফিসকে রাখা হয়নি।

Comments

The Daily Star  | English

CA approves draft Anti-Terrorism Ordinance

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

13m ago