এটা বোল্ড আউটের মতোই, এখানে কোন ভুল দেখি না: তামিম

Hasan Mahmud & Ish Sodhi
আউট করেও পরে ফিরিয়ে আনায় হাসান মাহমুদকে জড়িয়ে ধরলেন ইশ সোধি। ছবি: ফিরোজ আহমেদ

ইশ সোধি আউট হয়েছিলেন ১৭ রানে, তাকে আউট করেও ফিরিয়ে আনে বাংলাদেশ। পরে তিনি অপরাজিত থাকেন ৩৫ রানে। ক্রিকেটের আইনে এটা নন স্ট্রাকিং রান আউট, তবে বেশি আলোচিত 'মানকাডিং' নামে। বৈধ এই আউটের বিপক্ষে কারো কারো মত থাকলেও তামিম ইকবাল বলছেন, এতে কোন ভুল নেই। বোল্ড আউটের মতই এটা স্রেফ আরেকটা আউট।

নিউজিল্যান্ডের ইনিংসের ৪৬তম ওভারের ঘটনা। পেসার হাসান মাহমুদ চতুর্থ বল করতে ছুটে গেলে নন স্ট্রাইকে থাকা সোধি বল ছাড়ার আগেই বেরিয়ে যান। চতুরতা দেখান হাসান, ভেঙে দেন স্টাম্প। টিভি আম্পায়ারের দ্বারস্থ হন মাঠের আম্পায়ার। সোধি তখন দেখান অদ্ভুত প্রতিক্রিয়া। রিপ্লে দেখে টিভি আম্পায়ার দেন আউটের সিদ্ধান্ত।

মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন সোধি। তবে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস তাকে ডেকে ফেরত এনে আবার খেলার সুযোগ দেন। এই আউট করা এবং আবার আবেদন প্রত্যাহার নিয়ে চলছে তুমুল আলোচনা।

ম্যাচ শেষে দলের হয়ে কথা বলতে আসা সাবেক অধিনায়ক তামিম এই আউটে কোন সমস্যা দেখছেন না, তিনি বরং আউটের পর সোধির প্রতিক্রিয়া দেখানো নিয়ে অবাক,  'আমার মনে হয় ওর এমন (প্রতিক্রিয়া) করা উচিৎ হয়নি। ও যেভাবে অবাক হয়েছে, আমার মনে হয় না ওর অবাক হওয়া উচিৎ। আমরা এটা নিব কি নিব না এটা টিমের কল। কিন্তু কেউ এভাবে প্রতিক্রিয়া দেখাবে, এটা আমাকে অবাক করেছে।'

এই ম্যাচে আবেদন ফিরিয়ে নিলেও বড় মঞ্চে বাংলাদেশ সুযোগ পেলে এভাবে আউট করত বলে মত তামিমের,  '(ক্রাঞ্চ মোমেন্টে) হয়তবা! আমি এখানে কোনো ভুল দেখি না। নিয়ম তো আছে। এটা যদি আমাদের বিপক্ষেও কেউ নয়, আমার মনে হয় না রিঅ্যাক্ট করা উচিৎ যেমন প্রতিক্রিয়া মানুষ দেখাচ্ছে।'

কারো কারো মতে একবার সতর্ক না করে আউট করায় বিস্ময় প্রকাশ করেছেন সোধি। তবে তামিম আইনের যুক্তি দিয়েই বলছেন, এটা বাকি সব আউটের মতই একটা আউট, 'এখানে সতর্ক করার কিছু নেই। এটা বোল্ড আউটের মতো। হয়ত অধিনায়ক মনে করেছে আমরা এভাবে আউট নিব না। এখানে ভুল-ঠিকের কিছু নেই। তাকে না ফেরালেও কোনো ভুল হতো না। এটা দলের সিদ্ধান্ত হবে আমরা এটা নিব কি নিব না। অনেক দলই এই সুবিধা নিতে চাইবে।'

এই ম্যাচের ঘটনার পর বাংলাদেশ দল সিদ্ধান্ত নিবে এই ধরণের আউট তারা করবে কিনা। তবে একজনকে আউট করে ফেলার পর ফিরিয়ে আনা তামিমের চোখে সুন্দর না,  'এটা একটা দলীয় সিদ্ধান্ত। নিশ্চয়ই আজকের পর আমরা বসে আলোচনা করব। যদি দলের সিদ্ধান্ত হয় আমরা এ ধরনের উইকেট নিব তাহলে নিব, যদি না হয় করব না। এই আলোচনা অবশ্যই আজকের ঘটনার পর করব। একবার আউট করার পর ফেরত নিয়ে আসা এটা সুন্দর দেখায় না। হয় এটা নিব, নাহলে করবোই না।'

Comments

The Daily Star  | English

Matarbari project director sold numerous project supplies

Planning Adviser Prof Wahiduddin Mahmud today said the Matarbari project director had sold numerous project supplies before fleeing following the ouster of the Awami League government on August 5.

1y ago