সাকিবকে বড় ম্যাচে পারফর্ম করতে হবে: তামিম

Tamim Iqbal
তামিম ইকবাল। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

চলমান বিশ্বকাপে সাকিব আল হাসান নিজের ছায়া হয়েই আছেন। ব্যাট হাতে নেদারল্যান্ডসের বিপক্ষে ফিফটি করেছেন তিনি। কিন্তু বাকি ম্যাচগুলোতে চরম ব্যর্থতা তার ব্যাটিং নিয়ে প্রশ্ন রেখে দিয়েছে, সেই সঙ্গে বোলার সাকিবকেও এই বিশ্বকাপে মনে হচ্ছে একদম বিবর্ণ। ভারত ম্যাচের আগে তামিম ইকবাল জানালেন, বড় খেলোয়াড় বলে সাকিবকে বড় ম্যাচে পারফর্ম করতে হবে। পাশাপাশি এই অলরাউন্ডারকে ব্যাটিং অর্ডারে তিনে-চারে খেলানোর কথাও জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে সাকিব এ পর্যন্ত ৫ ম্যাচ খেলে করেছেন ১০০ রান। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৬ বলে ৬৪ রানের ইনিংস খেলেছেন এই বাঁহাতি। এছাড়া বাকি চার ম্যাচের কোনোটিতেই একশর বেশি স্ট্রাইক রেটে খেলতে পারেননি। তিনটি ম্যাচে সাজঘরে ফিরেছেন এক অঙ্কে। তাকে নিয়ে দীর্ঘদিনের সতীর্থ তামিম বলেছেন, 'সে বাংলাদেশের সেরা খেলোয়াড়। বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ও সে। আপনার বড় খেলোয়াড়কে অবশ্যই বড় ম্যাচে পারফর্ম করতে হবে। সে এটা অতীতেও করেছে। বছর ধরে সে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো করে এসেছে।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচে সাকিবকে ব্যাটিংয়ে নামানো হয়েছে ছয় নাম্বারে। তার ব্যাটিং পজিশন নিয়ে তামিম বলেছেন, 'ব্যাটিংয়ে যদি (সাকিবের) সময়ের প্রয়োজন হয়, তবে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে ব্যাট করা তার দরকার। এ মুহূর্তে বাংলাদেশ ব্যাটিং বিভাগ নিয়ে ভোগান্তিতে আছে। তাহলে কেন সাকিবকে তিন বা চার নম্বরে পাঠানো হবে না এবং যথেষ্ট ওভার দিয়ে তাকে থিতু হওয়ার (সুযোগ) দেওয়া হবে না? কারণ তার বিশ্বের সেরা বোলিংয়ের বিপক্ষে পাল্টা আক্রমণ করার অভিজ্ঞতা আছে।'

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সাকিবকে ছয় নাম্বারে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। এরপরের তিন ম্যাচেই বাঁহাতি এই ব্যাটারের পজিশন ছিল চার।

সবশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার ১১.২ ওভারের ইনিংসে সাকিব বোলিং-ই পাননি। বল হাতে তিনি নিজের কোটা পূরণ করতে পেরেছেন মাত্র এক ম্যাচে। সবমিলিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে করেছেন মোট ১০.২ ওভার। বাঁহাতি এই স্পিনার তাতে পেয়েছেন ২ উইকেট।

বোলিংয়ে সাকিবের এত কম ভূমিকা পছন্দ হয়নি তামিমের, 'ক্রিজে ডানহাতি নাকি বাঁহাতি সেটা অগ্রাহ্য করে তাকে (সাকিব) ৪ ওভার বল করতে হবে। হ্যাঁ, দলের ফাস্ট বোলিং বিভাগ ভালো করছে। কিন্তু সাকিব আল হাসান আপনার সেরা বোলার। অনেক বছর ধরে সে তার কাজটা করে আসছে।'

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

5h ago