'জেতার পর কী পরিস্থিতি দাঁড়াবে তখনই বোঝা যাবে'
শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। তবে শুধু জিতলেই চলবে না টাইগারদের। তাকিয়ে থাকতে হবে অন্যান্য সমীকরণের দিকেও। নাজমুল হোসেন শান্ত অবশ্য সেসব নিয়ে এখনই মাথা ঘামাতে রাজী নন।
আগামী রোববার লাহোরে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়া কাপের সুপার ফোরে খেলার আশা টিকিয়ে রাখতে জয়ের বিকল্প নেই সাকিব আল হাসানের দলের সামনে। সেই সঙ্গে মঙ্গলবার অনুষ্ঠেয় আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলের দিকে নজর রাখতে হবে তাদের। তার আগে সুবিধাজনক অবস্থানে থাকতে রান রেট বাড়িয়ে নিতে হবে বাংলাদেশকে। সেজন্য রশিদ খান-মোহাম্মদ নবিদের বিপক্ষে বড় ব্যবধানে জেতার লক্ষ্য রাখতে হবে।
গতকাল বৃহস্পতিবার পাল্লেকেলেতে লঙ্কানদের কাছে ধরাশায়ী হওয়ার পর সংবাদ সম্মেলনে শান্ত জানান, সমীকরণ নিয়ে ভাবার আগে জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ, 'পরের ম্যাচ আমাদের জিততে হবে। জেতার জন্যই খেলব। জেতার পর কী পরিস্থিতি দাঁড়াবে তখনই বোঝা যাবে।'
ছন্দে থাকা এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটারের মতে, শঙ্কা জাগলেও গ্রুপ পর্বের বাধা পাড়ি দেওয়ার ওঠার বিশ্বাস আছে দলের, 'অবশ্যই সম্ভব (সুপার ফোরে যাওয়া)। তবে এত দূরে চিন্তা না করে পরবর্তী ম্যাচ কীভাবে জিততে পারি সেটা নিয়ে পরিকল্পনা করা ও প্রস্তুতি নেওয়া (দরকার আমাদের)।'
গত জুলাইতে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। সেই তিক্ত স্মৃতিতে বিচলিত নন শান্ত, '(দুই দলের মধ্যকার) শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচে আমরা ভালো খেলেছিলাম। ওয়ানডেটা ভালো যায়নি। অতীতে কী হয়েছে এটা নিয়ে আমরা চিন্তিত না। আমাদের দল খুবই ভালো। আমরা বিশ্বাস করি যে আমাদের খেলাটা যদি খেলতে পারি, আফগানিস্তানের সঙ্গে ভালো ফল করা সম্ভব।'
ব্যাটিং ব্যর্থতায় ৫ উইকেটে হেরে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। তাদের দেওয়া ১৬৫ রানের মামুলি লক্ষ্য ১১ ওভার বাকি থাকতে ছুঁয়ে ফেলে স্বাগতিক লঙ্কানরা। সতীর্থদের আসা-যাওয়ার ব্যতিক্রম ছিলেন কেবল শান্ত। ১২২ বলে ৭ চারে ৮৯ রানের ইনিংস খেলেন তিনি।
Comments