সেঞ্চুরি করে জ্যোতিকে দেখিয়ে দিতে চেয়েছিলেন ফারজানা
কাভার ড্রাইভে বল বাউন্ডারি পাঠিয়ে সেঞ্চুরিতে পৌঁছে ফারজানা হক পিংকির উদযাপন হলো একটু ভিন্ন। ব্যাট উঁচিয়ে ধরার পর ড্রেসিংরুমের দিকে ব্যাট তাক করে নিগার সুলতানা জ্যোতির নাম ধরে ডাকলেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানা গেল এর পেছনের ঘটনা।
শনিবার ভারতের বিপক্ষে ইতিহাস গড়া সেঞ্চুরি করেন ফারজানা। তার ১৬০ বলে ১০৭ রানের ইনিংসটি মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরির ঘটনা।
প্রথম বলেই তাতে মিশে আছে বিশেষত্ব। তবে এই প্রথমে নিজের নাম উঠাতে চেয়েছিলেন জ্যোতিও। ফারজানাকে সব সময় সেই কথা বলতেনও তিনি। প্রথম সেঞ্চুরি প্রতিক্রিয়া জানার প্রশ্ন শুনেই পাশে বসা বাংলাদেশ অধিনায়ক হেসে উঠেন।
পরে ফারজানার উত্তরে পরিষ্কার হয় তাদের ভেতরের আলাপ, 'আমার পাশে যে (জ্যোতি) বসে আছে, সব সময় আমার কাছে বলত, "পিংকি আপু আমি কিন্তু সেঞ্চুরি করব, আমি সেঞ্চুরি করব।" আমি সব সময় শুনতাম। কখনও জবাব দিতাম না। আমি শুধু বলতাম, "আচ্ছা, ঠিক আছে। আপনিই আগে সেঞ্চুরি করবেন।" তো আজকে আমার সেঞ্চুরির ৭০ থেকে ৮০ ভাগ কৃতিত্ব ওর। কারণ আমি ওকে দেখিয়ে দিতে চেয়েছিলাম যে আমি আগেই করব।'
সিরিজের আগের দুই ম্যাচ তিনে খেললেও এদিন ওপেন করতে নেমে পুরো ৫০ ওভারই ব্যাট করেন ফারজানা। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ১০৭ রান করেন তিনি।
জানান, নিজের উপর বিশ্বাস থেকেই লম্বা সময় ব্যাট করার চিন্তায় এগুতে পেরেছেন তিনি, 'আমার নিজের স্কিলের প্রতি অনেক বিশ্বাস ছিল। যেহেতু আমি প্রতি ম্যাচেই ভালো শুরু পাচ্ছিলাম, আমার মনে হয়েছে যে যত দূর ইনিংস টেনে নিয়ে যেতে পারি। দিনশেষে সেঞ্চুরিটা হয়ে গেছে।'
'আপনি যখন বড় কোনো দলের বিপক্ষে এরকম বড় ইনিংস খেলবেন, ভবিষ্যতের জন্য সেটা আপনাকে বুস্ট আপ করবে। আপনি স্কিলটা আরও ডেভেলপ করার সুযোগ পাবেন। আমি সেঞ্চুরি করলেও আমার যে ঘাটতি নেই তা না। সেগুলো দূর করে আমি আরও ভালো করার চেষ্টা করব। আমাদের কোচ ও ম্যানজেমেন্টের একটা প্রসেস রয়েছে। আমরা ব্যাটাররা সেই অনুযায়ী সামনে এগোনোর চেষ্টা করছি।'
Comments