‘সংবাদ সম্মেলনটা কী কালকের ম্যাচ নিয়ে হচ্ছে’, বিরক্ত হয়ে প্রশ্ন লিটনের

Litton Das
ছবি: ফিরোজ আহমেদ

এই পরিস্থিতিতে অধিনায়কত্ব নিয়ে কোচ চাপ আছে? প্রশ্ন থামার সঙ্গেই লিটন দাস বলে দিলেন, 'না ভাইয়া, চিল, চিল।' তামিম ইকবালের আকস্মিক অবসরের পর আফগানিস্তানের বিপক্ষে বাকি দুই ম্যাচের নেতৃত্ব দেওয়া হয়েছে লিটনকে। তবে সিরিজের আলোচনা ছাপিয়ে তাকে প্রায় সব প্রশ্নই করা হলো তামিমের অবসর নিয়ে। এক পর্যায়ে বিরক্ত উঠেও যেতে চাইলেন তিনি।

লিটন জানান, বৃহস্পতিবার তামিমের অবসরের খবর তারা জেনেছেন দুপুর একটার দিকে, এর আগে তাদের কাছেও ছিল না এমন কিছুর আভাস।

তবে এমন আকস্মিক ঘটনার প্রভাবও দলের উপর পড়বে না। শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লিটন বেশ ফুরফুরে মেজাজেই জানান,  'না (প্রভাব পড়বে না)! দেখেন উনি আগের ম্যাচে ছিলেন, এই ম্যাচে থাকবেন না... এটা যদি কোনো ভাবে ইনজুরি হতো, আমরা কিন্তু বিকল্প দলই খেলতাম। আমার কাছে মনে হয় না, এরকম কোনো কিছু বদল আসবে। একইভাবে থাকবে সব কিছু।'

বাংলাদেশের ক্রিকেটে তামিমের অনেক অবদানের কথা জানিয়ে আগের দিন ফেসবুকে পোস্ট করেন লিটনও। তবে তিনি থাকায় তাকে মিস করবেন কিনা এমন প্রশ্নে লিটন তুলে ধরলেন কিছু বাস্তবতা  '(তামিম ভাইকে মিস করার কথা) বলাটা খুব কঠিন। আমি আজকে আছি, কালকে ইনজুরি হয়ে গেলে কিন্তু বাংলাদেশ আমাকে মিস করবে না। এটাই স্বাভাবিক। সামনের দিকে যাওয়ার পথে নতুন ক্রিকেটাররা আসতে থাকবে। একটা সময় তারা আসবে, বা আমরা চলে যাব। এটা হতেই থাকবে। অবশ্যই উনি যদি থাকতেন ভালো হতো, নাও হতে পারত। এখন যেহেতু নেই, এটা নিয়ে কথা বলার দরকার নেই, আমার মনে হয়।'

পরে আরেক প্রশ্নের জবাবে অনুরোধ করলেন তামিমের অবসর প্রসঙ্গ থেকে বেরিয়ে আসতে,  'যেহেতু আগামীকালকে ম্যাচ, আমরা যদি এই বিষয়ে কথা না বলি ভালো হয়। আমরা এখনও একটা ম্যাচ পিছিয়ে আছি, আফগানিস্তান আমাদের চেয়ে এগিয়ে আছে। আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সিরিজটা কীভাবে জিততে পারি। এর চেয়েও বড় হলো, আগামীকালকে কীভাবে জিততে পারি। আমার মনে হয়, সতীর্থরা সবাই এই একটা জিনিসেই মনোযোগ দিচ্ছে। বড় ভাইও কিন্তু একটা জিনিস বলে গেছে, সব কিছুর আগে দল। উনি কিন্তু যেতে যেতে এই কথাটাই বলে গেছেন, আমরা দলের জন্য খেলি, দলই সবার আগে।'

তিনি অনুরোধ করলেও ঘুরেফিরে আবার এলো তামিম প্রসঙ্গ।  তামিমকে সতীর্থরা আলাদাভাবে বিদায় জানাবেন কিনা এমন প্রশ্নে বিরক্ত হয়ে বেরিয়ে যাওয়ার কথা বলেন তিনি, 'সংবাদ সম্মেলনটা কি আগামীকালের কিছু নিয়ে হচ্ছে? তা না হলে লিটন দাসের এখানে থাকার দরকার নেই। বোর্ড সভাপতি বা কোচকে এখানে ডাক দেন। তারা বলতে পারবেন। আমি আগামীকালের ম্যাচ নিয়ে কথা বলতে এসেছি এখানে।'

এর আগে তামিমের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেন লিটন। গত ডিসেম্বরে সেই সিরিজ বাংলাদেশ জেতে ২-১ ব্যবধানে।

আফগানিস্তানের বিপক্ষে চোটের কারণে সাকিব আল হাসান না থাকায় টেস্টেও এবার নেতৃত্ব দিয়েছিলেন লিটন। অধিনায়কত্ব তাই তার কাছে নতুন কিছু নয়, 'বাংলাদেশ দলের অধিনায়ক একটা গর্বের বিষয়। আগেও যেভাবে আমি গর্ব নিয়ে বলেছি... আমার জন্য ভিন্ন কিছু ছিল না, আমি চেষ্টা করেছি দলকে সেরা কিছু দেওয়ার ও ম্যাচ জেতানোর। এবারও বিকল্প কিছু নয়। এবারও আমি চেষ্টা করব ভালো কিছু করার।'

Comments

The Daily Star  | English

Netanyahu approves Lebanon ceasefire deal ‘in principle’: media

Israeli Prime Minister Benjamin Netanyahu approved the emerging ceasefire deal with Hezbollah "in principle" during a security consultation with Israeli officials on Sunday night, a source familiar with the matter said

27m ago