‘ভারতের মাঠে খেলা উপভোগ্য হবে, তবে সব ম্যাচই কঠিন’

Tamim Iqbal
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

লম্বা প্রতীক্ষার পর অবশেষে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে আইসিসি। সূচি প্রকাশে পরই দলগুলো ব্যস্ত সমীকরণ মেলানোয়। কোন মাঠে কার বিপক্ষে খেলা এসবেরও উপরও নির্ভর করে অনেকটা। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সূচি দেখে জানিয়েছেন, ভারতের সব ভেন্যুতে খেলা উপভোগ্য হলেও বিশ্বকাপ হতে যাচ্ছে ভীষণ চ্যালেঞ্জের।

প্রকাশিত সূচিতে ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। ৬ ভেন্যুতে ঘুরে প্রথম রাউন্ডের ৯ ম্যাচ খেলবেন তারা।

বিশ্বকাপের সূচি প্রকাশের সঙ্গে মঙ্গলবার (২৭ জুন) থেকে শুরু হয়েছে ১০০ দিনের ক্ষণগণনাও। সূচি প্রকাশ ও ক্ষণ গণনায় বিশ্বকাপের আবহও অনেকটা এসে গেছে।

এই উপলক্ষে আইসিসিকে প্রতিক্রিয়া জানিয়েছেন তামিম। তার মতে ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টের সঙ্গে তুলনা চলে না আর কোন কিছুর, 'এটা সবচেয়ে বড় টুর্নামেন্ট। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে কোন কিছুর তুলনা চলে না। এটা সবচেয়ে চ্যালেঞ্জিং সাদা বলের সংস্করণ যা প্রতিনিয়ত আপনার টেম্পারমেন্ট ও গেইম অ্যাওয়ারনেসের পরীক্ষা নেয়।'

১০ দলের বিশ্বকাপে প্রতিটি দলকেই খেলতে হবে ৯  ম্যাচ। সেখান থেকে সেরা চার দল যাবে সেমিফাইনালে। অনেকগুলো ম্যাচ থাকায় সমীকরণও থাকবে কঠিন। তামিমের তাই মনে হচ্ছে পুরো আসরে নির্ভার থাকার কোন সুযোগ নেই,  'টুর্নামেন্টের কাঠামো আপনাকে নির্ভার থাকতে দিবে না। প্রতিটি দলই কঠিন, কোন সহজ ম্যাচ নেই।'

বাংলাদেশ দুইটি করে ম্যাচ খেলবে ধর্মশালা, কলকাতা ও পুনেতে। একটি করে ম্যাচ আছে চেন্নাই, মুম্বাই ও দিল্লিতে। নানান বৈচিত্র্য থাকায় ভারতের সবগুলো ভেন্যুতে খেলতে পারা বেশ রোমাঞ্চকর মনে করেন তিনি, 'ভারতে খেলা সব সময় উপভোগ্য। রোমাঞ্চকর আবহ, দারুণ স্টেডিয়াম, বিজ্ঞ ক্রিকেট ভক্ত অভিজ্ঞতাটা পরিপূর্ণ করে দেয়। আমরা সেখানে খেলতে গেলেই সমর্থন পাই।'

বিশ্বকাপে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করলেও সেরা অবস্থা নিয়েই টুর্নামেন্টে যেতে পারবে বাংলাদেশ। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পর তিন নম্বরে থেকে সুপার লিগ শেষ করা বাংলাদেশ দেখছে বড় স্বপ্ন। দলে তরুণ ও অভিজ্ঞদের মিশেল থাকায়, সেই সঙ্গে চেনা কন্ডিশন থাকায় বেশ আশাবাদী বাংলাদেশ অধিনায়ক।

'যে দল নিয়ে বিশ্বকাপে যাব তাতে আমি আত্মবিশ্বাসী। আমরা ওয়ানডেতে উঁচু মানের পারফর্ম করে আসছি। সুপার লিগেও উপরের দিকে ছিলাম। তরুণ ও অভিজ্ঞদের দারুণ মিশেল থাকবে দলে। কন্ডিশনও থাকবে চেনা।'

তারিখ ম্যাচ ভেন্যু
৭ অক্টোবর বাংলাদেশ- আফগানিস্তান ধর্মশালা
১০ অক্টোবর বাংলাদেশ-ইংল্যান্ড ধর্মশালা
১৪ অক্টোবর বাংলাদেশ-নিউজিল্যান্ড চেন্নাই
১৯ অক্টোবর বাংলাদেশ-ভারত পুনে
২৪ অক্টোবর বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মুম্বাই
২৮ অক্টোবর বাংলাদেশ-বাছাইপর্বের ১ কলকাতা
৩১ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান কলকাতা
৬ নভেম্বর     বাংলাদেশ-বাছাইপর্বের ২ দিল্লি
১২ নভেম্বর বাংলাদেশ-অস্ট্রেলিয়া পুনে (ডে ম্যাচ)

 

Comments

The Daily Star  | English

Mohakhali blockade halts Dhaka's rail link

Students of Titumir College waged protest to press home their demand for upgradation of their institution as a university

51m ago