আইপিএলের মতন একই মনোভাব নিয়ে টেস্টেও নামবেন রাহানে

ফেরার লড়াইয়ে রাহানে যে নিজেকে বদলে ফেলেছেন সেই ছাপ মিলেছে আইপিএলে। তাকে দেখা গেছে ভিন্ন মেজাজে, দেখিয়েছেন নিজের অন্য সামর্থ্য। টেস্টেও আইপিএলের মতন তাই আগ্রাসী ক্রিকেটের বার্তা দিলেন তিনি। 
Ajinkya Rahane

বাজে ছন্দের জন্য গত বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরের পর ভারতীয় দলে দুয়ার বন্ধ হয়ে যায় আজিঙ্কা রাহানের। এরপর পেরিয়ে গেছে লম্বা সময়। হাল না ছেড়ে রাহানে চালিয়ে গেছেন লড়াই। ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণে রান করে আবারও জায়গা করে নিয়েছেন টেস্ট দলে। ফেরার লড়াইয়ে রাহানে যে নিজেকে বদলে ফেলেছেন সেই ছাপ মিলেছে আইপিএলে। তাকে দেখা গেছে ভিন্ন মেজাজে, দেখিয়েছেন নিজের অন্য সামর্থ্য। টেস্টেও আইপিএলের মতন তাই আগ্রাসী ক্রিকেটের বার্তা দিলেন তিনি। 

ভারতের হয়ে কেবল একটাই সংস্করণে দেখা যেত রাহানেকে। ২০২২ সালের জানুয়ারি মাসের পর সেই টেস্ট থেকে বাদ পড়ায় অনেকে তার আন্তর্জাতিক ক্রিকেটের ইতি দেখছিলেন। ৩৪ পেরুনো রাহানে প্রথম শ্রেণীর রঞ্জি ট্রফি, ৫০ ওভারের বিজয় হাজারে ট্রফি, টি-টোয়েন্টির সৈয়দ মুশতাক আলি ট্রফিতে টানা খেলে নিজেকে প্রমাণ করেছেন।

এবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে চোখ ধাঁধানো ব্যাট করতে দেখা যায় তাকে। এক সময় রয়েসয়ে খেলতেন, কিন্তু সেই ধরন বদলে ব্যাটিংয়ে তুলেছেন ঝড়। ১৪ ম্যাচে ১৭২.৪৮ স্ট্রাইকরেট আর ৩২ গড়ে করেন ৩২৬ রান।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ইংল্যান্ডে প্রস্তুতি নেওয়ার সময় জানালেন সেই ঝড় অব্যাহত রাখতে চান লাল বলেও,  '১৮-১৯ মাস পর ফিরেছি। আগে যা হয়েছে তা নিয়ে আর ভাবছি না। নতুন করে শুরু করব। সিএসকে-র হয়ে আইপিএল খুব উপভোগ করেছি। আইপিএলের আগে ঘরোয়া ক্রিকেটের অন্য আসরেও ভাল করেছি। ফেরাটা আমার কাছে আবেগীয়।'

'আইপিএল ও রঞ্জিতে যে মনোভাব নিয়ে খেলেছি সেরকমই মানসিকতাই রাখতে চাই। টি-টোয়েন্টি না টেস্ট খেলছি, কোন সংস্করণ অতো কিছু আর ভাবব না। এখন যেভাবে ব্যাট করেছি সেভাবেই করব। সব কিছু জটিল করে লাভ নাই, যত সহজ থাকা যায় তত ভালো।'

বাদ পড়ার সময়টায় মুষড়ে না পড়ে পরিবারের মানুষদের সমর্থন পেয়েছেন। ঘরোয়া ক্রিকেটের নানান আসরে বিভিন্ন সতীর্থদের কাছ থেকে নিয়েছেন অভিজ্ঞতা। ফিটনেসকে করেছেন মুখ্য। সব মিলিয়ে রাহানে এখন বেশ ফুরফুরে,  'বাদ পড়ার পর পরিবারের দারুণ সমর্থন পেয়েছি। ভারতের হয়ে খেলাই আর সবার মতো আমার কাছে স্বপ্ন। বাদ পড়ার পর সময়টাই রঞ্জি হোক বা সৈয়দ মুশতাক আলি ট্রফি, সতীর্থদের কাছ থেকে শিখেছি অনেক। ফিটনেসকে ফোকাস করেছি। প্রতিটা মুহুর্ত উপভোগ করেছি। জাতীয় দলে ফেরাটাই ছিল আসল লক্ষ্য। আমার কোন আক্ষেপ নেই আর।'

Comments

The Daily Star  | English

Six state banks asked to cancel contractual appointments of MDs

The Financial Institutions Division (FID) of the finance ministry has recommended that the boards of directors of six state-run banks cancel the contractual appointment of their managing directors and CEOs..The six state-run banks are Sonali Bank, Janata Bank, Agrani Bank, Rupali Bank, BAS

34m ago