শুবমানকে এখনই বড় তকমা দিতে নারাজ কপিল

Kapil Dev & Shubman Gill
ফাইল ছবি

এবার আইপিএলে রানের ফোয়ারা বইয়ে দিচ্ছেন শুবমান গিল, সেঞ্চুরি করেছেন তিনটি। আসরের সর্বোচ্চ রান, সবচেয়ে বড় ইনিংস খেলে গুজরাট টাইটান্সকে ফাইনালে তোলার নায়ক ডানহাতি ব্যাটার। দুই সেঞ্চুরিতে তিনি বিদায় করেছেন বিরাট কোহলি আর রোহিত শর্মাদের। ডানহাতি এই তরুণের মাঝে শচিন টেন্ডুলকার, বিরাট কোহলিদের ছায়া দেখতে পাচ্ছেন অনেকে। তবে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব আবার এক্ষেত্রে মন্তব্য করতে চান রয়েসয়ে। শুবমানকে প্রতিভাবান বললেও এখনই বড় কাতারে নিতে চাইছেন না তিনি।

১৬ ম্যাচে ৮৫১ রান করে সর্বোচ্চ রান সংগ্রহে সবাইকে ছাড়িয়ে অনেক উপরে উঠে গেছেন গিল, গড় ৬০.৭৮, স্ট্রাইকরেট ১৫৬.৪৩! গত শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১০ ছক্কায় ৬০ বলে করেন ১২৯ রান করে ফেলেন তিনি।চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আজ আইপিএলের ফাইনালেও গুজরাটের মূল ভরসা শুবমান। ২৩ পেরুনো তরুণকে নিয়ে এরমধ্যে শুরু হয়েছে হইচই।

শচিনের পর কোহলি, এই ধারাবাহিকতায় গিলকে দেখছেন অনেক ক্রিকেট বিশ্লেষক। এই স্রোতে না ভেসে স্পোর্টস স্টারের সঙ্গে আলাপে একদমই ভিন্ন মত দিলেন কপিল, 'সুনীল গাভাস্কার ছিল এক সময়। এই ধারাবাহিকতা শচিন এলো। একে একে দ্রাবিড়, লক্ষ্মণ, শেহবাগ, বিরাট এলো। শুবমান এখন যেভাবে ব্যাট করছে তাতে মনে হয় এই তালিকায় সেও যুক্ত হবে। তবে আমি বড় মন্তব্য করার আগে আরও এক মৌসুম দেখতে চাই। শুবমান প্রতিভাবান, তবে কারো সঙ্গে এখনি তুলনা করতে চাই না।'

আন্তর্জাতিক ক্রিকেটে এরমধ্যে বিচরণ করে ফেলেছেন গিল। ১৫ টেস্টে দুই সেঞ্চুরি করে আপাতত ওপেনিং স্লটটা তার। ২৪ ওয়ানডেতে ৪ সেঞ্চুরির মধ্যে একটা আবার ডাবল সেঞ্চুরিও করে ফেলেছেন তিনি। সব মিলিয়ে ঝলমলে শুরু। তবে এখানে শঙ্কাও দেখছেন কপিল, মনে করিয়ে দিয়েছেন এক সময়ের তুমুল প্রতিভাবান বিনোদ কাম্বলির কথা, 'আমাকে ভুল বুঝবেন না। শুবমানের প্রতিভা নিয়ে সংশয় নেই। তুলনা করেই বিনোদ কাম্বলির উদাহরণ টানছি। আন্তর্জাতিক ক্রিকেটে শুবমানের থেকেও অনেক ভালো শুরু করেছিল কাম্বলি। শুবমানের সামনে চ্যালেঞ্জ কীভাবে ও প্রত্যাশার চাপ মেটায়। এত আলোচনা, এত প্রচারে সে ভেসে যায় কিনা।'

কপিলের মতে শুবমানের আসল চ্যালেঞ্জ শুরু হবে এখনি। বোলাররা তাকে নিয়ে ঘাটাঘাটি করবে, বের করে আনবে দুর্বলতা। সেখানে হানবে আঘাত। এই আঘাত উৎরে এগুতে পারলেই শুবমানকে আগামীর বড় তারকার তকমা দিতে চান তিনি, 'সে যদি আরও এক মৌসুম এভাবে খেলতে পারে তবে তাকে আগামীর শচিন, গাভাস্কার, বিরাট বলা যাবে। ওর দুর্বলতা বের করতে বোলাররা এক-দুই মৌসুম নেবে। এসব পার করে তিন-চার মৌসুম শুবমান এমন খেলে ফেললে তাকে বড় ক্রিকেটার বলতে হবে।'

'সে এখনো দুর্দান্ত ছন্দে, দেখা যাক এটা কতদূর টেনে নিয়ে যায়। ওর খারাপ সময় আসবে। সূর্যকুমার যাদব দুর্দান্ত খেলার পর টানা তিনটা শূন্য মারল। এখন সে আবার রানে ফিরেছে। ঘুরে দাঁড়াতে পারা ক্রিকেটারদের আমি বাড়তি নম্বর দেই। শুবমান আগামীতে কেমন খেলে দেখার অপেক্ষায় থাকব, ওর হাতে প্রচুর শট।'

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago