আগের দিন থেকে পাঁচ উইকেট নেওয়ার কথা ভেবেছিলেন মোস্তাফিজ

Mustafizur Rahman
ছবি: সংগ্রহ

অনেক দিন ধরেই খুব একটা ছন্দে নেই। মোস্তাফিজুর রহমান তাই বাংলাদেশের একাদশে নিশ্চিত ছিলেন না। প্রথম দুই ওয়ানডেতে তাকে ছাড়াই একাদশ করা হয়। শেষ ম্যাচে এসে সুযোগ পাওয়ার পর কিছু একটা করে দেখানোর খেদ হয়ত ছিল।  ম্যাচ জেতানোর পর মোস্তাফিজুর রহমান জানালেন, আগের দিন থেকেই তার ভাবনা ছিল পাঁচ উইকেট নেবেন। শেষ পর্যন্ত ৪ উইকেট পেলেও মোড় ঘুরিয়ে দেওয়া দারুণ স্পেলে ম্যাচ সেরা হয়েছেন তিনিই।

রোববার চেমসফোর্ডে অতি নাটকীয়তায় আয়ারল্যান্ডকে ৪ রানে হারিয়েছে বাংলাদেশ। দলকে জেতাতে ৪৪ রানে ৪ উইকেট নেন মোস্তাফিজ। ম্যাচটা বাংলাদেশ জিতেছে প্রায় হেরে যাওয়ার অবস্থা থেকে।

২৭৫ রান তাড়ায় এক পর্যায়ে ৫০ বলে স্রেফ ৫০ রান দরকার ছিল আয়ারল্যান্ডের। হাতে তখনো তাদের ৭ উইকেট। ৪২তম ওভারে বল করতে এসে অনিয়মিত বোলার নাজমুল হোসেন শান্ত আউট করে দেন হ্যারি টেক্টরকে। ৬৫ বলে ৭৯ রানের জুটি ভাঙতেই মঞ্চে হাজির মোস্তাফিজ।

শুরুতে এক উইকেট নিয়েছিলেন। আসল সময়ে পর পর নিলেন ৩ উইকেট। কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেলের পর ফেরান টাকারকে। তার স্পেলে একদম মুঠোয় থাকা ম্যাচ তালগোল পাকিয়ে হেরে বসে আইরিশরা।

ম্যাচ সেরার পুরস্কার নিতে অধিনায়ক তামিমকে নিয়ে এসেছিলেন তিনি। ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্সের প্রশ্নে মোস্তাফিজের বাংলা উত্তর তর্জমা করে দিচ্ছিলেন তামিম। চাপের সময়ে কীভাবে স্নায়ু ধরে রাখলেন এমন প্রশ্নে তার ছোট্ট জবাব, 'এটা আমার স্বাভাবিক। অভ্যস্ত।'

নিজের বোলিং নিয়ে পরে জানালেন, শনিবারে একাদশে থাকার কথা জেনেই পাঁচ উইকেট নেওয়ার কথা ভেবে রেখেছিলেন তিনি,  'আমি গতকাল থেকে ভাবছি আমি পাঁচ উইকেট পাব।'

তামিমও জানান, মোস্তাফিজের জোড়া শিকারের পর জেতার ঘ্রাণ পেয়ে যান তারা, 'ক্রিকেট খুব মজার খেলা। উইকেট পড়তে থাকলে স্কোরবোর্ডে চাপ বাড়ে। যখন মোস্তাফিজ দুই উইকেট পেল, আমরা ভাবলাম আমাদের সুযোগ আছে।'

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

2h ago