বাবরের রেকর্ডের দিনে টানা চার জয়ে র্যাঙ্কিংয়ে শীর্ষে পাকিস্তান
আগের তিন ম্যাচের দুটিতে করেছিলেন ফিফটি। টানা রানে থাকা পাকিস্তান অধিনায়ক বাবার আজম এবার পেলেন ওয়ানডেতে তার ১৮তম সেঞ্চুরি। এই পথে প্রথম ব্যাটার হিসেবে একশোর কম ইনিংস খেলেই স্পর্শ করে ফেললেন পাঁচ হাজার রান। তার এমন রেকর্ডময় রাতে নিউজিল্যান্ডকে টানা চার ম্যাচে হারিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষেও উঠল পাকিস্তান।
করাচিতে শুক্রবার রাত সিরিজের চতুর্থ ওয়ানডেও হলো একপেশে। বাবরের সেঞ্চুরিতে আগে ব্যাট করে ৩৩৪ রান করল পাকিস্তান। জবাবে ২৩২ রানে গুটিয়ে ১০২ রানে হেরেছে কিউইরা। দলকে জিতিয়ে জেতাতে বড় ভূমিকা রাখা বাবর ১১৭ বলে করেন ১০৭ রান।
পাঁচ হাজার রান স্পর্শ করতে এদিন আর ১৯ রান দরকার ছিল বাবরের। ইনিংসের ১৭তম ওভারে তা স্পর্শ করে ফেলেন ডানহাতি ব্যাটার। ভেঙে দেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার রেকর্ড। ২০১৫ সালে অবসর নেওয়া ২৮ বছর বয়েসী ব্যাটার ৯৯ ম্যাচেই ৫৯.৮৫ গড়ে ৫ হাজার রান করে নিলেন তিনি। ক্যারিয়ারে ২৬ ফিফটির সঙ্গে ১৮ সেঞ্চুরি আছে তার।
তার সেঞ্চুরিতে ৩৩৪ রানের বড় পুঁজি পেয়ে জ্বলে উঠেন পাকিস্তানি বোলাররা। রান তাড়ায় শুরু থেকেই দিক হারানো নিউজিল্যান্ড কখনই জেতার পরিস্থিতি তৈরি করতে পারেনি।
চারে নেমে অধিনায়ক টম ল্যাথাম ৬০ আর মার্ক চ্যাপম্যান ৪৬ ছাড়া কেউই তেমন লড়াই করতে পারেননি। বোলিংয়ে এদিন পাকিস্তানের নায়ক উসামা মীর ও মোহাম্মদ ওয়াসিম। উসামা ৪৩ রানে পেয়েছেন ৪ উইকেট। ৪০ রান খরচায় তিন উইকেট নেন ওয়াসিম। ৩৮ বল আগেই গুটিয়ে যায় কিউইরা।
বড় এই জয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়াকে টপকে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠেছে বাবর আজমের দল।
Comments