বাবর ভালো ফর্মে আছে: পাকিস্তান কোচ

ছবি: সংগৃহীত

পাঁচ ম্যাচে মাত্র ৬৩ রান। এশিয়া কাপে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাবর আজমের। ব্যর্থতার খেসারত দিয়ে টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও হারিয়েছেন তিনি। তবে দুঃসময়ে থাকা পাকিস্তান অধিনায়ক সমর্থন পাচ্ছেন কোচ সাকলাইন মুশতাকের। তার মতে, বাবরের ফর্ম ঠিক আছে। কেবল ভাগ্যের সহায়তা পাচ্ছেন না তিনি।

গতকাল শুক্রবার দুবাইতে আসরের সুপার ফোরের সবশেষ ম্যাচে আভাস দিয়েও ইনিংস বড় করতে পারেননি বাবর। শ্রীলঙ্কার বিপক্ষে ২ চারে ২৯ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন তিনি। সাধারণত যে সময়ে তিনি হাত খোলেন, তখনই থামতে হয় তাকে। ১১তম ওভারে ক্রিজ ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে ভানিন্দু হাসারাঙ্গার ডেলিভারিতে হন বোল্ড। এশিয়া কাপের আগের চার ম্যাচে তার ইনিংসগুলো ছিল যথাক্রমে ১০, ৯, ১৪ ও ০।

বাবরের রান না পাওয়া নিঃসন্দেহে পাকিস্তান দলের জন্য দুশ্চিন্তার। তবে ম্যাচের পর সংবাদ সম্মেলনে সাকলাইন জানান শিষ্যের ফর্ম নিয়ে সন্তুষ্টির কথা, 'বাবর ভালো ফর্মে আছে... ভারতের বিপক্ষে (গত রোববার) সে যেভাবে বাউন্ডারি মেরেছে! কোনো ব্যাটার গভীর দৃষ্টি দিয়ে দেখলে বলবে যে তার ফর্ম ঠিক আছে। ভাগ্যটা তার পক্ষে যাচ্ছে না।'

আগামীকাল রোববার একই ভেন্যুতে আসরের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচে হেরেছে সাকলাইনের দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৯.১ ওভারে ১২১ রান তোলে পাকিস্তান। জবাবে ১৮ বল বাকি থাকতে ৫ উইকেটে ১২৪ রান করে জয় নিশ্চিত করে লঙ্কানরা।

ফাইনালের মহড়ায় হারলেও আত্মবিশ্বাস হারাননি পাকিস্তান কোচ, 'ভারত ও আফগানিস্তানের বিপক্ষে আমাদের ব্যাটিং ভালো করেছে। যদিও আপনি বলতে পারেন যে (আফগানদের বিপক্ষে) ছোট লক্ষ্য ছিল এবং নাসিম শাহ আমাদের জিতিয়েছে। কিন্তু ১১ খেলোয়াড়ের সবাই ব্যাট করেছে। আমরা ফাইনালে ভালো করতে আত্মবিশ্বাসী।'

'হারলে খারাপ লাগে। কিন্তু এটা ঘটে এবং আমরা আমাদের ভুলগুলো থেকে শিখতে চাই। শ্রীলঙ্কা এই ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে যাবে এবং আমরা শিক্ষা ও গভীর আবেগ নিয়ে ফাইনালে যাব।'

বাবর রানখরায় থাকলেও ওপেনিংয়ে তার সঙ্গী মোহাম্মদ রিজওয়ান আছেন দুর্দান্ত ছন্দে। এতে টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে গেছেন তিনি। ২২৬ রান নিয়ে আসরের সর্বোচ্চ সংগ্রাহকদের তালিকায় তিনি আছেন দুইয়ে। তার প্রশংসায় সাকলাইন বলেন, 'রিজওয়ান একজন অতিমানব এবং সে খুবই আধ্যাত্মিক। দলে সে যে শক্তি নিয়ে আসে তা বিস্ময়কর।'

Comments

The Daily Star  | English

JnU protesters spend night on road, vow to continue sit-in until demands met

As of 10:00am today, demonstrators remain at the site, refusing to leave until their demands are fulfilled

1h ago