সিলেটে ভোটগ্রহণে ধীরগতি, লাইনে অপেক্ষা ভোটারদের

ভারী বর্ষণের পূর্বাভাস থাকলেও সকাল থেকে বৃষ্টি না হওয়ায় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি দ্রুতই বাড়ছে।

তবে ধীরে চলছে ভোটগ্রহণ। কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।

প্রিসাইডিং কর্মকর্তারা বলছেন, ইভিএমের ধীরগতির কারণে ভোটগ্রহণে দেরি হচ্ছে।

ভোটারদের মধ্যে সচেতনতার অভাব ও  ইভিএমে ভোটগ্রহণ প্রক্রিয়াকে দায়ী করেছেন তারা।

টুকেরবাজারের ৩৮ নম্বর ওয়ার্ডের রশিদিয়া দাখিল মাদ্রাসার পুরুষ কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ১৯৫৭ ভোটের মধ্যে ১৯৭টি ভোট পড়েছে। মাদ্রাসার মহিলা কেন্দ্রে ২১০৬ ভোটের মধ্যে পড়েছে ১২২টি ভোট।

দুই প্রিজাইডিং অফিসার— জয়দ্বীপ দাস ও জাহাঙ্গীর আলম ভোটগ্রহণে ধীরগতির জন্য ভোটারদের সচেতনতার অভাবকে দায়ী করেছেন।

কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইনে ইভিএমে কীভাবে ভোট দিতে হয় তা দেখিয়ে দিচ্ছেন আনসার সদস্যরা।

৩৯ নম্বর ওয়ার্ডের মৌয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ৩১৮১ ভোটের মধ্যে ২৯৪ টি ভোট পড়েছে।

এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নীলেন্দু দাস বলেন, 'ইভিএমে ধীরগতি। ভোটারদের অসচেতনতাই এর পেছনে মূল কারণ।'

৪ নম্বর ওয়ার্ডের আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয়ের মহিলা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. শাহনেওয়াজও ভোটকেন্দ্রের ধীরগতির জন্য ইভিএমের ধীরগতিকে দায়ী করেছেন। এই কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত কেন্দ্রে ২ হাজার ২৯৩ ভোটের মধ্যে মাত্র ৮৪টি ভোট পড়েছে।

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

13h ago