সিলেটে ৪৬, রাজশাহীতে ৫২-৫৫ শতাংশের আশপাশে ভোট পড়েছে: সিইসি

সিইসি
সিইসি কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি

সিলেট সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি প্রায় ৪৬ শতাংশ এবং রাজশাহী সিটি নির্বাচনে ৫২-৫৫ শতাংশ ছিল বলে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ধারণা করছেন।

আজ বুধবার দুই সিটির নির্বাচন শেষে ঢাকায় ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তার এ অনুমানের কথা জানান।

সিইসি হাবিবুল আউয়াল আরও বলেন, 'দুটি নির্বাচনই বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে।'

'ভোটাররা কোনো ধরনের বাধা ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে,' যোগ করেন তিনি।

এর আগে দুই সিটিতে ৪০ শতাংশ ভোট পড়তে পারে বলে দুপুরে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা জানিয়েছিলেন।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago